মিলমালিকরা প্রতিদিন চালের দাম ওয়েবসাইটে আপডেট দেবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘চালের দাম বাড়ানো অনুচিত। মিলমালিকরা বলেন তারা মিল গেটে দাম বাড়াননি। তাদের ওয়েবসাইট করতে বলা হয়েছে। কোন চালের দাম কত, সেটা ওয়েবসাইটে প্রতিদিন তারা আপডেট করবেন। একই সঙ্গে পাইকারদেরও বলবো ওয়েবসাইট খুলতে। এটা অতি জরুরি।’
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয় সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে খাদ্যমন্ত্রী এ কথা জানান।
খাদ্যমন্ত্রী জানান, জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে আগামী ১ অক্টোবর থেকে প্রত্যেক ডিলারকে দিনে এক টন করে আটা বরাদ্দ দেওয়া হবে।
সাধন চন্দ্র বলেন, ‘গমের কোনো সমস্যা হবে না। গম আসছে। জেলা পর্যায়ে ১ অক্টোবর থেকে ডিলারপ্রতি ১ টন করে আটা দেওয়া হবে। চিন্তা করছি আটা প্যাকেটজাত করা যায় কিনা সেটা। এতে দাম একটু বেশি পড়বে, কিন্তু বাজার মূল্যের চেয়ে দাম অর্ধেক হবে। আশা করি, এতে কালোবাজারি বন্ধ হবে।’
তিনি বলেন, ‘এখনো দেশে যে খাদ্যের মজুদ আছে তাতে হাহাকারের সম্ভাবনা নেই। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা চাল ও গম আমদানি করছি।’
এনএইচবি/আরএ/
