মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, কড়া প্রতিবাদ ঢাকার

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৯ আগস্ট) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টারশেল বান্দরবানের ঘুমধুম এলাকায় এসে পড়ার ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে এই প্রতিবাদ জানাল বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে আজ আমরা ডেকেছিলাম। একটা মৌখিক নোটের মাধ্যমে কড়া প্রতিবাদ জানানো হয়েছে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। যে ঘটনা ঘটেছে সেটার জন্যও তীব্র নিন্দা জানানো হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) বিকাল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তর মসজিদের কাছে ওই মর্টারশেলগুলো এসে পড়ে। সেগুলো বিস্ফোরিত হয়নি। এতে কেউ হতাহতও হয়নি।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টারশেল দুটি ঘিরে রেখেছেন। নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।
আরইউ/এমএমএ/
