৬ শর্তে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু

সংগৃহীত ছবি
অবশেষে শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো পদ্মা সেতু। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে ছয় শর্তে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন জাজিরা টোল প্লাজার ব্যবস্থাপক কামাল হোসেন।
এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে জারি করা এক প্রজ্ঞাপনে ৬টি শর্ত জুড়ে দিয়ে বলা হয়, শৃঙ্খলা না মানলে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে।
শর্তগুলোর মধ্যে রয়েছে -নির্ধারিত টোল পরিশোধ করে ৬০ কিলোমিটার গতিতে সেতু পার হতে হবে; মোটরসাইকেলকে নির্ধারিত টোল বুথ ও নির্ধারিত লেন দিয়ে চলতে হবে; কোনো অবস্থাতে লেন পরিবর্তন ও ওভারটেক করা যাবে না; চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রি ব্যবহার করতে হবে; কোনো অবস্থাতেই সেতুর উপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না এবং চালকসহ সর্বোচ্চ দুই জন মোটরসাইকেলে চড়তে পারবে।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, ঈদ যাত্রীদের সুবিধার্থে গত মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোটরসাইকেল ও যাত্রী নিয়ে শিমুলিয়া ও সাত্তার মাদবর-মঙ্গলমাঝির ঘাটে চলাচল শুরু করে দুইটি ফেরি। তবে বৃহস্পতিবার থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় ফেরিতে কোনো মোটরসাইকেল আরোহী যাত্রী হিসেবে পদ্মা পার হচ্ছেন না।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ২৬ জুন থেকে সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল প্রায় ২৭ হাজার। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।
এসআইএইচ
