লঞ্চে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, কাঠামোগত হত্যাকাণ্ড : গণসংহতি আন্দোলন
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ‘বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে প্রায় ৪০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ায় ঘটনা কোনো দুর্ঘটনা নয়, বরং একটি কাঠামোগত হত্যাকাণ্ড। গণমাধ্যমের বিবরণ অনুযায়ী এ লঞ্চের কর্তৃপক্ষ কোনভাবেই এতজন মানুষ হত্যার দায় এড়াতে পারে না। একইভাবে সরকারের নৌ পরিবহণ মন্ত্রণালয় ও বিআইডব্লিইউটিএ তাদের দায় এড়াতে পারে না।’
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গণসংহতি আন্দোলনের নেতার আরো বলেন, ‘দুর্ঘটনার নামে মানুষ হত্যা বাংলাদেশে সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে রাষ্ট্রের সর্বত্র জবাবদিহিতা ও সুশাসনের অনুপস্থিতি। বর্তমান আওয়ামী লীগ সরকার সীমাহীন লুটপাট ও দুর্নীতির পথ প্রশস্ত করতে আইনের শাসন ও জবাবদিহিতাকে বিদায় করে দিয়েছে। ফলে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিটি ক্ষেত্রে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকারের অব্যবস্থাপনার কারণেরই দেশের মানুষ আগুনে পুড়ে অথবা নির্মাণাধীন ভবন থেকে নির্মাণ সামগ্রী পরে হত্যার শিকার হচ্ছেন।’
বিবৃতিদাতারা এই কাঠামোগত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আহতদের সুচিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ অবিলম্বে গ্রহণ করার দাবি জানান।
এপি/