মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | ২৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

প্রধানমন্ত্রীর ভারত সফরে যা পেয়েছি তাতেই খুশি: কাদের

প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশের চুক্তি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যা চেয়েছি তাই পেয়েছি। যা পেয়েছি তাতেই খুশি আমরা।’

বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয় গণমাধ্যমে কেন্দ্রে বিএসআরএফ সংলাপে একথা বলেন তিনি। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম এ সংলাপের আয়োজন করে। বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি মোতাহার হোসেন।

সংলাপে ওবায়দুল কাদের বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের সংকট মোকাবিলায় যা যা প্রয়োজন সেটাই আমরা চেয়েছি। সেটাই আমরা পেয়েছি। তিস্তা চুক্তি হয়নি, কুশিয়ারা হয়েছে। অদূর ভব্যিষতে তিস্তা চুক্তিও হবে। বিএনপি না পাওয়ার হতাশায় সব ভুলে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভুলে যান না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া তো বার বার যাননি। একবার দিল্লি সফরে গিয়ে পানি চুক্তির কথা বলতে ভুলে গিয়েছিলেন। তারা এ ধরনের সেনসেটিভ ইস্যু ভুলে যায়, শেখ হাসিনা কিছুই ভুলে যাননি। তিস্তা চুক্তি এবার হয়নি, গতবারও হয়নি, কুশিয়ারার হয়েছে। ৭টি সমঝোতা স্মারক সই হয়েছে, ৫টি চুক্তি সই হয়েছে। আমরা খালি হাতে ফিরে আসিনি। আমি তো একটাতেই খুশি; কেন? বর্তমান সংকটে আমার কী দরকার? আমাদের আগে বাঁচতে হবে। আমার জনগণকে বাঁচাতে হবে। বর্তমান সংকট মোকাবিলায় যা যা দরকার, যা যা আমরা চেয়েছি ভারত সবই দিয়েছে। এটাই এই মুহূর্তে আমাদের চাওয়া। এই মুহূর্তে এতেই আমরা খুশি।

তিনি বলেন, কুশিয়ারা হয়েছে, তিস্তাও একদিন হবে। ভারত তো অস্বীকার করেনি। শেখ হাসিনা তো ভুলে যাননি, তিস্তার কথা তুলতে। এখানে পশ্চিবঙ্গ রাজ্যের একটা সমস্যা আছে তিস্তার ব্যাপারে, সেটাও আলাপ আলোচনা চলছে, অগ্রগতি হচ্ছে। আমি আশা করি অদূর ভবিষতে হয়ে যাবে। আপতত যা পেয়েছি আমি মনে করি যথেষ্ট।

তিনি আরও বলেন, বিএনপির তো পুরোপুরি না পাওয়া। না পাওয়ার হতাশা। আমাদের না পাওয়ার হতাশা নেই। আমরা বন্ধুত্ব সুদৃঢ় করেছি। এ বছর আপনারা ভারতের সঙ্গে সম্পর্কের দেয়াল তুলেছেন। সংশয় আর অবিশ্বাসের দেয়াল। সেই দেয়াল আমরা ভেঙে দিয়েছি। ভেঙে দিয়েছি বলেই সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে। পারস্পরিক আদান প্রদান শান্তিপূর্ণভাবে হয়েছে। দুনিয়ার কোনো দেশে এত শান্তিপূর্ণভাবে ছিটমহল হস্তান্তর হয়েছে? আমরা তো পেরেছি, অগ্রগতি হচ্ছে। না পাওয়ার হতাশা আপনাদের মধ্যে আছে। আপনারা ভুলেই যান আসল কথা বলতে। আপনারা পাবেন কেন? আমরা বন্ধুত্ব চাই। বন্ধুত্ব থাকলে সব সমস্যার সমাধান হবে।

মাঠের আন্দোলনে পুলিশ দিয়ে বিএনপিকে প্রতিহত করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) আমাদের শত্রু ভাবে, আমরা তাদের প্রতিপক্ষ মনে করি। তাদের মিছিল থেকে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার এই স্লোগানও শুনেছি। এই স্লোগান কে দিয়েছে আমরা দেখেছি, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। অনেক কিছুই সহ্য করেছি। এখন রাস্তা অবরোধ করে মানুষের চলাচলের পথ বন্ধ করে দেবেন, সে অবস্থায় পুলিশ বলল, আপনারা রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে দেন, তখনই পুলিশের সঙ্গে সংঘাত বাড়িয়ে দিল, পুলিশের উপর হামলা চালাল। পুলিশ বসে থাকবে নাকি? তারাও পাল্টা আক্রমণ করল। এই সমস্ত ঘটনা ঘটছে। কোথাও কোথাও আওয়ামী লীগের সঙ্গেও মুখোমুখি হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ গায়ে পড়ে কাউকে আক্রমণ করবে না। আমরাও বলেছি আমাদের পক্ষ থেকে কোনো হামলা হবে না। কিন্তু আমরা যদি আক্রমণের শিকার হই, আমরা যদি হামলায় আক্রান্ত হই, তাহলে আমরা কী করব? সেখানে কী আমরা চুপচাপ বসে থাকব? সেটা কী কর্মীরা বসে থাকতে রাজি হবে?

এসএম/এমএস

Header Ad
Header Ad

সালমান এফ রহমানের লন্ডনের সম্পদ জব্দ, দুটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ

বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও তার দুটি বিদেশি ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে।

আজ সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমানের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। এছাড়া অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণের পর সেগুলো আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগও করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, অনুসন্ধানকালে সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে।

 

Header Ad
Header Ad

পাগল বেশে নারীদের উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর খালিদ গ্রেপ্তার

নারীর পোশাক নিয়ে অশালীন মন্তব্যের ভিডিও বানিয়ে ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর হৃদয়। ছবি: সংগৃহীত

নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্যের মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর মো. খালিদ মাহমুদ হৃদয় খানকে গ্রেফতার করেছে পুলিশ। সাভারের আমিনবাজার এলাকা থেকে বিকেল আনুমানিক ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সাভার থানা পুলিশ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, খালিদ মাহমুদ হৃদয় খান পাগলের বেশ ধরে মেয়েদের হিজাব ছাড়া বের হওয়ার জন্য অশালীন মন্তব্য করতেন এবং সেইসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেন। শুধু মুসলিম নারীরাই নয়, তার ভিডিওতে দুজন অন্য ধর্মের কিশোরীকেও আপত্তিকর মন্তব্যের শিকার হতে দেখা গেছে।

পুলিশ আরও জানায়, তার এই ধরনের কাজের মাধ্যমে সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, যা আইনের পরিপন্থী। তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Header Ad
Header Ad

একাকিত্বের কষ্টে ভুগছেন পরীমণি, জানালেন আবেগঘন অনুভূতির কথা

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। বিয়ে, পরকীয়া ও বিচ্ছেদের মতো নানা ঘটনায় তিনি শিরোনামে এসেছেন। তবে সবকিছুর পরেও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিতে সক্ষম হয়েছেন তিনি।

সম্প্রতি পরীমণি তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন, যেখানে তিনি নিজের একাকিত্বের কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, “আহারে জীবন। আমরা সবসময় চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায় জীবনকে সুন্দরভাবে উপস্থাপন করতে। কিন্তু সত্যিই কি সবসময় তা সম্ভব হয়? হয় না। আমি নিজেই কত অসহায় বোধ করি যখন একা একা খাবার সামনে বসতে হয়।”

 

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

তিনি আরও যোগ করেন, “শুধু এই সময়টাতেই নিজেকে খুব একা মনে হয়। এতিম মনে হয়। নানা ভাই বেঁচে থাকতে কখনো বুঝতেই পারিনি যে, আমি এভাবে একা হয়ে যাবো। রাত হোক বা দিন, সময় হোক বা অসময়—যখনই খেতে বসতাম, নানা ভাই সামনে বসে থাকতেন।”

তার এই একাকিত্বের অনুভূতির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “বাচ্চারা ঘুমালে নিজের জন্য একটু সময় পাওয়ার কথা ভাবি। হাতে জমে থাকা অনেক কাজ সেরে ফেলার চেষ্টা করি। সবই করি। কিন্তু একা বসে খাবার খাওয়া আর পারি না।”

 

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

পোস্টের শেষাংশে তিনি বলেন, “রোজার সময় সেহরি বা ইফতারে এখন আর কোনো আয়োজন থাকে না আমার। তবে আমি সবকিছু সহ্য করে নতুন করে বেঁচে থাকার মানুষ। আমি জানি, আমার বাচ্চারা বড় হলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাবো। তখন আর একা বসে খেতে হবে না।”

পরীমণির এই আবেগঘন পোস্ট তার ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার প্রতি সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন এবং তাকে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সালমান এফ রহমানের লন্ডনের সম্পদ জব্দ, দুটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ
পাগল বেশে নারীদের উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর খালিদ গ্রেপ্তার
একাকিত্বের কষ্টে ভুগছেন পরীমণি, জানালেন আবেগঘন অনুভূতির কথা
বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা: কে কত বেতন পাবেন
ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার প্রচারণা চালানো বিপজ্জনক: গার্ডিয়ানকে ড. ইউনূস
বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা: টুকু
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের
আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে প্রস্তুত ভারত: কোহলি
এনআইডিতে ডাকনাম-একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত
হাতের ইশারায় পলকের সালাম, বললেন মুখ খুললেই বাড়ে মামলা
দলীয় নেতাকে খুনের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী
কাফির বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার
এবার ঈদের আগে বাজারে আসছে না নতুন নোট
ছাত্র আন্দোলনে গুলি করা আওয়ামী লীগ নেতার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
যে প্রক্রিয়ায় কোটি টাকা কেজিতে রপ্তানি হচ্ছে মাছ! (ভিডিও)
ওমরাহ পালন করে দলের ঐক্য দৃঢ় করল জাতীয় ফুটবল দল
হাসিনা ও পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকার খোঁজ
জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে বার্তা পায়নি সেনাবাহিনী: আইএসপিআর