অবসরের ১০ বছর পর শিক্ষককে বিদায় সংবর্ধনা

মো. মজিবর রহমান শেখ। অবসরপ্রাপ্ত একজন স্কুল শিক্ষক। ২০১২ সালে তিনি খুলনার হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয় থেকে সিনিয়র শিক্ষক হিসেবে অবসরে যান। কিন্তু সে সময় স্কুল থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়নি। অবশেষে সাবেক শিক্ষার্থীরা অবসরের ১০ বছর পর তাকে সংবর্ধনা দিলেন।
সাবেক ছাত্রদের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় শিক্ষক মজিবর রহমানের বিদায় সংবর্ধনা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৮৩ সাল থেকে ২০১৯ সালের এসএসসি ব্যাচের ছাত্ররা উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্ররা বিভিন্ন জেলা থেকে এসে তাদের প্রিয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন করেন।
অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে নিয়ে বক্তব্য রাখেন— শাহিদুল ইসলাম, মুন্সী সিরাজুল হক, খুরশিদ আলম, মো. মনজুরুল হক, মো. হাবিব, মো. নাসিম শেখ, নওশাদ সিকদার, পরিমল কুমার বিশ্বাস, মো. আবুল কালাম, শহিদুল ইসলাম, জলিল তালুকদার, মাহবুবুল হক, মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক মজিবর। তিনি তার বক্তব্যে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন ও সাবেক ছাত্রদের ধন্যবাদ জানান। তিনি সাবেক ছাত্রদের বিভিন্ন নৈতিক দিকনির্দেশনামূলক কথা বলেন ও নিজের জন্য দোয়া চান।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন স্কুল কমিটির সভাপতি ড. সাঈদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সাবেক শিক্ষার্থী মো. রিয়াজুল হক।
আরএ/
