তাসনিম হোসেন এর কবিতা ভালোবাসার রং
ভালোবাসা কি লাল রঙের গোলাপ?
আছে সুবাস, আছে কাঁটা ঝরা লাল রক্ত বারংবার;
অথবা প্রেমিকার গালে উপচে পড়া লাল আভা
বুকের ভেতর শুধুই ব্যথা, মিষ্টি মধুর রক্তক্ষরণ?
ভালোবাসা কি নীল আকাশের ঐ বিশালতা?
ঝরে মেঘ থেকে অশ্রু ধারা,
অথবা ঈগলের মত মেলে পাখা
ভাসতে ভাসতে দূরে কোথাও হারিয়ে যাওয়া?
ভালোবাসা কি হলুদ গাঁদা ফুলের কস্তুরী সৌরভ?
প্রজাপতির ডানা মেলে,
ফুলের মধু আর সৌরভ নিয়ে
বাতাসের সাথে মিতালি করা?
ভালোবাসা কি সবুজ রঙের ঘাস?
ঘাস ফড়িং আর লজ্জাবতির মিতালী,
হাসতে হাসতে লজ্জাবতি কে আলতো ছুঁয়ে
স্নিগ্ধ বাতায়নে এলিয়ে ঘুমিয়ে পড়া?
ভালোবাসা কি রাতের গভীর কালো অন্ধকার?
নাকি জোছনা রাতে চাঁদের আলোয়
রূপালী আলোয় হাসি কান্না একাকার
দুজনার আলোছায়া অঙ্গীকার?
ডিএসএস/