হাইকোর্টে ২ আওয়ামী লীগ নেত্রীর জামিন

ছবি: সংগৃহীত
হাইকোর্ট গত ২৪ মার্চ দুই আওয়ামী লীগ নেত্রীকে জামিন দিয়েছেন। তাঁরা হলেন, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলাম এবং আওয়ামী লীগ নেত্রী ও ব্যবসায়ী লিপি খান ভরসা।
বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই জামিন আদেশ দেন। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন ও মো. মিজানুর রহমান। তবে, জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ।
সৈয়দা মোনালিসা ইসলামকে গত ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়। ১৭ ফেব্রুয়ারি তাকে মেহেরপুর আমলি আদালতে হাজির করা হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ২০ ফেব্রুয়ারি তাকে জেলহাজতে পাঠানো হয়। জামিনের জন্য ১৮ মার্চ হাইকোর্টে আবেদন করলে জামিন মঞ্জুর হয়।
অন্যদিকে, লিপি খান ভরসাকে ১৬ মার্চ গুলশান-২ এর একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে রংপুরে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়। ১৮ মার্চ মহানগর জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর ২০ মার্চ হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।
উল্লেখযোগ্য যে, লিপি খান ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
