নবীরুলের বইসহ পুরো তালিকা বাতিল

অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের লেখা ২৯টিসহ বই কেনার পুরো তালিকা বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের পুরো তালিকা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সচিব জানান, তালিকাটি বাতিল করা হয়েছে। এখন নতুন তালিকা করা হবে, নাকি বিষয় উল্লেখ করে দেওয়া হবে, তার জন্য একটি কমিটি করা হবে। এটি সভা করে ঠিক করা হবে। এটি না জানানো পর্যন্ত এ বিষয়ে কার্যক্রম না করার জন্য বলা হয়েছে।
এর আগে গত রবিবার জনপ্রশাসনের সিনিয়র সচিব সাংবাদিকদের বলেছিলেন, তালিকায় একজন অতিরিক্ত সচিবের ২৯টি বই থাকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে তা সংশোধন বা বাতিল করা হবে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জন্য এ বইয়ের তালিকা করা হয়েছিল।
জানা যায়, সরকারি কর্মকর্তাদের মধ্যে ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উদ্যোগের আওতায় জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তার সঙ্গে পাঠানো হয় ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা।
সেই তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের লেখা ২৯টি বই স্থান পায়। যার অধিকাংশই কবিতার বই। তার মধ্যে ২৪টি বইই প্রকাশিত হয়েছে মাত্র একটি প্রকাশনী থেকে।
এনএইচবি/এমএমএ/
