মা ইলিশ রক্ষা অভিযানে ১৮৭৬ আসামি আটক

মা ইলিশ রক্ষায় ১২ দিনের অভিযানে ৬১ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৭৮৭ মিটার জাল জব্দ করেছে নৌ পুলিশ। এ ছাড়া এ সময় ২৭ হাজার ২২৬ কেজি মাছ, ১৮৬ মামলা ও ১ হাজার ৮৭৬ জন আসামি আটক করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাথী রানী শর্মা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মা ইলিশ সংরক্ষণে জনগণকে সচেতন করার পাশাপাশি উপকূলীয় অঞ্চলে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৭ অক্টোবর এ অভিযান শুরু হয়। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এর আগে মোট ২২ দিন মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত, পরিবহন ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সরকারিভাবে। সরকারি এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশের ১২২টি থানা ফাড়ির পুলিশ সদস্যরা পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, বিষখালী, পায়রা, কচা, পশুর, রূপসা, বলেশ্বর, হাতিয়া চ্যানেলসহ মা ইলিশ বিচরণের উল্লেখযোগ্য নদী ও সমুদ্র উপকূলে অভিযান পরিচালনা করছে।
কেএম/এসএন
