‘বাংলাদেশ সর্বদা মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদান স্মরণ করে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত আমাদের বন্ধু। আমি যখনই এখানে আসি, এটা আমার জন্য আনন্দের, কারণ আমরা সবসময় আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা একে অপরকে সহযোগিতা করছি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। তারা করমর্দন করেন। এ সময় দুদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য বর্ণিল সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন। হাসিনা আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখরের সঙ্গে দেখা করেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন।
সোমবার নয়াদিল্লিতে পৌঁছানোর পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি দিল্লির একটি বিশিষ্ট তীর্থযাত্রী পর্যটন কেন্দ্র নিজামুদ্দিন আউলিয়া দরগাও পরিদর্শন করেন।
এএনআইয়ের খবরে আরও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে, ভারত ও বাংলাদেশ ভূমি ও সমুদ্রসীমার সীমানা নির্ধারণ, নিরাপত্তা, সংযোগ, উন্নয়ন সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, নীল অর্থনীতি, প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে।
আরইউ/আরএ/
