আর্জেন্টিনার জার্সি পরে গুলি করা সেই যুবক পুলিশের সহযোগী!

রাজধানীর নয়াপল্টনে অস্ত্রহাতে আর্জেন্টিনার জার্সি পরিহিত এক যুবকের গুলি করার ছবি ভাইরাল হয়। এরপর ওই যুবককে চিহ্নিত করতে কাজ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবশেষে ওই যুবকের পরিচয় দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তার পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠু। তিনি বলেন, ঘটনার দিন সে সিভিল পোশাকে ছিল। এরপর থানা থেকে তাকে ঘটনার বিষয়টি জানানো হয়। সে রেস্টে থাকা অবস্থায় বের হয়ে পড়ে এবং আমাদের সঙ্গে কাজ করে।
মিঠু বলেন, আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তির নাম নাম মাহিদুর রহমান। সে আমাদের পুলিশ সদস্য না, আনসার ব্যাটালিয়নে কাজ করে। পুলিশের সুপারিশেই তিনি পল্টন থানায় কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্য। সম্প্রতি সে আমাদের পল্টন থানায় এসেছে।
মিঠু বলেন, আমরাও অনেক সময় জরুরী সার্ভিসের ক্ষেত্রে পোশাক না পড়ে বের হয়ে পড়ি। অর্থাৎ পোশাক পড়ার পরিবেশ থাকে না, হয়তো মহিদুর রহমান এমন টাই করেছে তবে এটা কোন অপরাধ নয়।
প্রসঙ্গত, বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হয়। আসছে ১০ তারিখের সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের সড়ক ছেড়ে দিতে বলা নিয়ে পুলিশের সঙ্গে প্রথমে বাকবিতন্ডা হয়। পুলিশের দাবি, এক পর্যায়ে পুলিশের ওপর ককটেল ছোড়া হলে পুলিশও পাল্টা অভিযান শুরু করে। এরপর পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ টিয়ারশেল ও শর্টগানের গুলি ছুড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে মকবুল নামে বিএনপির একজন কর্মী নিহত হন। সন্ধ্যায় পুলিশ বিএনপির কার্যালয়ে ঢুকে শীর্ষ কয়েকজনসহ তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বুধবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আজেন্টিনা ফুটবল দলের গেঞ্জি পরিহিত শর্টগান হাতে এক যুবকের ছবি ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অন্য দলের বা বিভিন্ন ভাবে আলামিনকে উপস্থাপনা করছেন। সেই জন্য তার নাম গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
কেএম/এএস
