মন ছুঁয়ে গেলে!
দূর থেকে চোখে চোখ পড়েছিল তোমার সাথে। প্রথম দেখায় চোখ ঘুরিয়ে নিয়েছিলে। ভার্সিটির বাস স্টপে দাঁড়িয়ে দুজন। দুরত্ব বেশি ছিল না। লজ্জিত ভঙ্গিতে আমিও চোখ ঘুরিয়ে নিয়েছিলাম। কিন্তু কেন জানি তোমার মায়াবি মুখটা চোখে থেকে মুছতে পারছিলাম না। কেমন যেনো মৃদু বাতাস বয়ে গেল মনের ভেতর। সেদিন ক্লাসে মনোযোাগ দিতে পারিনি। মনে হচ্ছিল মেয়েটির সাথে যদি একটু কথা বলতে পারতাম। গল্প করতে পারতাম।
আবার দেখা হবে এ আশায় বাস স্টপে একটু আগেই এসে দাঁড়িয়েছি। ভাবছি তুমি আজ এলে দূর থেকে দেখবো। আজ আর চোখ ঘুরাবো না। তুমি দেখো আর না দেখো। অপেক্ষার মিনিট গুলো অনেক দীর্ঘ মনে হচ্ছিল। হঠাৎ তোমাকে রাস্তা পার হতে দেখে মনটা ভরে গেল। আমি আড়চোখে দেখছিলাম। তুমি তোমার কোনো বান্ধবীর সাথে কথা বলছিলে আর হাসছিলে। কত সুন্দর তোমার হাসি। মুগ্ধ না হয়ে পারা যায়! আজ তুমি আমাকে লক্ষ্য করছো না। অনেক চাইছিলাম আজও একটু চোখাচোখি হোক। কিন্তু হলো না। বাস চলে এলো।
তোমার দৃষ্টি আকর্ষণের জন্য আমার উদ্যোগ ছিল আজ। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, বাসস্টপে তোমার পাশে গিয়ে দাঁড়াবো। কিন্তু তোমার খবর নেই। কেমন যেনো অস্থিরতা কাজ করছে। তুমি দেরি করছো কেন? মনটা খারাপ হয়ে যাচ্ছিল। বাস আসার সময় হয়ে গেছে। তুমি আসছো না। বাস চলে এলো। বাসে উঠবো কি উঠবো না ভাবছি। সবাই উঠে গেছে। যেই বাসে উঠতে যাচ্ছি, কোথা থেকে দৌঁড়ে এসে আমার আগেই উঠে গেলে বাসে। তোমার পিছু পিছু আমিও উঠলাম। মনে হলো তুমি এলে অনেক দিন পরে যেনো বৃষ্টি এলা।
রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম কে তুমি। কি তোমার নাম। কোন ডিপার্টমেন্টে তুমি পড়ো। তোমার বসতিই বা কোথায়? কি করে তোমার সাথে কথা বলবো। তোমার মনেও কি আমার মতো অনুভূতি কাজ করছে? কিছু জানি না।
পরদিন আবার বাসস্টপে তোমার অপেক্ষায়। একটা সময় ছিলো বাসস্টপে দাঁড়াতাম বাসের জন্য। এখন দাঁড়াই তোমার জন্য। তুমি কি তা জানো। তোমার হাসি, কথা বলা, এলোমোলো চুল সব কিছুই মন ছুঁয়েছে। কিন্তু বলা হচ্ছে না। মনের অস্থিরতা বাড়ছে। আজও অনেক আগেই এসেছি। অবাক হলাম তুমিও এসে আমার পাশেই দাঁড়ালে। আমি আড়চোখে দেখেছি। কিন্তু কথা বলার সাহস হচ্ছে না। হঠাৎ তোমার মুচকি হাসি। আমার দিকে মুখ ঘুরিয়ে বলে উঠলো তোমার নাম কি? আমি স্তম্বিত। আমি এদিক সেদিক তাকিয়ে খুঁজছি কাকে বলছো। কিন্তু বাসস্টপে তো আমি তুমি ছাড়া আর কেউ নেই। তুমি হাসলে বললে তোমাকেই বলছি। অনেক দিন ধরেই দেখছি তুমি দূর থেকে আমাকে ফলো করছো।
আমি কিছু বললাম না।
-ফাস্ট ইয়ার ।
-আমি বললাম হ্যাঁ।
- আমি থার্ড ইয়ারে লাইব্রেরি সাইন্সে পড়ি। তুমি?
-আমি সমাজ বিজ্ঞান বিভাগে।
-কি নাম তোমার?
-জনি।
-আমি রিতা।
তারপর আর কথা নেই। বাস চলে এলো। আমরা বাসে উঠলাম। মনের ভেতর চরম হতাশা কাজ করছে। কেন? জানি না। মনে হলো তুমি হারিয়ে গেছো আমার হৃদয় থেকে। ভালোলাগার কথা বলা হলো না তোমাকে।
জনি
মধ্য বাসাবো, ঢাকা