বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ধারাবাহিক উপন্যাস: পর্ব-২১

বিষাদ বসুধা

মোহিনী আজ আগেভাগেই ঘুম থেকে উঠেছেন। সকাল সকাল তিনি বিমানবন্দরে যাবেন। আরেফিনের লাশ আসবে। সেই লাশ দেখার কোনো উপায় নেই। পুরোপুরি প্যাক করা থাকবে। সেখান থেকে সরকারি ব্যবস্থাপনায় লাশ দাফন হবে মাতুয়াইলে। বিমানবন্দরে মোহিনীর কিছুই করার নেই। তারপরও তিনি যাবেন। যাবেন তার প্রতি সম্মান জানাতে। একজন স্বামী, একজন বন্ধু, একজন প্রেমিক এবং একজন সুহৃদ হিসেবে আরেফিনই ছিলেন তার একমাত্র সঙ্গী। তাকে নিঃসঙ্গ করে দিয়ে তিনি অসময়ে চলে গেছেন। আরেফিনকে ছেড়ে তিনি চলে গিয়েছিলেন এটা সত্য। সেটা ছিল তার অভিমান; কেবলই অভিমান! অভিমান করেই তিনি চলে গিয়েছিলেন। নিশ্চয়ই সেটা তার শেষ যাওয়া ছিল না। আরেফিন হাত ধরে বললেই হয়তো তিনি ফিরে আসতেন। সেটাই মোহিনী মনে মনে চেয়েছিলেন। অথচ আরেফিনই চিরদিনের জন্য ওকে ছেড়ে চলে গেলেন!
মোহিনী যেদিকে তাকায় আরেফিনের স্মৃতিগুলো চোখের সামনে ভাসে। বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে দাম্পত্য জীবন; কত কিছুই মনে পড়ছে আজ। ভালো স্মৃতিগুলোই আজ তার মনটাকে আচ্ছন্ন করে রাখছে। তিনি তৈরি হতে গিয়ে বার বার হোঁচট খাচ্ছেন। সারাক্ষণই মনে হচ্ছে, আরেফিন তার আশপাশেই আছে। তাকে ঘিরে রেখেছে। তৈরি হওয়ার সুযোগটুকুও দিচ্ছে না। আরেফিনের সঙ্গে স্মৃতিকাতর সময় কাটাতে কাটাতেই হঠাৎ তার মনে হয়; প্রকৃতি তাকে সুবিচার করেনি। তিনি মনে মনে প্রকৃতিকে উদ্দেশ করে বলেন, হে প্রকৃতি! এ তোমার কেমন বিচার! আমি মানুষকে এত উপকার করি! এতভাবে সাহায্য সহযোগিতা করি! তারপরও তুমি আমাকে শাস্তি দিচ্ছ! কারোনাকালে আমি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার পুরো অফিস মানুষকে সহযোগিতার জন্য কাজ করছে।

মোহিনী আবার বলেন, এসব আমি কী ভাবছি? প্রকৃতি যা করছে তা নিশ্চয়ই ভালোর জন্য করেছে। আর আমি মানুষকে যে সহায়তা করছি সেজন্য কি প্রকৃতির কাছে পুরস্কার চাইতে হবে! নিশ্চয়ই প্রকৃতি তার সর্বোচ্চ ভালোটা করবে। নিশ্চয়ই করবে।
রহিমাবিবি হন্তদন্ত হয়ে মোহিনীর কক্ষে এসে বলে, একি আপামনি, আপনি চা খান নাই? চা তো ঠাণ্ডা হইয়া গেল!
ও তুই চা দিয়েছিলি? আমি খেয়াল করিনি। মোহিনী বললেন।
আপামনি আপনার কি হইছে কন তো? আপনার মনডা কি খারাপ?
মোহিনী কোনো কথা বললেন না। তিনি আরেফিনের ঘোর কাটিয়ে উঠতে পারছেন না। রহিমাবিবি মোহিনীর কোনো জবাব না পেয়ে আবারও বলে, আপনি না কই যাইবেন আপামনি?

মোহিনী এবারও কোনো কথা বললেন না। তিনি সাজঘরে গিয়ে তৈরি হতে লাগলেন। কাপ হাতে নিয়ে চলে যাওয়ার সময় রহিমাবিবি আবারও বলল, আপামনি চা কি দেব?
সাজঘর থেকেই মোহিনী বললেন, না। কোনো দরকার নেই। তুই একটা কাজ কর। আমার ড্রাইভারকে তৈরি হতে বল। আমি এখনই বের হব।
জি আপামনি।
রহিমাবিবি চলে গেল। সে বাইরে বের হয়ে ড্রাইভারকে গাড়ি নিয়ে প্রস্তুত থাকার জন্য বলল। এরমধ্যে মোহিনীও তৈরি হয়ে নিজের কক্ষ থেকে বের হয়ে আনোয়ারা বেগমের কাছে যান। তাকে আরেফিনের লাশের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মেয়েকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন তিনি। কিন্তু মোহিনী কিছুতেই নিজের মনকে বুঝাতে পারেন না। তিনি কাঁদতে কাঁদতেই বললেন, বিধাতা এমন একটা শাস্তি কেন আমাকে দিল বলতে পার? মৃত্যু যখন কপালেই ছিল, তখন স্বাভাবিক মৃত্যু কেন হলো না। এর আগে তো কয়েকবার হাসপাতালে ছিল। তখনই না হয় মারা যেত! করোনায় আক্রান্ত হয়েই মারা যেতে হবে! আর সেজন্য শেষ বিদায়ের দিনে তার চেহারাটাও দেখতে পাব না?

আনোয়ারা বেগম নিজের আবেগকে সামলে নিয়ে বললেন, কী করবি মা। সবই কপাল!
মোহিনী কোনো কথা বললেন না। তিনি হন হন করে বাইরের দিকে পা বাড়ালেন। এ সময় আনোয়ারা বেগম জানতে চাইলেন, কিরে মা, কই যাস?
বিমানবন্দর যেতে হবে মা। আরেফিনের লাশ আসবে। চেহারা তো আর দেখতে পাব না। দূর থেকে বিদায় জানাব, চিরদিনের জন্য বিদায়!
আমিও যাই। নিবি আমাকে?
কী দরকার মা। থাক। করোনার মধ্যে তোমার বের হওয়ার দরকার নেই।
দীর্ঘশ্বাস ছেড়ে আনোয়ারা বেগম বললেন, আচ্ছা!
মোহিনী বাসা থেকে বের হয়ে বিমানবন্দরের দিকে রওয়ানা হয়। গাড়িতে বসে সে মোবাইলের স্ক্রীনের দিকে তাকিয়ে তারিখটা ভালো করে দেখল। দোসরা জুন। বুধবার। দুই হাজার বিশ সাল। তার জীবনের সবচেয়ে খারাপ একটি দিন। তার জীবনসঙ্গীর চলে যাওয়ার দিন। এত দুঃখের, এত কষ্টের, এত বেদনার দিন তার আর কখনো আসেনি। এত কষ্ট তিনি আগে কখনো পাননি। আজ তার মনে হচ্ছে, সবকিছুই বুঝি শেষ হয়ে গেল। প্রকৃতির চরম এক শাস্তি তাকে মাথা পেতে নিতে হলো। তিনি জানেন না, কেন এত বড় শাস্তি তার জীবনে নেমে এসেছে। কার ভুলে তাকে শাস্তি পেতে হচ্ছে? তিনি কি নিজে কোনো ভুল করেছেন? তিনি কি জীবনে কারও ক্ষতি করেছেন? কারও ক্ষতির চিন্তা করেছেন? মনে করার চেষ্টা করেন মোহিনী।

মোহিনী কিছুতেই নিজের ভুলের কথা মনে করতে পারছেন না। তিনি সব সময়ই অন্যের ভালোর চিন্তা করেছেন। অন্যকে সাহায্য সহযোগিতা করেছেন। কোনোদিন কারও ক্ষতির চিন্তা করেননি। ছোটবেলা থেকেই তিনি পরোপকারী। নিজের ক্ষতি করেও অন্যকে কীভাবে সহায়তা করা যায় তা ভেবেছেন। অথচ আজ তাকে কষ্ট পেতে হচ্ছে। তাহলে কি তার পরিবারের কেউ ভুল করেছে? সেই শাস্তি তাকে পেতে হচ্ছে? তার দাদা অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন। তার বাবাও সেই অভ্যাস পেয়েছে। তার পরিবারে এমন কেউ নেই যে অন্যের ক্ষতি করেছে। অন্যের টাকা পয়সা মেরে খেয়েছে। অন্যকে ঠকিয়েছে।

কষ্টের মধ্যেই মোহিনী সান্ত্বনা খোঁজেন। সৃষ্টিকর্তা যা করেন তা নাকি মঙ্গলের জন্যই করেন। এর মধ্যে কী মঙ্গল আছে তার অপেক্ষা করতে হবে। এ ছাড়া আর উপায় কী!

মোহিনীকে বহনকারী গাড়িটি আর কিছুক্ষণের মধ্যেই বিমান বন্দরে পৌছবে। মোহিনী মোবাইল হাতে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই কর্মকর্তার নম্বরে ফোন দিল। দুতিন বার রিং বাজার পরই লোকটা ফোন ধরল। হ্যালো।

মোহিনী সালাম জানিয়ে বললেন, আমি মোহিনী বলছি। আপনি কি বিমানবন্দরে এসেছেন? আমিও ঠিক কাছাকাছি। কোথায় আসব? ভিআইপি লাউঞ্জে? আচ্ছা আচ্ছা। আমি আর পাঁচ মিনিটের মধ্যেই আসছি। অনেক ধন্যবাদ ভাই।
ফোনে কথা বলা শেষ করে মোহিনী ড্রাইভারকে বললেন, ভিআইপি লাউঞ্জে নিয়ে চলো।

ড্রাইভার গাড়ি ভিআইপি লাউঞ্জে নিয়ে গেল। লাউঞ্জের গেটেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অপেক্ষায় ছিল। মোহিনীকে দেখে সে চিনতে পারল। তার কাছে এগিয়ে গিয়ে বলল, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি।
ও আচ্ছা আচ্ছা। মোহিনী বললেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহিনীকে ভেতরে নিয়ে যেতে যেতে বলল, আর কিছুক্ষণের মধ্যেই বিমান অবতরণ করবে। আমাদের আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনি চা খাবেন? কিংবা কফি?
না থাক। মোহিনী বললেন।
অসুবিধা নেই। খেতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বললেন।
না থাক। পরে এক সময় আপনার অফিসে গিয়ে খাব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হাসি ছড়িয়ে দিয়ে বললেন, মোস্ট ওয়েলকাম। ইউ আর মোস্ট ওয়েলকাম।
মোহিনী মাথা নেড়ে সায় দিলেন। আর কোনো কথা বললেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বললেন, আরেকটা কথা, আপনি বোধহয় জানেন, লাশ প্যাকিং অবস্থায় থাকবে। খোলা যাবে না। এখান থেকে অ্যাম্বুলেন্সে পাগলায় নিয়ে যাওয়া হবে।

মোহিনী এবারও মাথা নেড়ে সায় দিলেন। কোনো কথা বললেন না। হঠাৎ তার মনটা ভারী হয়ে উঠল। কিছুক্ষণের জন্য সবকিছু যেন থেমে গেল। সবাই নীরব। পিনপতন নীরবতা ভিআইপি লাউঞ্জে। মোবাইল ফোনের রিং বাজার শব্দে সেই নীরবতা ভাঙে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার মোবাইল ফোনে কথা বলতে বলতে ছুটে যায় দরজার সামনে। তিনি মোহিনীকেও ডাকেন। লাশ এসেছে। আপনি আসুন।

মোহিনী সামনের দিকে পা বাড়ায়। মুহূর্তের মধ্যে এগিয়ে যায় দরজার সামনে। বাক্সে ভরা লাশ। শুধু বাক্স দেখে মনকে সান্ত্বনা দেবে, ওর ভেতরেই আরেফিনের লাশ আছে। ব্যাস। ওইটুকুই।

মোহিনী গাড়িতে বসে আছেন। বিমানবন্দর থেকে তিনি বাসায় যাচ্ছেন। ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে সামনের দিকটায় আসতেই দেখেন রাস্তার পাশে অসংখ্য মানুষের ভিড়। ভিড়ের কাছাকাছি আসতেই তিনি কান্নার আওয়াজ পান। এক বয়স্ক মতো লোক চিৎকার দিয়ে কাঁদছেন। তার বেশভূষা অতি সাধারণ। চুল দাড়ি পাকা। মুখোমন্ডলের বলিরেখাগুলো স্পষ্ট। রোদে পোড়া বৃষ্টিতে ভেজা ঝামা ইটের তো কঠিন চেহারা; দেখেই বোঝা যায়।

লোকটা কাঁদতে কাঁদতে বললেন, আমারে একবার শুধু আমার ছেলের লাশটা একটু দেখতে দেন ভাই! আমি খবর নিয়া জানছি, আমার পোলার লাশ আইজকা উহান থেকে আসব। হাচা কইতেছি। আমি একবার শুধু আমার পোলার মুখখানা দেখমু। আমার আর কিছু চাই না। শেষবারের মতোন আমি পোলাডারে একটু দেখতে চাই।

পথের লোকজন তাকে কী বলে সান্ত্বনা দেবে? কী সান্ত্বনা দেওয়ার আছে তাদের? তারা শুধু বুড়ো মানুষটার কষ্ট উপলব্ধি করার চেষ্টা করছে। কেউ কেউ বলছেন, ভাইরে, করোনা হলে লাশের কাছেও যাওয়া যায় না। বিদেশ থেকে বাক্সভর্তি করে আসছে। ওইভাবেই করব দেওয়া হবে। দেখার আর সুযোগ নাইরে ভাই!

মোহিনী গাড়ি রাস্তার পাশে রেখে বুড়ো লোকটার কাছে এগিয়ে যান। মোহিনীকে দেখে পুরুষ লোকগুলো জায়গা করে দেয় বুড়োর কাছে যাওয়ার জন্য। তিনি বুড়ো লোকটাকে উদ্দেশ করে বললেন, আপনার ছেলের লাশ কোন দেশ থেকে আসবে বললেন?
চীনের উহান থেকে।
আপনার ছেলের কী নাম?
কাঁদতে কাঁদতে বুড়ো লোকটা বললেন, আরেফিন।
নামটা শোনার সঙ্গে সঙ্গে মোহিনীর মাথায় যেন বাজ পড়ে। বিদ্যুতের শক খাওয়ার মতো শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। বিস্ময়ভরা কণ্ঠে বলেন, আপনি আরেফিনের বাবা!
হ মা।
আপনার নাম?
আলী আকবর। বাড়ি বরিশাল। উপজেলা মেহেন্দিগঞ্জ। গ্রাম আজিমপুর।
কীভাবে জানলেন, আরেফিন মারা গেছেন?
আলী আকবর আবেগ জড়ানো কণ্ঠে বললেন, আমি খোঁজ নিতে নিতে ওর অফিসে গেছিলাম। ওখান থেকে কইল, আইজ আমার ছেলের লাশ আইব। কতদিন আমার ছেলেডারে দেহি নাই। বাড়ি যাইব যাইব কইরা চীনে চইলা গেল। আর দেহাও হইল না।

মোহিনী অনেক কষ্টে নিজের আবেগ সামলে বললেন, আপনি আমার গাড়িতে ওঠেন। আপনি কেডা মা? আপনের লগে গেলে আমার পোলার লাশ দেখা যাইব।
আপনি আমার সঙ্গে আসেন।
মোহিনী গাড়ির দিকে এগিয়ে গেলেন। আলী আকবর তাকে অনুসরণ করলেন। পথের লোকেরা যে যার গন্তব্যে চলে গেল। গাড়িতে সামনের আসনে আলী আকবরকে বসতে দিলেন। তারপর মোহিনী পেছনে গিয়ে বসে ড্রাইভারকে বললেন, আমার অফিসে যাও।
ড্রাইভার গাড়ি স্ট্রাট দিল। গাড়ি চলতে শুরু করল। আলী আকবর কাঁদতে কাঁদতে বললেন, তুমি কেডা মা?
আমার অফিসে চলুন। তারপর বলছি। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌছে যাব। আপনি ঢাকায় আসছেন কবে?
কয়েকদিন হইয়া গেলো মা। পোলার খোঁজেই আইছিলাম। বাসায় গেছিলাম। দারোয়ান বলল, আরেফিন চীনে গেছে। তারপর অফিসে গেলাম। ওইখান থেকেই খবর পাইলাম, আরেফিন করোনায় মারা গেছে। আরেফিনের মা কইল, ঘরের চালে বইসা কাকগুলান কেমন কইরা ডাকতাছে। আপনি ঢাকায় গিয়া আমার ছেলের খবর লন! ছেলের মারে এহন আমি কী কমু?
আলী আকবর হাউমাউ করে আবার কাঁদতে শুরু করলেন। মোহিনী সান্ত্বনাসূচক কিছু কথাবার্তা বললেন। কিছুক্ষণের মধ্যেই তিনি তার অফিসে পৌঁছলেন। আলী আকবরকে নিয়ে নিজের রুমে গেলেন। দরজা বন্ধ করে বললেন, আপনি বসুন। চা খাবেন?
আলী আকবর কোনো কথা বললেন না। তিনি চোখ পাকিয়ে অফিস দেখছেন। বিশাল অফিস দেখে তার চোখ ধাঁধিয়ে যায়। তিনি বসবেন কি বসবেন না তা নিয়ে দ্বিধায় পড়ে যান। ওই জায়গায় তাকে বড় বেমানান মনে হয়। নিজেকে বড় ছোট মনে হয় তার কাছে। তিনি বিনয়ের সঙ্গে বলেন, এইডা কোন জাগা মা?
গুলশান।
ও গুলশান! অনেক নাম হুনছি।
এটা আমার অফিস।
আচ্ছা মা, আপনি কেডা? আমারে কি আপনি চেনেন?
আমি আপনার ছেলের বউ!
আলী আকবরের চোখেমুখে রাজ্যের বিস্ময়। তিনি কী বলবেন কিছুই বুঝতে পারছেন না। বিস্ময়ভরা দৃষ্টিতে তিনি মোহিনীর দিকে তাকিয়ে রইলেন।

চলবে...

আগের পর্বগুলো পড়ুন>>>

বিষাদ বসুধা: পর্ব ২০

বিষাদ বসুধা: পর্ব ১৯

Header Ad

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে না, আবার কেউ কারো নিচেও না, এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র-জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ, আহত এবং জীবিত ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদের দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা দেশ গঠনের সুযোগ করে দিয়েছে জাতি তাদের সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বক্তব্য শেষে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Header Ad

নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে যানযট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে শহরে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অভিযানের উদ্বোধন করেন নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক টি.এম.এ মমিন। এ সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়া উদ্দিন, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, নওগাঁ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শুরুর পর থেকেই শহরের বরুনকান্দি, মশরপুর, তাজের মোড় ও কালীতলাসহ মোট ৮ টি প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে। চেক পোষ্টগুলোতে ২ জন পুলিশ সদস্য, ২ জন ছাত্র সমন্বয়ক, ৪ জন রোভার স্কাউট সদস্য ও ২ জন রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন।

পৌর প্রশাসক জানান, নওগাঁ শহরে বৈধ যানবাহনের সংখ্যা ৪ হাজার। কিন্তু প্রতিদিন পার্শবতী বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিকশা, ব্যাটারী চালিত অটো রিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করে। এতে তীব্র যানযট ও জন মানুষের ভোগান্তি তৈরী হয়। এই দূর্ভোগ লাঘোবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রনসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈধ চালকদের চিহ্নিত করতে তাদের মাঝে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁ শহরের যানযট দীর্ঘদিনের সমস্যা। পরিকল্পিত ভাবে এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ষ্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহক করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অভিযান সফল ভাবে বাস্তবায়ন হলে শহরে শৃঙ্খলা ফিরে আসবে। জনগন এর সুফল পাবেন। সকলকে এই কার্যক্রমে সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।

Header Ad

২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত

বক্তব্য রাখছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এম সাখাওয়াত হোসেন।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন। ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন।

সম্মেলেনে সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যাতে করে এ ধরনের ঘটনার পুররাবৃত্তি না হয়।

লর্ড হোসাইন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে।

সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক।

Header Ad

সর্বশেষ সংবাদ

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
ধামরাইয়ে শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪