রাশিয়ার তেলের নমুনার সঙ্গে আমদানির সম্পর্ক নেই: বিপিসি চেয়ারম্যান

শুধু ল্যাবে পরীক্ষার জন্য রাশিয়া থেকে খুবই অল্প পরিমাণ তেল আনা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ জানিয়েছেন, তেল আমদানির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
সোমবার (২৯ আগস্ট) বিপিসি কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
সম্প্রতি রাশিয়া থেকে তেলের নমুনা এসে পৌঁছেছে। সেগুলো বিপিসি পরীক্ষা করছে। তবে এখনো ফলাফল পাওয়া যায়নি।
এরই মধ্যে প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানি সম্ভব নয়। ইস্টার্ন রিফাইনারিতে শুধু মধ্যপ্রাচ্যের তেল পরিশোধন করা যায়। এর আগে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদও একই কথা বলেছিলেন।
তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া থেকে তেল আমদানির নির্দেশনা দেওয়ার পর নমুনা এসেছে বাংলাদেশে। দুই দেশের মধ্যে আমদানি বিষয়ে একটি প্রাথমিক বৈঠকও হয়েছে।
আরইউ/এসএন
