ভারত সফর থেকে ‘বাদ পড়লেন’ পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ একে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে যাননি। শেষ মুহূর্তে তিনি 'বাদ পড়েছেন'।
তবে পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি অসুস্থ। তাই যেতে পারেননি। বাদ পড়ার বিষয়টি সত্যি নয়।
বেশ কিছুদিন ধরে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সর্বশেষ তিনি চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেন, ভারতকে বলেছি শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করার করুন।
যদিও পরে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন তার বক্তব্য অন্যভাবে চিত্রায়িত করেছে গণমাধ্যম। তিনি আসলে তা বলতে চাননি।
চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি দিল্লির বিমানবন্দরে অবতরণ করে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এসব চুক্তি ও সমঝোতা স্মারক পানি ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলওয়ে, আইন, তথ্য ও সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, রেলপথমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথাপ্রযুক্তি প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা এবং বিশিষ্ট ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
আরও পড়ুন>>>
আরইউ/এসএন
