বরিশালে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ৩

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবিরকাঠির কাঠেরপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বাকেরগঞ্জ উপজেলার কবিরকাঠি এলাকার বাসিন্দা ট্রলিচালক জহিরুল তালুকদার (২৫) ও একই এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫) এবং একই উপজেলার বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩)।
বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম বলেন, তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ট্রলিচালক জহিরুলের (২৫) মরদেহ উদ্ধার করা হয়। তবে এর আগেই বায়েজিদ ও রাকিব নামে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে বাসের কোনো আহত যাত্রীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানান তিনি।
এ বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, বাসটি কুয়াকাটা থেকে বরিশালে যাওয়ার পথে পণ্যবাহী ছোট ট্রলিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের বক্তব্যে জেনেছি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।
