সরকারের অনুমতির অপেক্ষায় ভিসির পদত্যাগ: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকার আদায়ে লড়াই করছে, অনশন ধর্মঘট করছে, মারাও যেতে পারে। তারা শেখ হাসিনা কিংবা অনির্বাচিত এ সরকারের পদত্যাগ চাচ্ছে না, পদত্যাগ চায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের, অথচ ভিসি বলছেন, ‘আমি পদত্যাগ করব যদি সরকার থেকে অনুমতি পাই।’ কি লজ্জার কথা? এটাই উনার উপাচার্য হওয়ার যোগ্যতা।”
রোববার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ স্মরণে আলোচনা সভাএক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করেছে শহীদ আসাদ পরিষদ।
তিনি বলেন, 'আমরা যদি ক্ষমতায় যাই তাহলে দেশের ৬ কোটি মানুষকে প্রতি মাসে এক হাজার করে টাকা দেব। দরিদ্র মানুষকে বিনাপয়সায় চিকিৎসা ব্যবস্থার ব্যবস্থা করব। শিক্ষার্থীদের জন্য ভাতা ঘোষণা করব। শিক্ষা চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থাকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেব। পরিবর্তন চাই, পরিবর্তনের জন্যই রাজনীতি, নাহলে রাজনীতি করছি কেন?'
সরকারের সমালোচনা করে ডাকসুর সাবেক ভিপি বলেন, 'কতিপয় চামচা ও সুবিধাবাদী ছাড়া একজন লোকও নেই যারা সরকারের পক্ষে কথা বলে। যার বড় প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় আর এদেশের মানুষ খুশি হয়। মানুষের ভাষ্য এত কিছু হচ্ছে তবুও এরা (সরকার) যাচ্ছে না কেন?'
র্যাবের চেয়ে পুলিশ বেশি গুম করেছে বলেও অভিযোগ করেছেন সাবেক ছাত্রনেতা মান্না।
বিএনপির সমালোচনা তিনি বলেন, ' ক্ষমতায় যেতে চান ভালো কথা, কিন্তু ক্ষমতায় গেলে দেশ ও দেশের মানুষের জন্য কী করবেন, করতে চান সেই বিষয় স্পষ্ট করে তুলে ধরুন। বিএনপিকে বন্ধু ভাবতে চাই, অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমার শত্রুতা নেই। শুধু সভা সেমিনারে বলবেন অথচ একবারও ফোন দিয়ে তো বলেন না আসেন কিংবা আসছি কথা বলি? আসুন ফ্যাসিবাদী ও লুটেরা সরকারকে সরাতে চাই, বাতাস তৈরি হয়েছে।'
ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর বলেন,'শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে আন্দোলন করছে আর তাদের অভিভাবক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রথমে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ পরে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালিয়েছেন। আমাদের সুস্পষ্ট দাবি ব্যর্থ উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় চলতে পারে না।'
'যেখানে বিনাভোটে অনির্বাচিত সরকার অলিখিত বাকশাল কায়েম করেছে সেখানে গতকাল দেখলাম একজন উপাচার্য পদত্যাগ করলে ৩৪ জন পদত্যাগ করবেন বলে খবর বের হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এসব শিক্ষকদের মধ্যে একেবারে সব উপাচার্য যে ভালো বাস্তবে তা বলার অবকাশ নেই। অথচ সরকার শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে উপাচার্যের পক্ষে দাড়িয়েছে। এমনকি শিক্ষামন্ত্রীকে এখনো কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি'- বলেন নূরুল হক নুর
আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড মাহবুব উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান প্রমুখ।
এমএইচ/এসএন