হৃদয়ের জানালা
ভালো থেকো ভালো থাকার মানুষ
কেমন আছো? আমি বেশ আছি।এখন একা পথ চলতে শিখে গেছি। আমাকে নিয়ে তুমি একটুও ভেবো না। আমাকে দেখে অবাক হচ্ছো? তুমি ভাবছো আমি বদলে গেছি? নাকি মাথায় কোন সমস্যা হলো।এত সহজে মেনে নিলাম কি ভাবে। নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তোমার মনে।সহজে আমি মেনে নেই নি কিছুই। মনের বিরুদ্ধে মেনে নিচ্ছি সব। জীবনকে মনের বিরুদ্ধে যুদ্ধে জয় করার চেষ্টা করছি। জানি না কতদূর যেতে পারবো এই যুদ্ধে। সত্যি বলতে কি জানো, আমি একটুও বদলাইনি, আগের মতোই আছি। শুধু তফাৎ এতটুকুই মনের ইচ্ছায় না, বিবেকের কাছে বন্দি হয়ে বেঁচে আছি। আমার এখনও চোখের সামনে ভাসে তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। স্মৃতিগুলো আমাকে ভীষণ ভাবে জানান দেয়। তুমি যে আমার নেই। এখনও আমি ঘুমের ঘরে প্রতিনিয়ত তোমাকে খুঁজি বেড়াই। জানি ফোন আসবে না তোমার, তারপরেও রোজ রাতে ফোন কানে নিয়ে ঘুমাই। আমার ফোন করার অধিকারটুকু এখন আর নাই। তাই চাইলোও মাঝ রাতে আর ফোন করা হয় না।আমার প্রচণ্ড কষ্ট হয়। মিথ্যা অভিনয় করতে। তারপরেও রোজ নিয়ম করেই অভিনয় করে যাই। আমার হাসিগুলো কিছু মানুষের চিন্তা মুক্তির কারণ যে।
যখন থেকে জানতে পারলাম তুমি আর আমার নেই। সেদিন থেকে আমি আর ভালো নেই, সত্যি আমি ভালো নেই। রোজ নিয়ম করে তোমাকে ভেবে কান্না পায়, হৃদয় রক্তক্ষরণ হয়, কথা না বলতে পারায় নিশ্বাসটা বন্ধ হয়ে আসে। তোমাকে হারিয়ে ফেলেছি ভাবতেই হৃদপিণ্ড হার্টবিট বাড়ে। তোমাকে ছাড়া সত্যি আমি অসহায়। এই পৃথিবীটাকে তুচ্ছ মনে হয়। এটাকে বেঁচে থাকা বলে না। এ যেন মৃত্যুহীন এক জীবন। এই মায়ার পৃথিবী ছেড়ে সত্যি অনেক দূরে চলে যেতে চাই। কিন্তু আমি এক অভাগিনী। পারি না গর্ভধারনী মার জন্য। এই পৃথিবীতে আমি ছাড়া তার তো আর কেউ নেই। তাই বার বার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। জানি না তোমাকে ছাড়া কতটুকু ভালো থাকতে পারবো। তবে চেষ্টা করে যাচ্ছি অবিরত। তোমাকে না পাওয়ার কষ্ট গুলো আমৃত্যু পুষে রাখবো। কিন্তু তোমাকে পাশে পাওয়ার লোভটা রোজ যে কাঁদায়।
আচ্ছা তুমি আমাকে ভালবাসলে না কেন..? আর যদি ভালবেসে থাকো, হৃদয়ের স্পন্দনে রেখে থাকো তাহলে অন্য রমনীর মায়ায় আটকে গেলে কেন? আমাকে বুকের মধ্যে আগলে রাখলে কি তোমার জীবনটা সুন্দর হত না? আমাকে পেলে জীবনে পূর্ণতা পেত না? আমার যে তোমার বাড়িতে একটা স্বপ্নের সংসার পরে আছে। এটা ভাবতেই কলিজা ছিড়ে যায়। আমি সবসময় তোমার কথা, আর ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি, আজীবন দিয়ে যাবো। তুমি চেয়েছো তোমার বন্ধু হয়ে আজীবন পাশে থাকি।
আমি না ভেবেই রাজি হয়ে গিয়েছি। কারণ তোমার পাশে থাকার লোভ! হ্যাঁ জানি আমি ভীষণ লোভী। শুধু তোমার পাশে একটু ঠাঁই মেলার লোভ। আচ্ছা শোনো আমার জন্য তোমার জীবনে একটুও সমস্যা হবে না। আমার ভালবাসার দিব্যি বলছি। আর যদি কোন ক্রমে ভুলে হয়ে যায়। তুমি বলে দিও। আমি তোমার থেকে সরে আসবো, তোমাকে ভালো থাকার জন্য আমি সব করতে পারবো। আমি তোমার প্রিয় কেউ হতে চাই না। ভাল থাকারমানুষ হতে চাই। পৃথিবীর নিয়মানুবর্তিতার কাছে আমরা সবাই ধরা।
যা হবার তা তো হয়েই গেছে। একদম পাগলামি করবে না, আমি তোমার ছায়া হয়ে পাশে আছি। একবার হাতটা বাড়িয়ে দিও পাবে পাশে। যদি বেশি মনে পরে ফোন দেয়ার কোন কিছুর সুযোগ না থাকে তাহলে দু-আঁখি মিলিয়া অনুভব করো পাবে আমার দেখা। ভেসে উঠবে পুরোনো দিনের কথা। পাশে ছিলাম,পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ।
জীবনটা সুন্দর উপভোগ করতে শেখো। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কি পেলাম কি পেলাম না। জীনের হিসাব বড়ই গড়মিল। এতে তুমি শুধু হৃদয়ের অসুখে ভুগবে। তোমার আমার মাঝে কি পরিচয় সেটা বড় কথা না। আমি তোমার সাফল্য দেখতে চাই। যা হবার তা তো হয়েই গেছে আর পাগলামি করোনা। এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়৷ নিজের খিয়াল রেখো। তোমার যে স্বপ্ন গুলো ছিল তা পূরণ করার চেষ্টা করও। তুমি আমার জীবনের একটা অংশ। তোমার জায়গা আমার মনে আর মোনাজাতে আছে থাকবে। ভালো থেকো আমার ভালো থাকার মানুষ।নতুন জীবনের জন্য শুভকামনা।
ইতি তোমার শুভাকাঙ্ক্ষী
তামান্না সুলতানা নিশি