স্বাধীনতা দিবসে শেখ হাসিনাকে বাইডেনের শুভেচ্ছা

বাংলাদেশের ৫২ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (২৭ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জো বাইডেন বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও স্বাধীনতার মূল্য গভীরভাবে উপলব্ধি করে। কারণ তারা ১৯৭১ সালে নিজেদের ভাগ্য বেছে নিতে এবং নিজ ভাষায় কথা বলার জন্য সাহসের সঙ্গে লড়াই করেছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশ যখন তার পরবর্তী নির্বাচনের কাছাকাছি তখন আমি মনে করিয়ে দিতে চাই যে, আমাদের উভয় দেশের জনগণ গণতন্ত্র, সমতা, মানবাধিকারের প্রতি সম্মান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে।
বাংলাদেশ প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সহানুভূতি এবং উদারতার একটি উদাহরণ স্থাপন করেছে জানিয়ে জো বাইডেন বলেন, আমরা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করা এবং অপরাধীদের জবাবদিহিতার জন্য অঙ্গীকারবদ্ধ।
আরইউ/আরএ/
