ভারত থেকে জ্বালানি তেল নিতে পারে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত থেকে জ্বালানি তেল নিতে পারে বাংলাদেশ। তবে ভারতের মাধ্যমে তৃতীয় কোনো দেশের তেল কেনার পরিকল্পনা বাংলাদেশের নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে রবিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একথা জানান।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকে জ্বালানি সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হবে কী না এবং রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে সরকারের অবস্থান কী- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের তেল আমরা নিতে পারি। তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার পরিকল্পনা নেই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আপনারা জানেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে আমাদের একটা পাইপলাইন স্থাপিত হয়েছে। আমরা এই পাইপলাইন দিয়ে দেশটি থেকে তেল নিতে পারি। এ ছাড়া বিদ্যুতের জন্যও আমরা দেশটির একটি বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে কাজ করছি।
আরইউ/এসএন
