বৈরী আবহাওয়ায় আতঙ্কে ভোলার উপকূলীয় মানুষ

ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এর ফলে আজ শনিবার (২০ আগস্ট) সকাল থেকে মাঝারি দমকা হাওয়াসহ নদ-নদী উত্তাল রয়েছে। এ জন্য নদী বন্দর সমূহকে ২ নম্বর ও সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। এর পাশাপাশি ঘূর্ণিঝড় প্রস্তুতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।
এমন আবহাওয়ার মধ্যে ভোলা থেকে চট্টগ্রামের লক্ষ্মীপুর জেলার মধ্যে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও আজ এ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। তবে মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে উপকূলে নিরাপদে আনা হয়েছে।
এদিকে আতঙ্কে রয়েছেন উপকূলীয় এলাকাবাসী। কারণ জোয়ারের পানিতে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের হাজী কান্দি গ্রামের শহর রক্ষা বাঁধের বিভিন্ন অংশে ব্লক ধসে গেছে। ফলে ভাঙনের সৃষ্টি হয়েছে। বাঁধটি সংস্কার করা না করা হলে জোয়ারের পানি প্রবেশের আশঙ্কা করছে এলাকাবাসী।
ভাঙ্গন কবলিত এলাকার মানুষ বলেন, ঘূর্ণিঝড়ের ৩ নম্বর সতর্কতা সংকেত স্থানীয় প্রশাসন এবং উপজেলা প্রশাসন এখনও আমাদেরকে ঘূর্ণিঝড়ে বিষয়ে কোনও তথ্য দেয়নি।
এ ব্যাপারে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান ঢাকাপ্রকাশ-কে বলেন, ভাঙ্গন কবলিত এলাকার বিকল্প বাধ নির্মাণের কথা ভাবছেন পানি উন্নয়ন বোর্ড।
এসআইএইচ
