লঞ্চ থেকে জব্দ করা ৯ হাজার কেজি মাছ এতিমখানায়
ভোলায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ঢাকাগামী এমভি তাসরিফ-১ লঞ্চ থেকে প্রায় ৯ হাজার কেজি অবৈধ মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে এসব মাছ জব্দ করা হয়।
জব্দ করা মাছ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন এতিমখানায় এবং স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
জব্দকৃত এসব মাছের মধ্যে রয়েছে দেশীয় প্রজাতির কাঁকড়া, মলা, পোঁয়া, তাপসি (ছুরকা)। তবে কোনো জাটকা কিংবা ইলিশ বা ইলিশ সদৃশ কোনো মাছ ছিল না। এই অভিযানে কোস্টগার্ড কাউকে আটক করতে সক্ষম হয়নি। তবে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোস্টগার্ডের উপস্থিতিতে মৎস্য আড়তদারদের মোকামিরা কৌশলে সাধারণ যাত্রীদের সঙ্গে মিলে যায়। তবে অভয়াশ্রম চলাকালীন সময়ে মৎস্য পরিবহনে লঞ্চ কর্তৃপক্ষকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
জেলা মেরিন (মৎস্য) অফিসার মো. রবিউল ইসলাম জানান, ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাসরিফ-১ লঞ্চে অভিযান চালিয়ে ৯ হাজার কেজি অবৈধ মাছ জব্দ করে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কোস্টগার্ড কাউকে আটক করতে পারেনি।
এদিকে জব্দকৃত মাছের মালিকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, জব্দ করা মাছের পরিমাণ ছিল ৯ হাজার কেজিরও অনেক বেশি ছিল। তথ্যদাতা (সোর্স) ও তাদের মাঝিরা অনেক মাছ গোপনে আত্মসাৎ করেছে বলে অভিযোগ তাদের।
তবে মাছের মালিকদের অভিযোগ ভিত্তিহীন বলে জানান জেলা মেরিন অফিসার রবিউল ইসলাম।
এসজি