সেই প্রকৌশলীর দুর্নীতি তদন্তে ইইড‘র ৩ সদস্যের কমিটি

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের দুর্নীতি ও অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
‘দায়িত্ব এক জেলার, দুই জেলার উন্নয়ন কাজের বিলে স্বাক্ষর!’ শিরোনামে ঢাকাপ্রকাশ-এ প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ আগস্ট ঢাকাপ্রকাশ-এ প্রতিবেদনটি প্রকাশিত হয়।
অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) শাহ্ নইমুল কাদের স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে। গত ২৯ আগস্ট কমিটি গঠন করা হয়।
ইইডি’র ওই আদেশ থেকে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. রায়হান বাদশাকে আহবায়ক করে গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব সচিব করা হয়েছে ইইডি’র প্রধান কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো.ইউনুস আলীকে। অপর সদস্য হলেন প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান।
কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রধান প্রকৌশলী বরাবরে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এসএম/এনএইচবি/এএস
