সোমবার, ১০ মার্চ ২০২৫ | ২৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

কুষ্টিয়া ফিল্ম সোসাইটির জাতীয় শোক দিবস পালন

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে কুষ্টিয়া ফিল্ম সোসাইটি। জেলা শিল্পকলা একাডেমির সেমিনার হলে এ আয়োজন করে সংগঠনটি।

‘প্রজন্ম থেকে প্রজন্মে চিরঞ্জীব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব’ শীর্ষক স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন এবং বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র অনুদান প্রাপ্ত ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে।

কুষ্টিয়ার এক ঝাক তারকা ও বুদ্ধিজীবী-পেশাজীবী অতিথির জ্ঞানভিত্তিক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক এবং কুষ্টিয়া জজ কোর্টের সহকারী সরকারি কৌসুলি (এজিপি) অ্যাডভোকেট নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও বর্তমান পরিচালনা পর্ষদ সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ কেন্দ্রীয় সংসদের আইন সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাড. পলল।

কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সহসভাপতি নাহিদুজ্জামান শয়ন ও যুগ্ম সম্পাদক জহিরুল কবির আনন্দ, রাফায়েল আহমেদ অঙ্কন এবং সাংগঠনিক সম্পাদক অর্ঘ্য বিশ্বাস ও শৈবাল নন্দী হিমুর পরিচালনা, সমন্বয় ও সার্বিক তত্ত্বাবধানে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠানটি সম্পন্ন হয় দুটি পর্বে। প্রথম পর্বে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন, ২য় পর্বে নবগঠিত কমিটির পরিচিতি এবং চলচ্চিত্র প্রদর্শনী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর, জেলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার সাধারণ সম্পাদক, উদীচী কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. অনুপ কুমার নন্দী।

আলোচনা সভায় সংগঠনটির প্রধান উপদেষ্টা অনুপ কুমার নন্দী তার বক্তব্যে বলেন, চলচ্চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগকে কুষ্টিয়া ফিল্ম সোসাইটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে, তাদের এই অনন্য উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ অপ্রত্যাশিত ছিল। বাঙালির জন্য এ ভাগটি ছিল অভিশাপ স্বরুপ, বঙ্গবন্ধু তা বুঝতে পেরে জাতির মুক্তির সংগ্রাম করে স্বাধীনতা অর্জনের মাধ্যমে এই অভিশপ্ত জাতির ভাগ্য খুলে দেন। তাই তার প্রতি প্রতিটি বাঙালির কৃতজ্ঞ থাকা উচিৎ।

প্রধান আলোচক হিসেবে সংগঠনটির অন্যতম উপদেষ্টা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক, বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখার সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু হল প্রভোস্ট ড. মাহবুবুল আরফিন বলেন, সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদের একমাত্র বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা হতে পারে, ফিল্ম সোসাইটির এই উদ্যোগ গ্রামে শহরের পাড়া মহল্লায় প্রদর্শনীর মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বাংলাদেশে বঙ্গবন্ধুর অবদান ছড়িয়ে দিক এই প্রত্যাশা’।

এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জনাব শাহীন সরকার। ইসলামী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ও সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান এবং কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সদস্য সচিব ড. আমানুর আমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর ড. বাকী বিল্লাহ বিকুল, কুষ্টিয়া গার্লস কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজৈয় মৈত্র।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কুমারখালি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবু সাঈদ, দুদকের পাবলিক প্রসিকিউটর আলমুহিদ মিঠু, অতিরিক্ত পি পি অ্যাড. শহিদুল ইসলাম, অতিরিক্ত পি পি ও আইনজীবী সমিতি কুষ্টিয়া সিনিয়র সদস্য এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. নিজাম উদ্দিন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. মাহবুব ইসলাম বিশিষ্ট গবষক ও গ্রন্থ প্রণেতা অ্যাড. সিরাজ প্রামানিক, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী ও এ পি পি অ্যাড. সেলিম সোহরাব খান এবং এ জি পি সুদীপ্ত সিংহ অন্তু, বৃহত্তর কুষ্টিয়ার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সংরক্ষণ পরিষদের মহাসচিব এস এস রুশদী।

কুষ্টিয়া ফিল্ম সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট, মানবতার চিকিৎসক খ্যাত ডা. মূসা কবির পেশাগত জরুরি দায়িত্বপালনের জন্য ও উপদেষ্টা এবং রোকেয়া পদক ২০২১ বিজয়ী ড. সারিয়া সুলতানা ঢাকাতে অবস্থান করায়, কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র-বিজ্ঞাপন নির্মাতা শরিফুল হক রাকিব তার মায়ের আকস্মিক অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারলেও সার্বিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটির সফলতায় বিশেষ ভূমিকা রাখেন।

আরএ/

Header Ad
Header Ad

জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে বার্তা পায়নি সেনাবাহিনী: আইএসপিআর

আইএসপিআর। ছবি: সংগৃহীত

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে কোনো ধরনের ইঙ্গিত বা বার্তা বাংলাদেশ সেনাবাহিনী পায়নি বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। সোমবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুষ্ঠান হার্ডটক-এ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মন্তব্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। সেখানে বলা হয়েছে, গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে সতর্কবার্তা প্রদান করা হয়েছিল।

আইএসপিআর জানায়, “বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার থেকে কোনো ধরনের ইঙ্গিত বা বার্তা পায়নি। যদি এমন কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা হয়তো তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে, সেনাবাহিনীকে নয়।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং গঠনমূলক সমালোচনাকে গুরুত্বের সাথে বিবেচনা করে। তবে, অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টিকরণ প্রয়োজন।”

আইএসপিআর জানায়, “বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সব সময় আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখে। তবে ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে।”

 

গত ৫ মার্চ বিবিসির সাক্ষাৎকারে ভলকার তুর্ক বলেছিলেন, “জুলাই-আগস্ট আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল, যদি তারা সহিংসতায় জড়িয়ে পড়ে, তবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণের সুযোগ বন্ধ হয়ে যাবে।”

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, “২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে।”

আইএসপিআর জানায়, “বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ককে গুরুত্ব সহকারে মূল্যায়ন করে এবং দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনে সর্বদা অঙ্গীকারবদ্ধ। সেনাবাহিনীর ভূমিকা সংক্রান্ত যেকোনো বিষয়ে উদ্বেগ বা বিভ্রান্তি সৃষ্টি হলে তা গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।”

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার থেকে কোনো ধরনের বার্তা তারা পায়নি এবং আন্দোলনের সময় তারা জনগণের পাশে থেকেই দায়িত্ব পালন করেছে।

Header Ad
Header Ad

আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা এবার প্রক্সি ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের শেষে এ তথ্য জানানো হয়।

বৈঠকটি ছিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের মধ্যে।

বৈঠক শেষে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, যুক্তরাজ্য বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক পরিবেশ দেখতে চায় এবং সেই লক্ষ্যে তারা বাংলাদেশের পাশে থাকবে।

তিনি আরও বলেন, "আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফলপ্রসু আলোচনা করেছি এবং সহায়তার প্রস্তাব দিয়েছি," উল্লেখ করে বলেন, "যুক্তরাজ্য বাংলাদেশের নির্বাচনের সফলতা নিশ্চিত করার জন্য যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।"

এদিকে, সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ব্রিটিশ হাইকমিশনার নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন। তিনি জানান, নির্বাচন কমিশন বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছে এবং বিদেশি পর্যবেক্ষকদের প্রশিক্ষণ প্রদানসহ নানা বিষয় নিয়ে কাজ করছে।

নির্বাচনের সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি বলেন, "ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পর্কিত সব প্রস্তুতি শেষ করতে হবে, যাতে নির্ধারিত সময়সীমা মিস না হয়।"

এছাড়া, পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতির কথাও তিনি উল্লেখ করেন, যা আসন্ন জাতীয় নির্বাচনকে আরও সুষ্ঠু ও স্বচ্ছ করতে সহায়ক হবে।

Header Ad
Header Ad

“ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে”

ছবি: সংগৃহীত

ধর্ষণের সঠিক বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “মাগুরায় আমাদের বোনকে যারা ধর্ষণ করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল আন্দোলনে থাকবে। তাদের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।”

সোমবার (১০ মার্চ) হাইকোর্ট গেটের সামনের সড়কে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনটি নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, এবং বিচারহীনতার প্রতিবাদে অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রায় হাজারখানেক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

 

ছবি: সংগৃহীত

রাকিবুল ইসলাম রাকিব বলেন, “নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে আমরা শুধুই গতানুগতিক বক্তব্য শুনে আসছি। তাদের আন্তরিকতার অভাব স্পষ্টভাবে লক্ষ্য করছি।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের বিচারের দাবিতে ক্লাস বর্জন করেছে এবং রাজপথে নেমেছে। ছাত্রদল তাদের সর্বাত্মক সমর্থন জানাচ্ছে। আমরা সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।”

ছাত্রদল সভাপতি বলেন, “গত ১৫ বছরে সমাজ ব্যবস্থার যে ধ্বংস হয়েছে, তা আমরা পরিবর্তন চাই। আমাদের বিশ্বাস, তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার নারীর প্রতি নির্যাতন বন্ধ করতে পারবে।”

রাকিবুল ইসলাম রাকিব অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা যতদিন আছেন, দয়া করে ধর্ষণ ও নিপীড়নের প্রতিটি ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, নাহলে আমরা আপনাদের ওপর আঙুল তুলতে বাধ্য হবো।”

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বের সবচেয়ে দুর্বল সরকার বলে মনে হচ্ছে। দেশবাসী সমর্থন দেওয়ার পরও তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে ব্যর্থ হয়েছে। মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণ করার মতো ঘটনা দেখিয়েছে, যে সমাজে বিচারহীনতার সংস্কৃতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে।”

তিনি বলেন, “২০২০ সালে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হলেও বিচার নিশ্চিত না হওয়ায় ধর্ষণের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। ছাত্রদল সরকারকে আহ্বান জানাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।”

মানববন্ধনে ছাত্রদল নেতারা সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন এবং ধর্ষণ ও নিপীড়নের সঠিক বিচার নিশ্চিতের দাবি জানান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে বার্তা পায়নি সেনাবাহিনী: আইএসপিআর
আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা
“ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে”
ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন বান্ধবী নিয়ে দুবাইতে চাহাল! কে এই সুন্দরী?
পাচার করা টাকা ফেরাতে দ্রুত বিশেষ আইন করা হবে : প্রেস সচিব
বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন
শেখ হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট
রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আমিনুল ইসলাম
দেশজুড়ে বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বৃষ্টির আভাস
মাগুরায় শিশু ধর্ষণ : আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান
আয়োজক হয়েও ট্রফি বিতরণে জায়গা হয়নি পাকিস্তানের, ক্ষুব্ধ শোয়েব
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ডিসি-এসপিদের কক্ষে গিয়ে কাজ তদারকি করছে: রিজভী
ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করা সেই রিংকু গ্রেফতার
‘আ.লীগ কর্মীদের তওবা করে অন্য দলে যোগ দেয়া উচিত’
যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
একা থাকার অভ্যাস বাড়ছে শিক্ষিত নারীদের, কমছে বিয়ের আগ্রহ
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা রফিকুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামির রিমান্ড মঞ্জুর