দুমকিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩
পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের চরগরবদি এলাকায় মুখোমুখি সংঘর্ষে পড়া দুই মোটরসাইকেলকে পিকআপ চাপা দিলে এক মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন। শনিবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে দুমকি-বাউফল সড়কের বোর্ড অফিস বাজার সংলগ্ন বশিরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মাষ্টার (৪০), হীরা (১৮) ও বায়েজিদের (১৪) বাড়ি পটুয়াখালী জেলায়। আহত হাবিবুর রহমান ও মানিককে দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুমকি-বাউফল সড়কের বোর্ড অফিস বাজার সংলগ্ন বশিরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে দু'দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে মৃদু সংঘর্ষের ঘটনায় জটলা বাঁধে। মুহুর্তেই বাউফলগামী এলপি গ্যাসবাহী পিকআপ ওই জটলায় চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বায়েজিদ নিহত ও অপর চারজন আহত হয়। স্থানীয়রা আহতেদের উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইউসুফ মাষ্টার ও হীরা মারা যান।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত বায়েজিদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপর দুইব্যক্তির মরদেহ থানায় আনা হয়েছে।
তিনি আরও জানান পিকআপ চালক জহিরুল ইসলাম ও চালকের সহকারি জাকারিয়াকে আটক ও পিকআপটি জব্দ করেছে। এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
কেএফ/