মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | ২ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সুযোগ পেলেই ড. ইউনূসকে শূলে চড়াই : সারজিস আলম  

ছবিঃ সংগৃহীত

সুযোগ পেলেই আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শূলে চড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্নবানে জর্জরিত করি। যেটা না সেটাও বলি। কিন্তু বিগত ৭ মাসে ২০০’র অধিক আন্দোলন আর হঠাৎ করে সব ক্ষেত্রে তীব্র বৈষম্য অনুভূত হওয়া জাতিকে নিয়ে তিনি যে কাজগুলো করছেন, সেগুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানানোটাও জরুরি।

তিনি আরও লিখেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ ৬ মাসে দেশি-বিদেশি ঋণ পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকা। দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গতবছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি। এ ছাড়া দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি ডলার।

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক লিখেছেন, এই রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টেরিম সরকার। হাসিনা ও তার পরিবারের একাউন্ট থেকেই উদ্ধার করেছে ৬৩৫ কোটি টাকা। দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২ শতাংশ। গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে। 

তিনি লিখেছেন, ধর্ষণের তদন্ত ১৫ দিন এবং বিচার ৯০ দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের ওপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল৷ বাফুফের ওপর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে ৩২ করা হয়েছে।

স্কুলের বইগুলোতে হাসিনার উল্টাপাল্টা সিলেবাস আর পারিবারিক তোষামোদির গল্প বাদ দিয়ে সাজানো গোছানো সিলেবাস দেওয়া হচ্ছে উল্লেখ করে সারজিস আরও লিখেছেন, এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা।

তিনি আরও লিখেছেন, সর্বশেষ জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ডওয়াইড রিকগনিশন বাড়াবে৷ তাছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছেন আগামী বছর মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সঙ্গে ইফতার করতে চান! 

প্রশ্ন রেখে সারজিস লিখেছেন, ভাবতে পারেন? অনেক কিছু বলা সহজ। গাইলানো সহজ৷ নির্বাচন দ্রুত চাওয়াও সহজ৷ হাসিনার রেখে যাওয়া ধ্বজভঙ্গ অর্থনীতিকে যে কারো জন্য এসে ঠিক করতে ঘাম ছুটে যেতো। পারতো কি না সেটা নিয়েও ঢের সন্দেহ আছে। উপরন্তু, অর্থনীতি, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি ঠিক রাখতে না পারলে ক্ষমতায় আসলেও যে টিকতে মুশকিল হবে, এটা রাজনৈতিক দলগুলো ভালো করেই জানে।

এনসিপির এই কেন্দ্রীয় নেতা লিখেছেন, ইউনূস সাহেব হয়তো হিমশিম খাচ্ছে অনেক কিছু করতে। ধ্বজভঙ্গ একটা দেশ আর ব্যক্তি স্বার্থকেন্দ্রিক একটা জাতিকে ঠিক করতে। তারপরও অনেক কিছু করছে এবং করবে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে আপনি যদি সম্মত না হতেন তাহলে দ্বিতীয় অন্য কোনো ব্যক্তিকে আমরা সেই জায়গায় তখন চিন্তা করতে পারিনি। আপনার সঙ্গে তুলনা তো নয়ই। 

সবশেষে তিনি লিখেছেন, বাংলাদেশ অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।

 

Header Ad
Header Ad

কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম: সামিরা খান মাহি

অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি মোটরসাইকেল কোম্পানির ইভেন্টে খোলামেলা পোশাক পরিধান করে নাচের কারণে সমালোচনার মুখে পড়েন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তার বডি ফিটিং পোশাকের কারণে নাচটি অনেকের কাছে দৃষ্টিকটু মনে হয়, এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এরপরেই শুরু হয় বিতর্ক।

এই বিষয়ে প্রথমবারের মতো মুখ খুললেন মাহি। তিনি জানান, ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে এবং তার উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা হয়েছে। মাহি বলেন, "আমি ইভেন্টে এক ঘণ্টা পারফর্ম করেছি, সেখানে অনেক ধরনের মুদ্রা ছিল। কিন্তু কিছু অংশ জুম করে ভিডিও প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত খারাপভাবে ফুটে উঠেছে। এটা সঠিক কাজ হয়নি।"

অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

এছাড়া, অভিনেত্রী আরও জানান, "অনেকের মনে হয়েছে, আমি কস্টিউমের ভেতরে কিছুই পরিনি। কিন্তু সেটা সত্য নয়। কস্টিউমের ভেতরে আমি আরো দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউমটি পুরোপুরি বডি ফিটিং ছিল, তাই এমনটি মনে হতে পারে।"

মাহি কিছুটা আক্ষেপের সুরে বলেন, "আমাদের কাছে নিজের কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই, তাই অনেক সময় আমরা চাইলেও সবকিছু পরিবর্তন বা প্রস্তুত করতে পারি না। আর এই কস্টিউমটি পেয়েছিলাম পারফরম্যান্সের একদিন আগে, তাই পরিবর্তন করারও সুযোগ ছিল না।"

Header Ad
Header Ad

বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। ছবি: সংগৃহীত

আগামী বুধবার (১৬ এপ্রিল), নির্বাচন সংশ্লিষ্ট রোডম্যাপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। এই বৈঠকটি দুপুর ১২টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন নেতা এতে অংশ নিবেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন।

এছাড়াও বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিএনপি সময় চেয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি।

Header Ad
Header Ad

১ কিমি পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক সংস্কারের জন্য নির্ধারিত সড়কে কাজ না করে ভুল সড়ক খুঁড়ে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রায় এক কিলোমিটার পাকা সড়কের পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার ও তার লোকজন বুঝতে পারেন, তারা ভুল সড়কে কাজ করছেন।

এই ঘটনা ঘটেছে চর আমান উল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রাম থেকে মোল্লা মার্কেট সংযোগ সড়কে। সড়কটির পিচ তুলে ফেলার পর, স্থানীয় বাসিন্দারা ঠিকাদারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ভুল রাস্তা চিহ্নিত করার কথা স্বীকার করেন। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানালে, ঠিকাদার দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার কথা বলে স্থান ত্যাগ করেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলজিইডি থেকে অর্থ বরাদ্দের পর গত রোববার সকালে ঠিকাদারের লোকজন কাজ শুরু করেন। তারা এক কিলোমিটার সড়কের দুই পাশ খুঁড়ে ফেলার পরই ভুল সড়কে কাজ করছেন বলে বুঝতে পারেন। এই ভুলের কারণে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি দাখিল মাদ্রাসা এবং অন্যান্য এলাকার পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

মোল্লা মার্কেট যুব সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউল হক এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, "এলজিইডি অফিসের লোকজনের দায়িত্বহীনতা এত বড় ভুলের জন্ম দিয়েছে।"

এ বিষয়ে উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শরীফ মোহাম্মদ নুর ইসলাম ভুলে কাজ শুরু করার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, "চর ওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেস গ্রামের কুকিজ মার্কেট-ছিদ্দিক মার্কেট সড়কটির কাজের জন্য টেন্ডার হয়েছিল। কিন্তু ঠিকাদার ভুলক্রমে অন্য রাস্তা চিহ্নিত করে কাজ শুরু করেন। পরে ভুল বুঝতে পেরে কাজ বন্ধ করে দিয়ে তারা চলে যান।"

এদিকে, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ার কারণে ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মা জানিয়েছেন, তিনি এই বিষয়টি সম্পর্কে একটি অভিযোগ পেয়েছেন। তিনি বলেন, "এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন সড়কটি পরিদর্শন করেছেন এবং ঠিকাদার ও এলজিইডিকে দ্রুত সড়কটি সংস্কার করার নির্দেশনা দিয়েছেন।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম: সামিরা খান মাহি
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১ কিমি পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন
পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি, জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ
লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
মুজিব শতবর্ষে বিসিবির খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি!
ইঞ্জিন-কোচ সংকটে বিপর্যস্ত রেল: সারাদেশে বন্ধ ৭৯টি ট্রেন
চাকরির প্রথম দিনেই দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দোহার উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণসহ ৫৫ লাখ টাকা লুট
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, আর্থিক হিসাবে অসঙ্গতির অভিযোগ
ভারতে ইসলামকে অবমাননা করে ‘জি বাংলা’ চ্যানেলে নতুন ধারাবাহিক
প্লট দুর্নীতি: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মার্কিন পুরস্কার প্রত্যাখ্যান করায় উমামাকে ফিলিস্তিন রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা
আজ ড্রোন আর লেজার শোতে ঝলমলে হবে ঢাকার আকাশ
রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরছেন
পহেলা বৈশাখে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বর্ষবরণ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’