দেশের ১৮তম অর্থমন্ত্রী হতে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী
ছবি: সংগৃহীত
দেশের ১৮তম অর্থমন্ত্রী হতে যাচ্ছেন দিনাজপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে পুনরায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় ফেরাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের একাধিক সূত্র গণমাধ্যমকে এমনটাই ইঙ্গিত দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আমাদের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এরপর প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা হবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবারের মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ে একজন অর্থনীতিবিদ দেওয়ার কথা ভেবেছেন প্রধানমন্ত্রীসহ সিনিয়ার নেতারা। সেই হিসেবে আবুল হাসান মাহমুদ ভাইয়ের নামই বেশি শোনা যাচ্ছে। তিনি একজন শিক্ষক মানুষ। তাকে অর্থমন্ত্রী বানালে এই সেক্টরে অনেক কাজ তিনি করতে পারবেন।’
আবুল হাসান মাহমুদ আলী একজন প্রখ্যাত রাজনীতিবিদ, কূটনীতিক ও অর্থনীতিবিদ। তিনি দশম জাতীয় সংসদের সদস্য এবং ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনে দিনাজপুর-৪ আসনে বিজয়ী হন আবুল হাসান মাহমুদ আলী। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে যাচ্ছেন আবুল হাসান।
আবুল হাসান ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন। এরপর তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হন।
আবুল হাসান মাহমুদ আলী নবম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। এরপর ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।