বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | ৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

স্বাধীনতা দিবসে শেখ হাসিনাকে বাইডেনের শুভেচ্ছা

বাংলাদেশের ৫২ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (২৭ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জো বাইডেন বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও স্বাধীনতার মূল্য গভীরভাবে উপলব্ধি করে। কারণ তারা ১৯৭১ সালে নিজেদের ভাগ্য বেছে নিতে এবং নিজ ভাষায় কথা বলার জন্য সাহসের সঙ্গে লড়াই করেছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশ যখন তার পরবর্তী নির্বাচনের কাছাকাছি তখন আমি মনে করিয়ে দিতে চাই যে, আমাদের উভয় দেশের জনগণ গণতন্ত্র, সমতা, মানবাধিকারের প্রতি সম্মান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে।

বাংলাদেশ প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সহানুভূতি এবং উদারতার একটি উদাহরণ স্থাপন করেছে জানিয়ে জো বাইডেন বলেন, আমরা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করা এবং অপরাধীদের জবাবদিহিতার জন্য অঙ্গীকারবদ্ধ।

আরইউ/আরএ/

Header Ad
Header Ad

ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলের ২২ তারিখে ৩ দিনের সফরে বাংলাদেশে আসবেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নেশন এই তথ্য জানিয়েছে।

এই সফরটি হবে শেখ হাসিনা সরকারের পতনের পর কোনো শীর্ষ পাকিস্তানি মন্ত্রীর প্রথম উচ্চ পর্যায়ের সফর। কূটনৈতিক সূত্রের মতে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফর ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চলবে।

এই সফরের সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও তার বৈঠক হবে।

এছাড়া, ইসহাক দার বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গেও বৈঠক করতে পারেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হবে এবং সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হবে।

এ সময় উভয় দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, যার লক্ষ্য হবে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন।

Header Ad
Header Ad

হামাসের রকেট হামলায় কাঁপল ইসরাইল, বিমান চলাচল ব্যাহত

ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় শত শত মানুষের মৃত্যু ও মানবিক বিপর্যয়ের জবাবে পাল্টা রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

বৃহস্পতিবার (২০ মার্চ) স্থানীয় সময় দুপুরে গাজা থেকে ইসরাইলের মধ্যাঞ্চলে রকেট নিক্ষেপ করা হয়। ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, গুশ দান এবং হাশফেলা এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার পর গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তারা তেল আবিবে রকেট হামলা চালিয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করেছে, রকেটগুলোর মধ্যে একটি ভূপাতিত করা হয়েছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে। ইসরাইলি পুলিশের তথ্যমতে, হামাসের এই রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে রকেট হামলার ফলে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইসরাইল ও গাজার মধ্যে চলমান এই সংঘাত পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

Header Ad
Header Ad

কবরস্থানের মালিকানা নিয়ে বিরোধে মারামারি, আ.লীগ নেতার মৃত্যু

কাহারুল মুন্সী। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় কাহারুল মুন্সী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মৃত ফজলুল হকের ছেলে।

ঘটনাটি ঘটে বুধবার (১৯ মার্চ) রাতে। পুলিশ জানায়, এলজিইডির খাল কাটার কাজে কবরস্থানের পাশে কিছু মাটি দেওয়ার জন্য কাহারুল মুন্সী ভেকুর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন। তবে বিষয়টি জানতে পেরে তার চাচা জীবন ও জাহাঙ্গীর মুন্সী এবং তাদের ছেলে আবদুল্লাহ সেখানে আসেন এবং কাহারুলের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।

বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কিলঘুষির ঘটনা ঘটে। মারধরের ফলে কাহারুল মুন্সী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপিতলা নুরজাহান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে তাকে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাজমা আক্তার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।

এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
হামাসের রকেট হামলায় কাঁপল ইসরাইল, বিমান চলাচল ব্যাহত
কবরস্থানের মালিকানা নিয়ে বিরোধে মারামারি, আ.লীগ নেতার মৃত্যু
চাহালের সঙ্গে সম্পর্কের ইতি, ৫ কোটি টাকার ভরণপোষণ পেলেন ধনশ্রী
খুলনা থেকে উদ্ধার হলেন নবাবগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা আজাদুল হাই পান্নু
স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে পরীক্ষা হোক: হাসনাত আবদুল্লাহ
আসিফ নজরুলের হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ তুললেন ইলিয়াস হোসাইন
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মিথ্যা তথ্যে চাকরির অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা
জি এম কাদেরের বিরুদ্ধে চাঁদাবাজি ও অর্থ পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু
বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস
অবশেষে বোলিং পরীক্ষায় পাস করলেন সাকিব আল হাসান
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে: আমীর খসরু
বগুড়ায় ধর্মঘট প্রত্যাহার, আট ঘণ্টা পর ২২ রুটে বাস চলাচল শুরু
অস্ট্রেলিয়ার ভিসা এখন ঢাকাতেই, আর নয় দিল্লি যাত্রা
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা, গায়ে লাগলেই অসুস্থ
৫৮ কোটি রুপি পুরস্কার পাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দল
পটুয়াখালীতে ধর্ষণের শিকার শহীদ কন্যার পরিবারের পাশে নাহিদ ইসলাম
ইসরায়েলের কাছে মানবতার কোনও মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র