প্রথম আলোর সাংবাদিককে শিশু নির্যাতনকারী হিসেবে গ্রেপ্তার: পররাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোর কর্মী সামসুজ্জামানকে ‘সাংবাদিক’ হিসেবে নয়, বরং ‘শিশু নির্যাতনকারী’ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সোমবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রৃমন্ত্রী বলেন, ‘আমাদের তথ্যমতে ওই সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন শিশু নির্যাতনের জন্য। তিনি শিশুকে নির্যাতন করেছেন এবং শিশুকে অপব্যবহার করেছেন।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেন এমনটা মনে হয়েছে এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমরা ছবি দেখেছি। আপনারা দেখেননি? বাংলাদেশের আইন অনুযায়ী শিশু নির্যাতন করা হলে শাস্তি দেওয়া হয়।
গত শনিবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি সামসুজ্জামানকে গ্রেপ্তার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদে বলা হচ্ছে যে জীবনযাত্রার মান নিয়ে প্রতিবেদন লেখার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্যটি ‘সম্পূর্ণ ভুল ও বানোয়াট’। ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে ‘শিশু নির্যাতন’ ও ‘শিশু অপব্যবহারের’ জন্য।
আরইউ/এমএমএ/