সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ধারাবাহিক উপন্যাস, পর্ব: ১৭

অঘ্রানের অন্ধকারে

আজ শাবিনের জন্মদিন। রিহ্যাব থেকে আসার পর পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তাকে দেখলে মনেই হয় না সে কোনোদিন মাদক নিয়েছে। তুরির দিন কাটছে আনন্দে।

শাবিনের ইচ্ছে হয়েছে তার জন্মদিন উদযাপন করবে জাঁকজমক করে। তুরি ব্যবস্থা করে ফেলেছে। শাবিনের জন্মদিন বিশাল ঘটা করে পালন করা হচ্ছে। বাড়ির ছাদে চাঁদোয়া টাঙানো হয়েছে। সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে গান বাজছে। আমন্ত্রিত হয়ে যারা এসেছে তারা দেদার আনন্দ করছে। খাওয়াদাওয়ার আয়োজন হয়েছে ভালো। প্রচুর জুস, ফল আর স্ন্যাকস দেওয়া হয়েছে। সকলে ইচ্ছেমতো খাচ্ছে।

শাবিনের বন্ধুদের দাওয়াত দেওয়া হয়েছে। পুন্নি এসেছে ঝলমলে পোশাক পরে। তাকে হিন্দি সিনেমার নায়িকার মতো দেখাচ্ছে। সে চারপাশ আলো করে ঘুরে বেড়াচ্ছে।

বিয়েতে তুরি তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে দাওয়াত দিতে পারেনি। তার বিয়েতে কোনো আয়োজন হয়নি। দুজনের সিগনেচারের সঙ্গে কোনোরকমে শুধু কবুল বলা হয়েছিল। শাবিনের জন্মদিনে তুরি তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে দাওয়াত দিয়েছে। দাওয়াত পেয়ে তারা প্রায় সকলেই এসেছে। তুরির সুখী চেহারা দেখে তাদের ভালো লাগছে।

শাবিন এসে তুরির দুহাত জড়িয়ে ধরল। ছাদে প্রচুর মানুষ। শাবিনের এমন আকস্মিক আচরণে তুরি লজ্জা পেয়েছে। সে ডানেবাঁয়ে তাকাল। তুরির কানের কাছে মুখ এনে শাবিন ফিসফিস করে মিহি গলায় বলল, তোমাকে ভালোবাসি। খুব ভালোবাসি।

তুমি পাগল একটা।
শাবিনের গলায় মহুয়ার মাদকতা। সে ওম-ওম গলায় আবার বলল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আর কোনোদিন কষ্ট দেব না।
শাবিনের কথা গানের আওয়াজের নিচে তলিয়ে গেল। তুরি বলল, আমার সঙ্গে আসবে?
তুরি চোখ দিয়ে ইশারা করল। শাবিন তাকে অনুসরণ করে এগিয়ে গেল।
তুরি হাঁটছে। শাবিন হাঁটছে তার পেছনে। সিঁড়ি বেয়ে নেমে ওরা বাসায় ঢুকল। বেডরুমের সামনে এসে দাঁড়িয়েছে তুরি। শাবিনও দাঁড়িয়ে পড়ল।
বেডরুমে তুরির বান্ধবীরা হল্লা করছে। তুরি তাদের বলল, তোরা ছাদে যাবি একটু? গানবাজনা হচ্ছে। খাওয়াদাওয়া হচ্ছে। ওখানে যা।

তুরির বান্ধবীরা ঘাড় কাত করে শাবিনকে দেখল। তারা তুরির দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় ওদের চোখে তুরি দুষ্টুমির হাসি দেখেছে।

শাবিনকে নিয়ে তুরি ঘরে ঢুকে পড়ল। দরজার পাল্লা টেনে বন্ধ করে দিলো। শাবিনকে জড়িয়ে ধরে কাতর গলায় বলল, আদর করো। তোমার আদর পেতে ইচ্ছে হচ্ছে খুব।

শাবিন দুহাত বাড়িয়ে তুরিকে বুকের ভেতর টেনে নিয়েছে। তুরির ঠোঁটে ঠোঁট ছোঁয়াল। সেই ঠোঁটে অদ্ভুত উষ্ণতা। এমন উষ্ণতা শাবিন আগে কখনো অনুভব করেনি। তুরির কাঁধের ওপর থেকে শাড়ির আঁচল খসে পড়েছে। শাবিন গভীর আবেগে তুরির ঠোঁট নিজের দুই ঠোঁটের ভেতর নিয়ে চেপে ধরল।

তুরির শরীর কাঁপছে। তিরতির করে কাঁপছে। সে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার খোলা কাঁধে শাবিনের ঠোঁট। গরম নিশ্বাস পড়ছে। অস্থির হয়ে গেছে তুরি। বিছানার কাছে সরে এসে শরীর ছেড়ে দিলো। কাত হয়ে শুয়ে পড়ল বিছানায়। গোঙাতে গোঙাতে বলল, আমাকে তুমি আদর করো। আদর করতে করতে মেরে ফেলো।
শাবিন আচমকা থেমে গেল। শীতল গলায় বলল, ছাদে যাও। তোমার বান্ধবীরা অপেক্ষা করছে।

আদর করবে না?
হুট করে কেউ চলে আসবে। বাড়িভরতি মানুষ।
তাহলে রাতে আদর করবে বলো?
শাবিন গভীর চোখে তুরির দিকে তাকিয়ে থাকল। তুরির মন অমনি কেমন করে উঠল। সে শাড়ি গুছিয়ে নিয়েছে। শাবিন উবু হয়ে তুরির ঠোঁটে, দুই চোখে, গালে, গলায়, কপালে, কাঁধে, কানে আলতো করে চুমু দিলো।
তুরি উঠে দরজা খুলে চলে গেল। ছাদে যাওয়ার সিঁড়িগুলো লাফিয়ে উঠেছে। সে যেন পাখি। উড়ে যাচ্ছে ডানা মেলে।

গানের আওয়াজ তীব্র হয়েছে। ছোটো ছেলেমেয়েরা লাফালাফি করছে। বড়োরা হুল্লোড় করছে। তুমুল আনন্দে উথলে উঠেছে সময়।

টেবিলে খাবার দেওয়া হয়েছে। হইচই করে সকলে খেতে বসেছে। তুরি ঘাড় ঘুরিয়ে চারদিকে তাকাল। শাবিনকে কোথাও দেখা যাচ্ছে না। শাবিনের বন্ধুরা খেতে বসেছে। সেখানে শাবিন নেই।

পুরো ছাদ খুঁজে এসেছে তুরি। শাবিন কোথাও নেই। তুরি দৌড় দিয়ে বাসায় গেল। বেডরুমের দরজা ভেজানো। কেন জানি তুরির বুক ধ্বক করে উঠল। তার এমন কেন লাগছে সে বুঝতে পারল না।
ধাক্কা দিয়ে দরজা খুলে থমকে দাঁড়িয়ে পড়েছে তুরি। শাবিন শুয়ে আছে বিছানায়। তার মাথা একপাশে হেলে আছে। অসাড় হাত পড়ে আছে বিছানা থেকে বাইরে। শাবিনের মাথার কাছে পানির গøাস আর ওষুধের স্ট্রিপ। তুরি সেই ট্যাবলেটের স্ট্রিপ হাতে নিয়ে ওষুধের নাম পড়ল। বারবিট। কড়া ডোজের ঘুমের ওষুধ। চল্লিশটা ট্যাবলেট সে খেয়েছে। শাবিন অনেক আগেই মারা গেছে।

তুরি দাঁড়িয়ে আছে স্থির হয়ে। শাবিনের নিথর দেহ পড়ে আছে বিছানায়। তুরি কী করবে বুঝতে পারছে না। দুই পা ভীষণ ভারী লাগছে। সে নড়তে পারছে না। তার চোখ শুকনো খটখটে। সে কাঁদতে চাইছে। কান্না আসছে না।
তুরি দুই হাঁটু মুড়ে ধপাস করে বসে পড়ল শাবিনের মাথার কাছে। শাবিনের হাত তার কোলে। শাবিন যেন ঘুমাচ্ছে। পরম প্রশান্তির ঘুম।

তুরি সামনে ঝুঁকে এলো। শাবিনের শরীর শক্ত হয়ে আছে। তুরি তার ভারী দুহাত তুলে আনল। সে শাবিনের মাথা দুপাশ থেকে চেপে ধরেছে। অমনি গড়িয়ে এসে শাবিনের মাথা ঝুঁকে পড়ল তুরির বুকের ভেতর।
তুরি কাঁদছে। শাবিনের মাথা বুকের ভেতর নিয়ে কান্নায় তার বুক দুমড়েমুচড়ে যাচ্ছে। সে কাঁদছে হুহু করে। তার দুই চোখ ভিজিয়ে চোখের পানি ঝরে পড়ছে শাবিনের কপালে।

 

(চলবে...)

পর্ব ১৬: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১৫: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১৪: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১৩: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১২: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১১: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১০: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৯: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৮ : অঘ্রানের অন্ধকারে

পর্ব ৭ : অঘ্রানের অন্ধকারে

পর্ব ৬: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৫: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৪: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৩: অঘ্রানের অন্ধকারে

পর্ব ২: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১: অঘ্রানের অন্ধকারে

Header Ad
Header Ad

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ

বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালতের রায় ও গেজেট প্রকাশের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ঢাকার দুই বাসিন্দা এই নোটিশ পাঠান, যাতে ইশরাকের নামে গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠান বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।

নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই বাসিন্দার পক্ষে আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি জানান, গত ২৭ এপ্রিল (রোববার) এ নোটিশ পাঠানো হয়। তবে একই রাতে নির্বাচন কমিশন (ইসি) ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করে। ফলে এখন পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা নোটিশদাতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করে তৎকালীন বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। ওই নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

নোটিশের পক্ষের দাবি:

- ট্রাইব্যুনাল যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে দ্রুত রায় দিয়েছে।

- নির্বাচন কমিশন এ রায় চ্যালেঞ্জ করেনি, বরং গেজেট প্রকাশ করেছে।

- আইন উপদেষ্টার মতামতের জন্য অপেক্ষা না করে গেজেট প্রকাশ করা হয়েছে।

ট্রাইব্যুনালের আদেশে কার্যকারিতা নেই, কারণ মেয়রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং পদটি অধ্যাদেশের মাধ্যমে ইতোমধ্যে শূন্য ঘোষণা করা হয়েছিল।

এই নোটিশ পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, বিচারক মো. নুরুল ইসলাম এবং ইশরাক হোসেন বরাবর।

Header Ad
Header Ad

পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় পাকিস্তানকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ইতোমধ্যে তুরস্ক থেকে সাতটি অস্ত্রবাহী সামরিক বিমান পাকিস্তানে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৭ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান করাচিতে অবতরণ করে, যাতে নানা ধরনের সামরিক সরঞ্জাম ছিল। এ ঘটনাকে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জন্য বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

শুধু একটি বিমানই নয়, ইসলামাবাদের সামরিক ঘাঁটিতেও তুরস্কের আরও ছয়টি কার্গো বিমান অবতরণ করেছে, যেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল বলে নিশ্চিত করেছে তুর্কি ও পাকিস্তানি সূত্র।

টাইমস অফ ইন্ডিয়া বিশ্লেষণ করে বলছে, ভারত-অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে বেড়ে চলা উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের এই পদক্ষেপ এসেছে।

তুরস্কের পাশাপাশি পাকিস্তান চীনের সঙ্গেও সামরিক সম্পর্ক জোরদার করছে। পরিসংখ্যান বলছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে চীন প্রায় ৪০টি দেশে অস্ত্র রপ্তানি করেছে, যার মধ্যে ৮২ শতাংশেরও বেশি অস্ত্র গেছে পাকিস্তানে।

এদিকে, ভারতের সাথে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে খালিস্তানপন্থী শিখরা। খালিস্তানি নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুদ্ধ বাধলে দুই কোটি শিখ পাকিস্তানের পক্ষে অপ্রতিরোধ্য দেয়াল হয়ে দাঁড়াবে এবং ভারতীয় সেনাদের পাঞ্জাব পার হতে দেওয়া হবে না। পান্নু আরও দাবি করেন, ভারতের বিজেপি সরকার রাজনৈতিক স্বার্থে কাশ্মীরে হামলার নাটক সাজিয়েছে এবং হিন্দুদের হত্যা করে নির্বাচনী ফায়দা তুলতে চাইছে।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করে বলেন, ইন্দিরা গান্ধীর পরিণতি তাদেরও হতে পারে।

Header Ad
Header Ad

বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

বিএনপির তিন সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—আগামী ৯ মে থেকে ২৮ মে পর্যন্ত দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে সেমিনার ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিন সংগঠন সম্মিলিতভাবে ১০টি সাংগঠনিক বিভাগকে ৪টি বৃহত্তর অঞ্চলে ভাগ করে এ কর্মসূচি গ্রহণ করেছে। উদ্দেশ্য হলো—তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি আধুনিক, মানবিক বাংলাদেশ নির্মাণে তরুণ প্রজন্মের মতামত ও চিন্তা সংগ্রহ করা।

প্রথম দিন: "তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ" শীর্ষক সেমিনার।
দ্বিতীয় দিন: "তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ"।

সেমিনারে তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ ও উদ্যোক্তারা কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এ কর্মসূচি বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা ও তারেক রহমানের রাজনৈতিক দর্শনের আলোকে পরিচালিত হবে।

চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ:
▪ ৯ মে — কর্মসংস্থান ও শিল্পায়ন নিয়ে সেমিনার
▪ ১০ মে — তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

খুলনা ও বরিশাল বিভাগ:
▪ ১৬ মে — শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে সেমিনার
▪ ১৭ মে — তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

রাজশাহী ও রংপুর বিভাগ:
▪ ২৩ মে — কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে সেমিনার
▪ ২৪ মে — তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ:
▪ ২৭ মে — তরুণদের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক ভাবনা নিয়ে সেমিনার
▪ ২৮ মে — তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

মোনায়েম মুন্না বলেন, এই কর্মসূচিগুলোর মাধ্যমে তরুণদের প্রত্যাশা, মতামত ও ভাবনাকে রাজনৈতিক নীতিতে যুক্ত করে একটি জনমুখী, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের পথ তৈরি করবে বিএনপি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল