প্রচণ্ড ঢেউয়ের কবলে পরে মেঘনায় কার্গো ডুবি

প্রচণ্ড ঢেউয়ের কবলে পরে ডুবোচরের ধাক্কায় মেঘনা নদীতে পানিতে ডুবে গেছে চিনি বোঝাই কার্গো। বুধবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মেঘনার কাইছমোর ঘাট এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চদ্র দে।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের তৎপরতায় কিছু সংখ্যক বস্তা উদ্ধার হলেও ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকার চিনি মেঘনার পানিতে ডুবে গেছে। তবে ওই নৌযানে ফ্রেশ কোম্পানির ৩ হাজার ৭২০ বস্তা চিনি ছিল। এর মধ্যে ৩০০ বস্তা চিনি উদ্ধার করতে সক্ষম হয়। বাকি ৩৪২০ বস্তা চিনি পানিতে ডুবে গেছে। প্রতেকটি বস্তার মূল্য চার হাজার টাকা বলে জানান তিনি।
তিনি আরো জানান, কার্গোতে থাকা ৫ জনকে উদ্ধার করা হয়েছে। কার্গোর মালিকেও পাওয়া গেছে। ভাটায় নদীর পানি টানলে কার্গোটি উদ্ধার করা হবে। এদিকে মঙ্গলবার বেলা ১২টার দিকে কার্গোটি নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ভোলার উদ্দেশে রওনা হয়। রাতে চাঁদপুরে অবস্থান করে ভোরে পুনরায় যাত্রা শুরু করেন।
এএজেড
