সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একটি খবর ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে যে, সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট সেনাবাহিনী জব্দ করেছে। তবে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে যে, এই দাবি একদমই মিথ্যা এবং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এটি ছড়ানো হয়েছে।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে জানানো হয়, এই খবরের সূত্র ‘BBC NEWS 2470’ নামের একটি ব্লগ ওয়েবসাইট, যেখানে গত ১২ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী গোপন অভিযানে সারজিস আলমসহ ৪৪ জনকে আটক করে এবং তাদের পাসপোর্ট ও ভ্রমণের কাগজপত্র জব্দ করে। অভিযোগ করা হয়, তারা অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার পরিকল্পনা করছিলেন।
তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, এই দাবির পক্ষে কোনো জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। সেনাবাহিনী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের দিক থেকেও এমন কোনো অভিযোগ বা বিবৃতি পাওয়া যায়নি।
সংস্থাটি আরও জানায়, এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারাও বিষয়টিকে সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করে।
প্রকৃতপক্ষে, ব্লগ ওয়েবসাইট থেকে ছড়ানো এই ভিত্তিহীন তথ্যই সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টি করেছে। রিউমর স্ক্যানার এবং আইএসপিআর উভয়ই বিষয়টি অসত্য বলে প্রমাণ করেছে।