শহীদ বুদ্ধিজীবীদের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।
বুধবার (১৪ ডিসেম্বর) ভোর থেকেই ফুল হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানাতে জড়ো হতে থাকেন মিরপুর স্মৃতিসৌধে।
নতুন প্রজন্মকে শহীদদের আত্মত্যাগের কথা জানাতে সন্তানদের নিয়ে এসেছিলেন অনেক অভিভাবকরা।
এ সময় স্বাধীনতার ৪৫ বছর পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীদের বিচারের রায় কার্যকর হওয়ায় সবাই স্বস্তি প্রকাশ করেন। একইসঙ্গে পলাতক আসামিদের দ্রুত ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান তারা।
বাঙালি জাতির বেদনাবিধুর দিন ১৪ ডিসেম্বর। ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগ মুহূর্তে এ দিনেই নির্মম হত্যাযজ্ঞের শিকার হন দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা।
সেই শোকের দিন স্মরণে প্রতি বছরের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে বাঙালি জাতি।
এই দিনে স্মৃতিসৌধের রক্তে রাঙা লাল বেদিতে ফুল দিয়ে সূর্যসন্তানদের সম্মান জানানো হয়।
এর আগে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময়ে বিউগলের করুন সুর বেজে ওঠে। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
পরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেশাজীবী পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, বাংলাদেশ বাউল সমিতি, কমার্স কলেজসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়।
কেএম/আরএ/
