ঈদে ঢাকা-নারায়ণগঞ্জের যেসব এলাকায় গ্যাস থাকবে না

ঈদের মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কারকাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার (১৯ এপ্রিল) তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানিজ অর্থনৈতিক অঞ্চল আড়াইহাজার, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী রবিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে বুধবার (২৬ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো- লক্ষণখোলা, রুপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকায় সব শ্রেণির গ্রাহকের এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাষ্ট্রিজ।
এ ছাড়া একই সময়ে আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ ও জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গ্যাসের চাপ কম থাকতে পারে।
গ্যাস সরবরাহ বন্ধের জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। ঈদ কবে হবে তা এখনো নির্দিষ্ট হয়নি। তবে ২২ অথবা ২৩ এপ্রিল হতে পারে। শাওয়াল মাসের চাঁদ দেখার উপর নির্ভর করছে কবে হবে ঈদ।
আরইউ/এসজি
