স্বল্প দূরত্ব, সাশ্রয়ী টিকিট এবং সহজ ভিসা প্রক্রিয়ার কারণে বাংলাদেশি ভ্রমণপিপাসু ও চিকিৎসা প্রত্যাশীদের কাছে থাইল্যান্ড এখন অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। আগে চিকিৎসা, কেনাকাটা ও ভ্রমণের জন্য ভারত ছিল মূল পছন্দ। তবে সাম্প্রতিক সময়ে ভারতের ভিসা জটিলতার কারণে এই প্রবণতায় বড় পরিবর্তন এসেছে।
থাইল্যান্ডে ই-ভিসা চালুর ফলে এবার ঈদের আগে ও পরে হাজার হাজার বাংলাদেশি নিজেই অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সহজে ভিসা পেয়েছেন। এতে ভিসার জন্য ট্যুর এজেন্সির দ্বারস্থ হওয়ার প্রয়োজন হয়নি।
ঢাকার গার্মেন্ট ব্যবসায়ী ফরহাদ উদ্দিনের হৃদপিণ্ডে রিং পরানোর পর তিনি চেকআপের জন্য ব্যাংককের বিখ্যাত বিপিকে নাইন ইন্টারন্যাশনাল হসপিটালে যান। সেখানে তিনি তিনজন থাই হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। ফরহাদ বলেন, “ভারতে যাওয়া সহজ হলেও ভিসা জটিলতার কারণে ব্যাংকক এসেছি। চিকিৎসকরা অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে আমার চিকিৎসা করেছেন। ৯ হাজার বাথের প্যাকেজ না নিয়ে মাত্র ২২ হাজার টাকা খরচে প্রয়োজনীয় পরীক্ষাগুলো করিয়েছি। আমি সন্তুষ্ট।”
ফরহাদের মতো আরও অনেকে থাইল্যান্ডের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকেই রুয়ামজাইরাক, বামরুনগ্রাদসহ অন্যান্য হাসপাতালে ফুল বডি চেকআপের প্যাকেজ নিচ্ছেন।
এদিকে, ভ্রমণের জন্যও থাইল্যান্ডের ফুকেট ও পাতায়া হয়ে উঠেছে জনপ্রিয় গন্তব্য। পাতায়ার কোরাল আইল্যান্ডে নবদম্পতি আরিফ ও সোহানা বলেন, “ভারতের কাশ্মীরে হানিমুনের পরিকল্পনা ছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে আমরা থাইল্যান্ড এসেছি এবং এখানে এসে দারুণ উপভোগ করছি।”
থাইল্যান্ডের পর্যটন স্পটগুলোতে বাংলাদেশিদের প্যারাসেইলিং, আন্ডারওয়াটার অ্যাক্টিভিটির মতো নানা অ্যাডভেঞ্চারেও দেখা যাচ্ছে।
শপিংপ্রেমীদের জন্য থাইল্যান্ড যেন এক স্বর্গ। ব্যাংককের আইকনসিয়াম, টার্মিনাল-২১, ইন্দ্রা মার্কেট, প্লাটিনাম বা চাতুচাক মার্কেট—সব জায়গাতেই রয়েছে বৈচিত্র্যময় পণ্য। ঢাকার ফ্রিল্যান্সার আজাদ হাসান বলেন, “এখানে এসে একটা দারুণ ট্রাভেল ব্যাগ কিনেছি, যা বাংলাদেশে খুঁজে পাইনি। থাইল্যান্ডের শপিং মলগুলো সত্যিই অসাধারণ।”
চিকিৎসা, ভ্রমণ ও কেনাকাটার জন্য থাইল্যান্ড এখন বাংলাদেশের মানুষের কাছে নতুন পছন্দের গন্তব্য হয়ে উঠেছে।