উসকানি দেওয়া মিয়ানমারের উদ্দেশ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে মিয়ানমারের গোলা নিক্ষেপ অনিচ্ছাকৃত এবং উসকানি দেওয়া দেশটির উদ্দেশ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে রবিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণায়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে.আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকেছিলাম। উনি আমাদের জানিয়েছেন এটার পেছনে উসকানি দেওয়ার কোন ব্যাপার নেই। এটা অনিচ্ছাকৃত।’
ড. মোমেন বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত হচ্ছে। তবে ওপার থেকে কোনো নাগরিক যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য বিজিবিসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন বাধাগ্রস্ত হবে না। এ পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, নতুন করে রোহিঙ্গা অ্যালাউ করা হবে না এবার। তা ছাড়া যেখানে সংঘাত হচ্ছে সেখানে রোহিঙ্গাদের বসতিও নেই।
প্রসঙ্গত, বাংলাদেশ সীমান্তে শনিবারও (৩ সেপ্টেম্বর) গোলা নিক্ষেপ করেছে মিয়ানমার। এর আগে ২৯ আগস্ট দুটি মর্টারশেল এসে পড়ে বাংলাদেশ অংশে। তখনও ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায় ঢাকা।
এই দুটি ঘটনার আগে মিয়ানমারের যুদ্ধবিমান বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। তখনও দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা।
আরইউ/এমএমএ/
