তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠছে রাজধানীসহ দেশের মানুষের জীবন। গ্রীষ্ম, বর্ষা পেরিয়ে পঞ্জিকার পাতায় এখন শরৎ এলেও প্রকৃতির আচরণ পুরোই উল্টা। শরতেও গরমে প্রাণ ওষ্ঠাগত।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও গুগল দেখাচ্ছে এটা ৪১ ডিগ্রি সেলসিয়াস এর মতো অনুভূত হচ্ছে। বুধবার দুপুর ১টার দিকে দিনের সর্বোচ্চ এই তাপমাত্রা রেকর্ড হয়। বুধবার সকাল থেকেই রাজধানীতে তীব্র গরমে মানুষ অতিষ্ঠ।
রাশেদ আলম বাবলু নামে একজন এনজিও কর্মী জানান, তীব্র গরমে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি বাড়ছে।
রিকশাচালক মো. আব্দুস সালাম ঢাকাপ্রকাশ-কে বলেন, সকাল থেকে রিকশা নিয়ে বের হয়েছি। রোদের তীব্রতা অত্যন্ত বেশি। তাই মাঝে মাঝে জিরিয়ে নিতে হচ্ছে।
তাপমাত্রা ও গরমের কারণে মানুষ ঠান্ডা শরবত, আইসক্রিম, ডাব, কোমল পানীয়ের বিক্রি বেড়েছে। আইসক্রিম বিক্রেতা মো. দুলু শেখ বলেন, গরম বেশি পড়ায় আইসক্রিম বিক্রিও বেড়ে গেছে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ; পটুয়াখালী, দিনাজপুর, নীলফামারী ও রাঙ্গামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১১ থেকে ১৪ কিলোমিটর। বুধবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ, আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৮ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিটে। ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) সামান্য পরিবর্তন হতে পারে। এ ছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এসএন
