দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা বুধবার
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি (রূপরেখা) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এরমধ্য দিয়ে বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের কার্যক্রম হাতে নেবে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন তিনি।
সংসদ নির্বাচনের আগে কোন কোন বিষয়ে কতটুকু কাজ বাকি রয়েছে, কীভাবে সেই কাজ সমাধান হবে, নির্বাচনের আগে কি কাজ করতে হবে তার সার্বিক একটা প্রস্তুতি থাকে এই রূপরেখায়।
কে এম নূরুল হুদার কমিশন ২০১৭ সালে একাদশ সংসদ নির্বাচনের রূপরেখা তৈরি করেছিলেন। সেসময় আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নতুন নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, সংলাপ ও দক্ষতা বাড়ানোর বিষয়গুলো রূপরেখায় রেখেছিলেন তারা।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন প্রাথমিক সংলাপ দায়িত্ব নিয়েই শুরু করেছে। এ ছাড়া সীমানা নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে, শুরু করেছে ভোটার তালিকা হালনাগাদও।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর নতুন গঠিত আইন সভার প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি।
সংবিধান অনুযায়ী, সংসদ মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। আর নির্বাচন করতে হয় মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে ইসিকে।
নির্বাচন ঘিরে ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। এই তালিকা প্রকাশ করা হবে পরের বছরের ৩১ জানুয়ারি।
আগামী আগস্টে শুরু হবে নির্বাচনী এলাকার সীমানা চূড়ান্ত করার কাজ। পরের বছরের এপ্রিলের মধ্যে তা শেষ করে প্রকাশ করা হবে গেজেট।
আর আগামী বছরের জুনে শুরু হবে ভোটকেন্দ্র নির্ধারণের কাজ। ওই বছরের জুলাই মাসে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। তার আগে মার্চের মধ্যেই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন যাচাই করা হবে।
এসএম/আরএ/