মুক্তিযুদ্ধে শহীদ-আহত ভারতীয় সেনা পরিবারের সদস্যদের বৃত্তি দেবে বাংলাদেশ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সেনাসদস্য শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের মাঝে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ” প্রদান করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে রবিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধাননমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সেনাসদস্য শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের মাঝে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ” প্রদান করা হবে। উচ্চ, মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর এ দুইটি পর্যায়ে স্কলারশিপ দেওয়া হবে।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে শহীদ ও আহত ভারতীয় সেনা সদস্যদের পরিবারের মাঝে এ বৃত্তি নিজ হাতে তুলে দেবেন।
এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতীয় সেনাসদস্যদের আত্মত্যাগকে যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
আরইউ/এসএন
