বাংলাদেশের ভাবমূর্তিতে কোনো আঁচড় পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোর সাংবাদিক আটকের ঘটনায় বিভিন্ন দেশের উদ্বেগ প্রকাশ করে দেওয়া বিবৃতিতে বাংলাদেশের ভাবমূর্তিতে কোনো আঁচড় পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকায় নবম ইন্টারগভার্নমেন্টাল সেসন অব আইওসি রিজিওনাল কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের সম্মেলন শেষে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রত্যক দেশের রাষ্ট্র পরিচালনায় নিজস্ব একটা বাস্তবতা আছে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর আগেও আমরা দেখেছি, যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে এসব দেশ নিয়মিত বিবৃতি দিত। তারা এটাও বলত, এটা আমাদের দিতেই হয়।
মুক্তিযুদ্ধ, এদেশের স্বাধীনতা, শহীদদের আত্মদান কোনো ঠুনকো বিষয় নয় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত।
আরইউ/এসএন
