বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ধারাবাহিক উপন্যাস, পর্ব: ১৭

অঘ্রানের অন্ধকারে

আজ শাবিনের জন্মদিন। রিহ্যাব থেকে আসার পর পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তাকে দেখলে মনেই হয় না সে কোনোদিন মাদক নিয়েছে। তুরির দিন কাটছে আনন্দে।

শাবিনের ইচ্ছে হয়েছে তার জন্মদিন উদযাপন করবে জাঁকজমক করে। তুরি ব্যবস্থা করে ফেলেছে। শাবিনের জন্মদিন বিশাল ঘটা করে পালন করা হচ্ছে। বাড়ির ছাদে চাঁদোয়া টাঙানো হয়েছে। সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে গান বাজছে। আমন্ত্রিত হয়ে যারা এসেছে তারা দেদার আনন্দ করছে। খাওয়াদাওয়ার আয়োজন হয়েছে ভালো। প্রচুর জুস, ফল আর স্ন্যাকস দেওয়া হয়েছে। সকলে ইচ্ছেমতো খাচ্ছে।

শাবিনের বন্ধুদের দাওয়াত দেওয়া হয়েছে। পুন্নি এসেছে ঝলমলে পোশাক পরে। তাকে হিন্দি সিনেমার নায়িকার মতো দেখাচ্ছে। সে চারপাশ আলো করে ঘুরে বেড়াচ্ছে।

বিয়েতে তুরি তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে দাওয়াত দিতে পারেনি। তার বিয়েতে কোনো আয়োজন হয়নি। দুজনের সিগনেচারের সঙ্গে কোনোরকমে শুধু কবুল বলা হয়েছিল। শাবিনের জন্মদিনে তুরি তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে দাওয়াত দিয়েছে। দাওয়াত পেয়ে তারা প্রায় সকলেই এসেছে। তুরির সুখী চেহারা দেখে তাদের ভালো লাগছে।

শাবিন এসে তুরির দুহাত জড়িয়ে ধরল। ছাদে প্রচুর মানুষ। শাবিনের এমন আকস্মিক আচরণে তুরি লজ্জা পেয়েছে। সে ডানেবাঁয়ে তাকাল। তুরির কানের কাছে মুখ এনে শাবিন ফিসফিস করে মিহি গলায় বলল, তোমাকে ভালোবাসি। খুব ভালোবাসি।

তুমি পাগল একটা।
শাবিনের গলায় মহুয়ার মাদকতা। সে ওম-ওম গলায় আবার বলল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আর কোনোদিন কষ্ট দেব না।
শাবিনের কথা গানের আওয়াজের নিচে তলিয়ে গেল। তুরি বলল, আমার সঙ্গে আসবে?
তুরি চোখ দিয়ে ইশারা করল। শাবিন তাকে অনুসরণ করে এগিয়ে গেল।
তুরি হাঁটছে। শাবিন হাঁটছে তার পেছনে। সিঁড়ি বেয়ে নেমে ওরা বাসায় ঢুকল। বেডরুমের সামনে এসে দাঁড়িয়েছে তুরি। শাবিনও দাঁড়িয়ে পড়ল।
বেডরুমে তুরির বান্ধবীরা হল্লা করছে। তুরি তাদের বলল, তোরা ছাদে যাবি একটু? গানবাজনা হচ্ছে। খাওয়াদাওয়া হচ্ছে। ওখানে যা।

তুরির বান্ধবীরা ঘাড় কাত করে শাবিনকে দেখল। তারা তুরির দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় ওদের চোখে তুরি দুষ্টুমির হাসি দেখেছে।

শাবিনকে নিয়ে তুরি ঘরে ঢুকে পড়ল। দরজার পাল্লা টেনে বন্ধ করে দিলো। শাবিনকে জড়িয়ে ধরে কাতর গলায় বলল, আদর করো। তোমার আদর পেতে ইচ্ছে হচ্ছে খুব।

শাবিন দুহাত বাড়িয়ে তুরিকে বুকের ভেতর টেনে নিয়েছে। তুরির ঠোঁটে ঠোঁট ছোঁয়াল। সেই ঠোঁটে অদ্ভুত উষ্ণতা। এমন উষ্ণতা শাবিন আগে কখনো অনুভব করেনি। তুরির কাঁধের ওপর থেকে শাড়ির আঁচল খসে পড়েছে। শাবিন গভীর আবেগে তুরির ঠোঁট নিজের দুই ঠোঁটের ভেতর নিয়ে চেপে ধরল।

তুরির শরীর কাঁপছে। তিরতির করে কাঁপছে। সে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার খোলা কাঁধে শাবিনের ঠোঁট। গরম নিশ্বাস পড়ছে। অস্থির হয়ে গেছে তুরি। বিছানার কাছে সরে এসে শরীর ছেড়ে দিলো। কাত হয়ে শুয়ে পড়ল বিছানায়। গোঙাতে গোঙাতে বলল, আমাকে তুমি আদর করো। আদর করতে করতে মেরে ফেলো।
শাবিন আচমকা থেমে গেল। শীতল গলায় বলল, ছাদে যাও। তোমার বান্ধবীরা অপেক্ষা করছে।

আদর করবে না?
হুট করে কেউ চলে আসবে। বাড়িভরতি মানুষ।
তাহলে রাতে আদর করবে বলো?
শাবিন গভীর চোখে তুরির দিকে তাকিয়ে থাকল। তুরির মন অমনি কেমন করে উঠল। সে শাড়ি গুছিয়ে নিয়েছে। শাবিন উবু হয়ে তুরির ঠোঁটে, দুই চোখে, গালে, গলায়, কপালে, কাঁধে, কানে আলতো করে চুমু দিলো।
তুরি উঠে দরজা খুলে চলে গেল। ছাদে যাওয়ার সিঁড়িগুলো লাফিয়ে উঠেছে। সে যেন পাখি। উড়ে যাচ্ছে ডানা মেলে।

গানের আওয়াজ তীব্র হয়েছে। ছোটো ছেলেমেয়েরা লাফালাফি করছে। বড়োরা হুল্লোড় করছে। তুমুল আনন্দে উথলে উঠেছে সময়।

টেবিলে খাবার দেওয়া হয়েছে। হইচই করে সকলে খেতে বসেছে। তুরি ঘাড় ঘুরিয়ে চারদিকে তাকাল। শাবিনকে কোথাও দেখা যাচ্ছে না। শাবিনের বন্ধুরা খেতে বসেছে। সেখানে শাবিন নেই।

পুরো ছাদ খুঁজে এসেছে তুরি। শাবিন কোথাও নেই। তুরি দৌড় দিয়ে বাসায় গেল। বেডরুমের দরজা ভেজানো। কেন জানি তুরির বুক ধ্বক করে উঠল। তার এমন কেন লাগছে সে বুঝতে পারল না।
ধাক্কা দিয়ে দরজা খুলে থমকে দাঁড়িয়ে পড়েছে তুরি। শাবিন শুয়ে আছে বিছানায়। তার মাথা একপাশে হেলে আছে। অসাড় হাত পড়ে আছে বিছানা থেকে বাইরে। শাবিনের মাথার কাছে পানির গøাস আর ওষুধের স্ট্রিপ। তুরি সেই ট্যাবলেটের স্ট্রিপ হাতে নিয়ে ওষুধের নাম পড়ল। বারবিট। কড়া ডোজের ঘুমের ওষুধ। চল্লিশটা ট্যাবলেট সে খেয়েছে। শাবিন অনেক আগেই মারা গেছে।

তুরি দাঁড়িয়ে আছে স্থির হয়ে। শাবিনের নিথর দেহ পড়ে আছে বিছানায়। তুরি কী করবে বুঝতে পারছে না। দুই পা ভীষণ ভারী লাগছে। সে নড়তে পারছে না। তার চোখ শুকনো খটখটে। সে কাঁদতে চাইছে। কান্না আসছে না।
তুরি দুই হাঁটু মুড়ে ধপাস করে বসে পড়ল শাবিনের মাথার কাছে। শাবিনের হাত তার কোলে। শাবিন যেন ঘুমাচ্ছে। পরম প্রশান্তির ঘুম।

তুরি সামনে ঝুঁকে এলো। শাবিনের শরীর শক্ত হয়ে আছে। তুরি তার ভারী দুহাত তুলে আনল। সে শাবিনের মাথা দুপাশ থেকে চেপে ধরেছে। অমনি গড়িয়ে এসে শাবিনের মাথা ঝুঁকে পড়ল তুরির বুকের ভেতর।
তুরি কাঁদছে। শাবিনের মাথা বুকের ভেতর নিয়ে কান্নায় তার বুক দুমড়েমুচড়ে যাচ্ছে। সে কাঁদছে হুহু করে। তার দুই চোখ ভিজিয়ে চোখের পানি ঝরে পড়ছে শাবিনের কপালে।

 

(চলবে...)

পর্ব ১৬: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১৫: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১৪: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১৩: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১২: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১১: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১০: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৯: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৮ : অঘ্রানের অন্ধকারে

পর্ব ৭ : অঘ্রানের অন্ধকারে

পর্ব ৬: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৫: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৪: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৩: অঘ্রানের অন্ধকারে

পর্ব ২: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১: অঘ্রানের অন্ধকারে

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক

চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক। ছবি: ঢাকাপ্রকাশ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারীকে আটক করেছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার সময় চুয়াডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়েছে।

আটক তিন কারবারি হলেন- দামুড়হুদা উপজেলার দশর্না পৌর এলাকার শ্যামপুর গ্রামের মমিন মিয়ার ছেলে মো. জাকিরুল ইসলাম (২৮), তার ছোট ভাই মো. রাজিবুল ইসলাম (২৫) এবং মুজিবুর রহমানের ছেলে মো. সোলাইমান হোসেন (২২)।

বুধবার সন্ধ্যা ৭ টার সময় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি সদস্যরা বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারেন বুধবার বিকেলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের পরিকল্পনায় এবং নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪ টার সময় ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিন ব্যক্তি স্টেশনে ঘোরাফেরা করতে দেখলে বিজিবি তাদেরকে গতিরোধ করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে এবং ৩ জনকেই আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে এক পর্যায়ে তাদের শরীরে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে।

এ ব্যাপারে বিজিবির নায়েক মো. জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করার পর আটককৃত আসামীদেরকে থানায় হস্তান্তর করেছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Header Ad
Header Ad

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

দুর্ঘটনা কবলিত ট্রাক। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ধানবোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক ইসমাইল হোসেন (৬০) এবং হেলপার বাবু মিয়া (৪৫) নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি এলাকায় আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা এবং বাবু মিয়া ধুনট উপজেলার বেরইবাড়ী গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

ঘোড়াঘাট থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড়ের বোদা থেকে বগুড়ার দিকে ধান নিয়ে আসা একটি ট্রাক কশিগাড়ি এলাকায় পৌঁছালে, সেখানে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ধানবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত হেলপার বাবু মিয়াকে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানিয়েছেন, দুর্ঘটনার পর পাথরবোঝাই ট্রাকটি পালিয়ে যায়। ধানবোঝাই ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

Header Ad
Header Ad

কুবির আরেক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

বিপ্লব চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী বিপ্লব চন্দ্র দাসকে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিপ্লব চন্দ্র দাস বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক এবং ২০১৬ সালের আগস্টের প্রথম প্রহরে খুন হওয়া একই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কোটবাড়ির গন্ধমতি এলাকা থেকে কোটবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের কাছে তুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, 'খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি এবং জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর নিযার্তনকারী ঘাতক বিপ্লব চন্দ্র দাসকে আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি৷ এরই ধারাবাহিকতা চলতে থাকবে। ক্যাম্পাসে যত সন্ত্রাসী আছে, স্বৈরাচারের যত দোসর আছে অতি শীঘ্রই ক্রমান্বয়ে আমরা সবাইকেই পুলিশের হাতে সোপর্দ করবো। আইন আমরা নিজেদের হাতে তুলে নিব না।'

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসএম আরিফুর রহমান বলেন, 'স্থানীয় লোকজন এবং শিক্ষার্থীরা প্রথমে বিপ্লব চন্দ্র দাসকে আটক করে আমাদের ফোন দেয়। পরবর্তীতে আমাদের সদস্যরা গিয়ে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।'

এ ব্যাপারে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, 'সে ২৯ নম্বর মামলার আসামি। সেই প্রেক্ষিতে আটক করা হয়েছে।'

তবে এই মামলা কবে করা হয়েছে, কোন ধারায় করা হয়েছে, বাদী কে; সে সম্পর্কিত কোন তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আর আগে গত ১২ ডিসেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মামা হোটেলের সামনে থেকে রাকেশ দাস এবং বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ের পাকিস্তানি মসজিদের সামনে থেকে এসকে মাসুম নামের দুই ছাত্রলীগ কর্মীকে কোটবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের কাছে তুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত
কুবির আরেক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা
টাকার বিনিময়ে ভোট দিলে জুলুমের শিকার হবেন: সারজিস আলম
চাঁদপুরে জাহাজে সাত খুন: গ্রেপ্তার ইরফান ৭ দিনের রিমান্ডে
টাঙ্গাইলে শিক্ষিকাকে কু-প্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার
৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর ট্রাক, ভারতের ৫ সেনা নিহত
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি কর্মকর্তাদের
কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪০ (ভিডিও)
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিরামপুর সীমান্ত থেকে ২ যুবক আটক
৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
দুর্নীতির অভিযোগ অস্বীকার জয়ের, বললেন ‘একদম ভুয়া’
ভারতের আসামে নারী-শিশুসহ ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, নারী-শিশুসহ নিহত ১৫
ঘুমের ওষুধ খাইয়ে জাহাজের ৭ জনকে কুপিয়ে হত্যা করা হয়: র‍্যাব
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় পাঁচজন আটক
ফরিদপুর মেডিকেলে চিকিৎসকের ওপর ছাত্রলীগ কর্মীর হামলা