'সমুদ্র সম্পদ কাজে লাগাতে প্রস্তুত বাংলাদেশ'
বাংলাদেশ প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে যৌথভাবে সমুদ্র সম্পদ কাজে লাগাতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। লিসবনে দ্বিতীয় জাতিসংঘ মহাসাগর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতাকালে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। শুক্রবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনায় বাংলাদেশ উভয় প্রতিবেশী দেশের সঙ্গেই সমুদ্রসীমা সমস্যা সমাধান করেছে। এখন আমরা তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১৪ এর সব লক্ষ্যমাত্রায় আছে, 'টেকসই উন্নয়নের জন্য সাগর, সমুদ্র এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবহার করুন।' বাংলাদেশ এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
দ্বিতীয় জাতিসংঘ মহাসাগর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের সদস্য হিসেবে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম, পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানসহ অন্যান্য কর্মকর্তারা।
পর্তুগালের রাজধানী লিসবনে জাতিসংঘের দ্বিতীয় মহাসাগর সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। সমুদ্র এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের লক্ষ্যে এবারের সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই বছর মহাসাগর সম্মেলনের যৌথ আয়োজক পর্তুগাল ও কেনিয়া।
আরইউ/এএজেড