শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ধারাবাহিক উপন্যাস

 বিষাদ বসুধা

অপারেশন থিয়েটারে নিয়ে আরেফিনের পেট খুব ভালো করে ওয়াশ করা হয়। অতিরিক্ত মদপানের কারণে তিনি চেতনা হারিয়েছিলেন। মোহিনীকে সে কথা চিকিৎসকরা জানিয়েছিলেন। তার অনুমতি নিয়েই আরেফিনকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

টানা দুইদিন এক রকম চোখ বন্ধই ছিল আরেফিনের। মাঝেমধ্যে চোখ খুললেও কাউকেই তিনি চিনতে পারেননি। মুখে কিছু খেতে পারেননি। টানা স্যালাইন চলেছে। এখন তিনি কিছুটা সুস্থ। তাকে কেবিনে আনা হয়েছে। স্যালাইন এখনো চলছে। আরো এক দুদিন স্যালাইন দেয়া লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মোহিনী একটা টুল টেনে আরেফিনের মাথার সামনে বসেন। তার কপালে হাত রাখেন। তারপর চুলে বিলি কেটে দেন। মোহিনীর ভালোবাসার পরশ টের পান আরেফিন। তিনি আবেগাপ্লুত হয়ে যান। এতো কিছুর পরও মোহিনীর ভালোবাসার এতোটুকুও যেন কমতি নেই। আবেগে তার চোখে পানি আসে। চোখের দুই পাশ দিয়ে পানি নেমে যায় দুইদিকে।

আরেফিনের চোখে পানি দেখে মোহিনী আবেগজড়ানো কণ্ঠে বললেন, তুমি কাঁদছ কেন?

আরেফিনও আবেগাপ্লুত কণ্ঠে বললেন, আমি দুঃখিত মোহিনী! সত্যিই দুঃখিত। আমি ভুল করেছি। এ রকম ভুল আর হবে না। আমি তোমার হাত ছুঁয়ে বলছি।

ধন্যবাদ। 

মোহিনী আরো কথা বলতে চেয়েছিলেন। কিন্তু বলতে পারেননি। তিনি আবেগপ্রবণ হয়ে গেলে আর কথা বলতে পারেন না। সবকিছু এলোমেলো হয়ে যায়। মোহিনী মনে মনে বলেন, সরি বলার পর আর কী থাকে! সরি বলা মানে একটা মানুষের সম্পূর্ণ আত্মসমর্পণ। ভুলের জন্য ক্ষমা চাওয়া। তারপরও মুখের ওপর কথা শুনানো ভালো মানুষের কাজ নয়। আর মোহিনীর পক্ষে ওতোটা খারাপ হওয়া সম্ভব নয়।

মোহিনীকে চুপ থাকতে দেখে আরেফিন বললেন, মোহিনী কিছু বলো! তুমি কিছু না বললে যে আমি স্বস্তি পাচ্ছি না।

কি বলব বলো? আমার কি বলার আছে? তুমি তো সরি বলেছ!

আমাকে তুমি ক্ষমা করেছ?

তুমি সরি বলার পর আমি সবকিছু ভুলে গেছি। আমার আর কিছুই মনে রাখিনি।

আরেফিন মোহিনীর হাতটা বুকের মধ্যে চেপে ধরে বললেন, আমি কোনো দিন তোমাকে ঠকাবো না। একথাটুকু তুমি শুধু বিশ^াস কোরো মোহিনী। তুমি ছাড়া আমি এই পৃথিবীতে দ্বিতীয় কাউকে আমার জীবনে স্থান দেবো না। এ আমার মনের কথা।

মোহিনী নিজেও জানেন আরেফিন আর যা-ই করুক ভালোবাসার জায়গায় তিনি আর কাউকে শেয়ার দেবেন না। একমাত্র মোহিনীই তার ভালোবাসা। তার জীবনের ধ্যানজ্ঞান। কিন্তু তার প্রকাশ ভঙ্গির কারণে সেটা সব সময় বোঝা যায় না। আর চাপা স্বভাবের মানুষগুলো বুঝি এমনই। তাদের ভালোবাসার গভীরতা বেশি। প্রকাশ কম।

মোহিনী নিজেই নিজের কিছু দোষক্রুটি খুঁজে বের করার চেষ্টা করেন। তিনি জেনেশুনেই তো আরেফিনকে ভালোবেসেছেন; বিয়ে করেছেন। এতোদিনেও তিনি আরেফিনকে রিড করতে পারলেন না কেন? কেন আরেফিনের মন বুঝতে পারলেন না? এটা মোহিনীর সীমাবদ্ধতা। এখানে আরেফিনের কোনো দোষ নেই। আরেফিনের সমস্যা অন্য জায়গায়। সেগুলো শোধরানোর জন্য শুরু থেকেই তাকে বলতে হতো। শুরুতে ছাড় দেয়ার কারণে তার সমস্যাগুলো রয়েই গেছে।

একটা মানুষের মানসিকতা তৈরি হয় তার পরিবার থেকে। আরেফিন যে পরিবার থেকে উঠে এসেছে সে পরিবারের মানসিকতা তার ভেতরে রয়ে গেছে। ফলে দুজনের মধ্যে মানসিক একটা দূরত্ব রয়েই গেছে। মোহিনী অনেক বেশি মানবিক হওয়ার কারণে দ্বন্ধটা ওতো প্রকাশ পায়নি। অনেক কিছুই মোহিনী মেনে নিয়েছেন। কিন্তু সব সময় কি আর মানা যায়! মোহিনীও তো রক্তেমাংসের মানুষ। তিনি তো আর ফেরেস্তা নন।

তবে মোহিনীর সবচেয়ে বড় গুণ তিনি খুব মানবিক। মনটা খুব নরম। তিনি কোনো কিছু মনের মধ্যে রাখেন না। সেই সঙ্গে তিনি ক্ষমা করতে জানেন। কেউ অন্যায় করলেও সরি বললে, ক্ষমা করে দেন। তার অফিসের সবাই তাকে এজন্যই খুব পছন্দ করে। তাকে ভালোবাসে।

মোহিনীর মতো মানসিকতা সব মানুষের হয় না। হাজারকে এক দুজন হয়ত পাওয়া যায়। সেই মোহিনী আরেফিনের জীবনে এসেছে এক সৌভাগ্যের প্রতীক হিসেবে। আর তাকে তিনি হেলায় হারাচ্ছেন। আরেফিন আসলে বুঝতেই পারছেন না কাকে তিনি অবহেলা, অবজ্ঞা করছেন। তিনি যদি বুঝতে পারতেন তাহলে হয়ত মোহিনীকে মাথায় করেই রাখতেন।

মোহিনী শুধু চেয়েছেন ওর কাছে ভালোবাসা। অবহেলা নয়। সেটা দিতেও আরেফিন কার্পণ্য করছেন। এটা নিশ্চয়ই কোনো মানুষের সহ্য হওয়ার নয়। জীবন শুরুর আগেই অবশ্য মোহিনী তাকে পই পই করে বলেছেন, দেখ তুমি আমাকে আর যাই কর, অবহেলা কোরো না। আমি মোটেই অবহেলা সহ্য করতে পারি না।

হাসপাতালের বিছানায় আরেফিনকে রেখে তিনি সেই অবহেলার কথা স্মরণ করাবেন না। বাসায় যাওয়ার পর শেষবারের মতো কথাগুলো বলবেন। সেটাই হবে মোহিনীর শেষ কথা বলা। এরপরও যদি তিনি একই কাণ্ড করেন তাহলে তিনি আরেফিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। যে সম্পর্ক রাখা না রাখা সমান; সেই সম্পর্ক টিকিয়ে রেখেই বা কি হবে!

মোহিনী বিয়ের পরেও আরেফিনকে দু একবার তার শর্তের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আরেফিন গায়ে লাগাননি। তার ভাবখানা এমন যে, মোহিনী তার বিয়ে করা বউ। কাজেই এতো তোয়াজ করার কি আছে? কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্কটা যে তোয়াজ করার নয়, ভালোবাসার তা সে বুঝতে পারছেন না।

অতীতের কিছু কথা বার বার মনে পড়ছে মোহিনীর। তিনি কয়েকবার বলতে যেয়েও বলতে পারেননি। চক্ষু লজ্জা বলে একটা কথা আছে। মোহিনীর সেগুলো খুব বেশি মাত্রায় আছে। সবকিছু নির্লজ্জের মতো তিনি বলতে পারেন না। তিনি তা তার পরিবার থেকে শেখেনি। অথচ সামান্য কারণে আরেফিন চোখ উল্টে ফেলে। মুখের ওপর কথা বলেন। এ ধরনের মানসিকতার মানুষকে তিনি মোটেই পছন্দ করেন না।

আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। উচ্চ শিক্ষা মানুষকে সভ্য করে। মানুষের মানসিকতার বিশাল পরিবর্তন ঘটায়। নীচু পরিবার থেকে এসেও মানুষ পারিপার্শ্বিক গণ্ডি থেকে শিক্ষা নেয়। মোহিনীর ধারনা ছিল, আরেফিন নিশ্চয়ই সেই শিক্ষা নিয়েছেন। কিন্তু পরে তার কীর্তিকলাপ দেখে চরম হতাশ হলেন। তাকে সে কথা আকারে ইঙ্গিতে বললেও তিনি কানে তুললেন না। এতে ভীষণ মন খারাপ হয় মোহিনীর। সেই কথা মনে পড়লে এখনও তার খারাপ লাগে। তিনি হতাশার সঙ্গে বলেন, আমি মানুষ চিনতে এতোবড় ভুল করলাম!

আরেফিনকে হাসপাতালে ভর্তি করানোর বিষয়ে মোহিনীর মা বাবা কিছুই জানতেন না। তারা যখন জানতে পারলেন তখন আর দেরি না করে হাসপাতালেই তাকে দেখতে আসেন। কিন্তু হাসপাতালে তাদেরকে দেখতে প্রস্তুত ছিল না মোহিনী। কারণ, আরেফিনকে হাসপাতালে ভর্তির বিষয়ে হাজারটা প্রশ্ন করবেন। সেই প্রশ্নের জবাব মোহিনীর কাছে নেই। তিনি মা বাবার কাছে মিথ্যা বলতে পারবেন না।

মোহসীন আহমেদ ও আনোয়ারা বেগমকে হাসপাতালে দেখে মোহিনী বললেন, তোমরা আবার কেন এসেছ?

বারে! আরেফিন অসুস্থ। আমরা দেখতে আসব না!

তেমন গুরুতর কিছু না।

গুরুতর না হলে হাসপাতালে কেন ভর্তি করালি?

মোহিনী চুপ করে রইলেন। কোনো জবাব দিলেন না। তিনি আনোয়ারা বেগমের পাশে গিয়ে বসলেন। প্রসঙ্গ পাল্টানোর জন্য তিনি তার মাকে নানা প্রশ্ন করতে শুরু করলেন। তারমধ্যে পারিবারিক এবং আনোয়ারা বেগমের শারীরিক বিষয় ছিল। তিনি মেয়ের প্রশ্নের জবাব দিতে ব্যস্ত হয়ে পড়লেন। তবে মোহসীন আহমেদ দমলেন না। তিনি আরেফিনের কাছে গিয়ে বসলেন। তার কাছে জানতে চাইলেন, কি সমস্যা হয়েছিল আরেফিন?

আরেফিন কিছু বলার আগেই মোহিনী বললেন, বাবা বললাম তো তেমন কিছু না। পেটের সমস্যা হয়েছিল। এখন ঠিক আছে। আমরা কাল সকালেই চলে যাবো।

মোহসীন আহমেদ মেয়ের দিকে তাকালেন। তারপর চেয়ারে বসতে বসতে বললেন, আচ্ছা আচ্ছা! বুঝতে পারছি।

মোহসীন আহমেদ আর কথা বাড়ালেন না। তিনি মোহিনীর দিকে তাকিয়ে আসল রহস্য বোঝার চেষ্টা করেন। মোহিনীও তার চেয়ে কম নয়। তিনি তার বাবার চেহারা দেখেই বুঝতে পেরেছেন যে, তিনি তাকে রিড করার চেষ্টা করছেন। তিনি তার বাবাকে বোঝার সময়ই দিলেন না। তিনি বললেন, অনেক রাত হয়েছে। কাল তো তোমার আবার অফিস আছে।

মোহসীন আহমেদ তখন বলতে বাধ্য হলেন, হ্যাঁ আমাকে যেতে হবে।

আনোয়ারা বেগমও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। তাদের বিদায় দিয়ে এক ধরনের স্বস্তির নিশ্বাস ছাড়েন মোহিনী।  

সকাল সকালই হাসপাতাল থেকে আরেফিনকে নিয়ে বিদায় নেন মোহিনী। গুলশান দুই থেকে বনানী খুব বেশি দূরের পথ নয়। খুব অল্প সময়ের মধ্যোই তারা বাসায় পৌছেন। তারা সিদ্ধান্ত নেন, আজ ওরা কোথাও যাবেন না। বাসায় থাকবেন। দুজন আড্ডা দেবেন, গল্প করবেন। মোহিনী খুব ভালো কফি বানায়। ওর কফি খেয়ে খুব প্রশংসা করেন আরেফিন। আজ বাসায় ফিরেই আরেফিনকে তিনি কফির অফার করেন। সঙ্গে সঙ্গে সে ইতিবাচক মাথা নাড়ে।

খাবার টেবিলের দুই পাশে দুজন বসে মজা করে কফি খান। কফি খেতে খেতে মোহিনী আলোচনা শুরু করেন। তিনি আরেফিনকে শর্ত দেন, আজ আমরা খোলামেলা আলোচনা করব। এতে বিন্দুমাত্র মিথ্যা থাকতে পারবে না। আরেফিন তাতে সম্মতি দেন। তখন মোহিনী বলেন, তার যদি কোনো সমস্যা থাকে তাহলে তিনি তা শোধরাবেন। আবার আরেফিনেরও যদি কোনো সমস্যা থাকে তা তিনিও শুধরে নেবেন। তাছাড়া দুজনের দাম্পত্য জীবন সুখের হবে না। সারাক্ষণ ঝগড়াঝাটি মোটেই ভালো লাগে না।

তারা দুজন যথেষ্ট আয় করেন। থাকা খাওয়া নিয়ে ওদের ভাবতে হয় না। তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছেন। তারপরও কেন ওদের সংসার আনন্দের হবে না?

মোহিনী কথা বলা শুরু করলে আরেফিন তাতে আপত্তি জানিয়ে বললেন, এখন না বললেই নয়? সবে তো হাসপাতাল থেকে এলাম। এখন একটু বিশ্রাম নিই। তোমারও তো ভালো ঘুম হয়নি। আমরা সন্ধ্যায় আলোচনা করি!

মোহিনী বললেন, না। এতো বিশ্রাম নেয়ার কিছু নেই। আলোচনা এখনই করতে হবে। তোমার সমস্যা কি সেটা আমাকে খোলাখুলি বলো। আমাকে জানতে হবে। না জানলে সমাধান করা সম্ভব নয়। আরেফিন, তুমি খুব ভালো করেই জানো, আমি কোন পরিবেশে বড় হয়েছি। আমি জীবনে কখনোই কোনো সমস্যা অনুভব করিনি। নিজের হাতে কখনো রান্না করিনি। বাজার করিনি। সংসার নিয়ে কোনো রকম ভাবনাই আমাকে ভাবতে হয়নি। আমার জীবন তোমার সঙ্গে জড়াবে তাও কখনো ভাবিনি। বিধাতার কি খেয়াল জানি না। তোমার সঙ্গে যখন আমার জীবন জড়িয়ে গেছে তখন থেকে আমি তোমার মতো করে চলতে চেয়েছি। তোমাকে সবটুকু ভালোবাসা দিয়েছি। তোমার যাতে ভালো লাগে সে কাজ করতে চেয়েছি। কিন্তু আমি লক্ষ্য করলাম, তুমি সব সময় আমাকে এড়িয়ে চলছ। আমি যা করতে বলেছি তার উল্টোটা করেছ। আমি যা অপছন্দ করি তাই তুমি করো। এ কারণ কি তুমি বলো তো? খোলাখুলি বলো। একটি শব্দও মিথ্যা বলবে না। আমাদের ভুলভ্রান্তিগুলো আমাদের এখনই শোধরাতে হবে। তা না হলে অনেক বড় সমস্যা হবে। বিয়ে যখন করেছি তখন একটা সুন্দর, আনন্দময় সংসার আমি করতে চাই।

আরেফিন আমতা আমতা করে বললেন, আমি আসলে তোমাকে খুলে বলতে পারিনি। এটা আমার দুর্বলতা। তুমি অনেক বড় পরিবারের মেয়ে। আমি খুবই ছোট পরিবারের। তোমার সঙ্গে তুলনা করলে আমার অবস্থা তোমার একশ’ ভাগের এক ভাগ। আমার সব সময় একটা ভয়ের মধ্যে দিন কাটে। তুমি কি পছন্দ করো আর কি অপছন্দ করো তা নিয়ে রীতিমতো চিন্তায় থাকি। তুমি কিসে মন খারাপ করো, আর কিসে রাগ করো তা বুঝতে পারি না। তোমার পছন্দ অপছন্দের বিষয়গুলো আমি ঠিক ধরতে পারি না। আসলে আমি তো সৌভাগ্যক্রমে তোমাকে পেয়েছি। তাই তোমাকে হারানোর ভয় সারাক্ষণ আমাকে অস্থির করে রাখে। তুমি যদি রাগ করে চলে যাও?

কি বলো এসব তুমি! আমার আচার আচরণে সে রকম কিছু পেয়েছ? আমি বিনা কারণে রাগ করেছি? তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি?

না করোনি।

তাহলে তুমি এসব কেন ভাবো?

জানি না। আমার খুব ভয় হয়। ভয়ের কারণে ঠিকমতো তোমাকে আদরও করতে পারি না। সেক্স করতে গেলেও ভয় লাগে। তুমি কতটুকু কি পছন্দ করো; আমার কোথাও ভুল হচ্ছে কিনা!

শোন, এসব আলাপ বাদ। তোমার যা ভালো লাগে খোলাখুলি বলবে। জীবনটা কয়দিনের বলো! তোমাকে ভালোবেসেছি বলেই তো তোমাকে বিয়ে করেছি। আমি কি অন্য কাউকে ভালোবাসি? নাকি অন্য কোরো সঙ্গে সম্পর্ক রেখেছি?

না। তা রাখোনি।

আমাকে বিশ্বাস করো তো?

অবশ্যই।

তাহলে আমার হাতে হাত রাখো। শপথ করো, আমাকে কোনো কিছু গোপন করবে না। যা ভালো লাগে খুলে বলবে।

আচ্ছা বলব।

প্রমিজ!

প্রমিজ।

মোহিনী আরেফিনকে জড়িয়ে ধরে আদর করেন। এতে আবেগাপ্লুত হন আরেফিন। তিনিও মোহিনীকে আদর করেন।

সকালে অফিসে গিয়ে বসতেও পারেননি আরেফিন। এমন সময় তার অফিসের এক সহকর্মী তার কাছে ছুটে এসে। তাকে জানায়, বড় স্যার আপনাকে এখনই ডেকে পাঠিয়েছেন। কি যেন জরুরি ব্যাপার আছে। স্যার, এসেই আপনার খোঁজ নিয়েছেন। আপনি অফিসে এসেছেন কিনা জানতে চেয়েছেন।

আরেফিনের বস ডেভিড লকউড জাতিসংঘ ঢাকা অফিসের স্থায়ী প্রতিনিধি ও জাতিসংঘ সংস্থাগুলোর সমন্বয়ক। তার দপ্তরেই আরেফিন চাকরি করেন। আরেফিন আর চেয়ারে বসেননি। তিনি সঙ্গে সঙ্গে তার বসের রুমে যাওয়া মাত্র ডেভিড লকউড বললেন, আরে! আপনি কখন এলেন? বসেন বসেন! আপনার সঙ্গে জরুরি আলাপ আছে।

জি স্যার।

আরেফিন চেয়ারে বসে। লকউড অফিস সহকারিকে কফি দিতে বলে হাতের কাজ দ্রুত শেষ করেন। আরেফিন মনে মনে ভাবেন, জরুরি আলাপটা কি? রাতের মধ্যে কি এমন ঘটল যে সকালে অফিসে এসেই আমার সঙ্গে আলাপের প্রয়োজন হলো! নিশ্চয়ই নেতিবাচক কিছু ঘটেনি। স্যারের মুড দেখে তা বোঝা যাচ্ছে। তিনি গুড মুডে আছে তা তার চেহারায় স্পষ্ট। এর মধ্যে অফিস সহকারি কফি দিয়ে যায়। লকউড ইশারায় আরেফিনকে কফি খেতে বলেন। তিনি কম্পিউটারে টাইপ করে কিছু ম্যাসেজও পাঠান। তারপর কফির মগ হাতে নিয়ে চুমুক দেন। দুতিনবার চুমুক দেয়ার পর বলেন, আরেফিন আপনাকে আমরা একটা প্রশিক্ষণ কর্মশালায় পাঠাতে চাই। আপনাকে অবশ্যই যেতে হবে। আমার মনে হয়, এটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে।

জি স্যার। স্যার, কর্মশালাটি কোথায় হবে?

চীনের হুবেই প্রদেশের উহানে। খুবই গুরুত্বপূর্ণ কর্মশালা। আমাদের অনেক কাজে লাগবে। আপনার নাম আমি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছে। এখন শুধু আপনার সম্মতিপত্রে সই করতে হবে। আর কিছু না।

লকউড সম্মতিপত্রের একটি ব্ল্যাঙ্ক কপি আরেফিনের দিকে এগিয়ে দিয়ে বলেন, এই নিন। আপনি সই করুন।

আরেফিন কাগজটি নিজের কাছে নিয়ে সই করে আবার লউউডের কাছে দিলেন। তিনি ফাইলে রেখে বললেন, আমি আজই হেডকোয়ার্টারে পাঠিয়ে দেবো। আর শোনেন, আপনি কিন্তু ভালো করছেন। বলতে পারেন তারই স্বীকৃতি স্বরূপ আপনাকে চীনে পাঠানো। সাধারণত, উপর লেভেল থেকে এ ধরনের কর্মশালায় পাঠিয়ে থাকি। এটা আপনার জন্য একটা বিরাট সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা মানে নিজের পায়ে কুড়াল মারা। আপনি নিশ্চয়ই নিজের ক্ষতি চাইবেন না! আর নিজের ভালোটা তো পাগলেও বোঝে। কি বলেন?

জি স্যার। থ্যাঙ্ক ইউ স্যার। আপনার প্রতি আমার কৃতজ্ঞতা। আপনি না হলে এই সুযোগ কখনোই পেতাম না।

না না! এটা আপনি অর্জন করেছেন। আপনি ভালো কাজ করছেন বলেই আমি আপনাকে সুযোগ দিতে পেরেছি। আরো ভালোভাবে কাজ করুন। অবশ্যই আপনি অনেক দূর যাবেন।

ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার শুভ হোক। এখন তাহলে যান। কাজ করেন।

আরেফিন নিজের রুমে যান। তার খুশি খুশি ভাব দেখে তার সহকর্মী রায়হান জহির বলল, কি ব্যাপার আরেফিন ভাই! আপনাকে খুব খুশি খুশি মনে হচ্ছে! কোনো আনন্দের সংবাদ আছে নাকি?

হুম। আনন্দের সংবাদই বটে!

তা মিষ্টিটিষ্টি খাওয়ান। মিষ্টি খাইয়ে আনন্দের সংবাদটা দিন!

খাওয়াবো খাওয়াবো। অবশ্যই মিষ্টি খাওয়াবো।

সংবাদটা কি শুনি।

এখনই বলা যাবে না। পরে বলব। দুতিন দিন পর।

সে কী! সুসংবাদটা এখন বলা যাবে না!

নারে ভাই। স্যারের নিষেধ আছে।

হতাশার সঙ্গে রায়হান জহির বলল, হুম! কোনো মানুষ সুসংবাদ কাউকে দেয় না; তা এই প্রথম দেখলাম। না বললে আর কী!

আরেফিন দেখলেন, রায়হান জহির খুব মন খারাপ করেছে। তিনি তার কাছে এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখলেন। তারপর বললেন, বলবো ভাই, বলবো। সময় হলে নিশ্চয়ই বলব। তুমি মনে কিছু নিও না।

রায়হান জহির আর কোনো কথা বলল না। সে নিজের কাজে মন দেয়। আরেফিনও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন।

আরেফিন জাতিসংঘের আন্তর্জাতিক কর্মশালায় যোগ দেয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন। মনে মনে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। কিন্তু বিষয়টা নিয়ে মোহিনীর সঙ্গে কোনো আলোচনা করেননি। সম্মতিপত্রে সই করে জাতিসংঘ সদরদপ্তরে পাঠানোর জন্য সে মোহিনীকে বিষয়টা জানায়। এটা শোনার পর মোহিনী তেলেবেগুনে জ¦লে উঠেন। তিনি কিছুতেই এটা মেনে নিতে পারেন না। তিনি তাকে বললেন, তুমি দুই মাসের জন্য দেশের বাইরে যাবে তা আমাকে আগে থেকে বলোনি কেন? আর তোমার যাওয়া কি এতোই প্রয়োজন ছিল? না গেলে কি হতো? তোমার চাকরি চলে যেত। কাজটা তুমি ঠিক করোনি। মোটেই ঠিক করোনি।

 

 

আরও পড়ুন

বিষাদ বসুধা: পর্ব-৪

বিষাদ বসুধা: পর্ব-৩

বিষাদ বসুধা: পর্ব-২

বিষাদ বসুধা: পর্ব-১

 

 

Header Ad
Header Ad

পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। নয়াদিল্লি থেকে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্যকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (১৮ এপ্রিল) বলেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে যে মন্তব্য এসেছে, তা ভিত্তিহীন এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

তিনি আরও বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন চলে আসছে, তার প্রতি ভারতের দীর্ঘদিনের উদ্বেগের সঙ্গে এই বিষয়টির তুলনা টানার চেষ্টা করা হচ্ছে, যা একেবারেই অসৎ প্রচেষ্টা। এমনকি যেসব অপরাধী ওইসব ঘটনায় জড়িত, তারা আজও বিচার এড়িয়ে চলেছে।”

এর আগে ৮ এপ্রিল, ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, “পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিতে আমরা ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এই মন্তব্যকেই ‘হস্তক্ষেপমূলক’ ও ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সহিংসতা নিয়ে বাংলাদেশকে দায়ী করেছেন। গত ১৬ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক সভায় তিনি বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গে অশান্তি ছড়িয়েছেন।”

প্রসঙ্গত, নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায় ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

এই ইস্যু শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নয়—উত্তর প্রদেশসহ ভারতের আরও কিছু রাজ্যেও সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে অসন্তোষ এবং নির্যাতনের অভিযোগ উঠেছে।

Header Ad
Header Ad

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

পুলিশ কনস্টেবল শামীম হোসেন। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ইমিগ্রেশন বিভাগে কর্মরত পুলিশ কনস্টবল শামীম হোসেন (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে সহকর্মীরা শয়নকক্ষের জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে। তার কনস্টবল নং ৫৩২।

চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ এসআই রমজান আলী জানান, শামীম হত অক্টোবরে দর্শনা ইমিগ্রেশনে যোগদান করে। যোগদানের পর থেকেই গত ৬ মাস ধরে নতুন ইমিগ্রেশন ভবনের ২য় তলার একটি কক্ষে বাস করে আসছিলেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী খোঁজ নিতে গেলে শামীম হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পান।

খবর পেয়ে সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সহকারী পুলিশ সুপার দামুড়হুদা -জীবননগর) সার্কেল জাকিয়া সুলতানা, দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর ঘটনাস্থলে আসেন। এরপর বেলা ১১ টায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

পুলিশ কনস্টেবল শামীম হোসেন ২০১৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করে।

Header Ad
Header Ad

দাদা ও চাচার বিরুদ্ধে স্কুলছাত্রীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ

সংবাদ সম্মেলন। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর আত্রাইয়ে বিষ প্রয়োগ করে দাদা ও চাচার বিরুদ্ধে সানজিদা (১৬) নামে এক কিশোরীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নিহত কিশোরীর স্বজনেরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত কিশোরীর মামা ফজলুর রহমান। এ সময় অন্যদের মধ্যে ওই কিশোরীর মা খুশি বেগম, নানা মোসলেম প্রামাণিক, চাচা সাইফুল ইসলাম মন্ডল, মামা হামিদুল প্রামাণিক উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য ফজলুর রহমান বলেন, নিহত কিশোরী সানজিদা আত্রাই উপজেলার আন্দার কোটা গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী শামসুল মন্ডলের মেয়ে। সানজিদা উপজেলার ঘোষগ্রাম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাবা কাজের সূত্রে দীর্ঘদিন ধরে সৗদি আরবে ও আরব আমিরাতে (দুবাই) অবস্থান করছেন। শামসুল মন্ডলের স্ত্রী খুশি বেগম মেয়ে সানজিদাকে নিয়ে স্বামীর বাড়িতে বাস করে আসছিলেন। শামসুল বসতবাড়ির বসতভিটার উত্তর পাশে বাবা মোসলেম মন্ডলের কাছ থেকে জমি কিনে নিয়ে ৪ বছর আগে মাটির বাড়ি তৈরি করেন। সেই বাড়িতেই সানজিদা ও তার মা বসবাস করতো। পরে ওই জায়গায় পাকা বাড়ি করার জন্য উদ্যোগ গ্রহণ করলে শামসুলের বাবা মোসলেম ও ভাই সাজিম মন্ডল বাঁধ সাজে। সানজিদার দাদা শামসুলকে বসতভিটার উত্তর পাশে পাকা বাড়ি না করে দক্ষিণ পাশে নীচু জায়গায় বাড়ি করার জন্য বলে আসছিল। এ নিয়ে বিরোধ শুরু হয়। সানজিদার বাবা ও ভাই বিদেশে থাকায় বাড়ি করা নিয়ে বিরোধের জেরে সানজিদা ও তার মায়ের সঙ্গে তাঁর দাদা মোসলেম ও চাচা সাজিমের প্রায় পারিবারিক কলহ লেগে থাকতো। এই কলহের জেরে দাদা মোসলেম মন্ডল ও সাজিম মন্ডল হত্যার উদ্দেশ্যে গত ৯ এপ্রিল হত্যার উদ্দেশ্যে সানজিদার শরীরে বিষ প্রয়োগ করে। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে সানজিদা বলে গেছে তার দাদা ও চাচা তাঁর শরীরে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করেছে। তাঁর এই বক্তব্যের ভিডিও ধারণ করা আছে। এ ঘটনায় রাজশাহী রাজপাড়া থানায় একটি অপমৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে মোসলেম মন্ডল ও সাজিম মন্ডল পলাতক রয়েছেন।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ৯ এপ্রিল সকালে সানজিদা প্রাইভেট পড়ার জন্য ঘোষগ্রাম উচ্চবিদ্যালয়ে যায়। প্রাইভেট পড়ে সে বেলা ১১টার দিকে বাড়িতে আসে। এ সময় সাংসারিক কাজে সানজিদার মা খুশি বেগম বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে সানজিদার দাদা মোসলেম ও চাচা সাজিম সানজিদার ঘরের ভেতরে যায়। দাদা মোসলেম সানজিদার পাশে বসে একপর্যায়ে তাকে জাপটে ধরে এবং চাচা সাজিম পকেট থেকে বিষের ইনজেকশন বের করে তার বাম হাতের শিরায় জোর ইনজেকশন প্রয়োগ করে। তারা সানজিদাকে হুমকি দিয়ে বলে এ কথা কাউকে বললে তার মতো বাবা ও ভাইকেও হত্যা করবে। সানজিদার মা খুশি বেগম বাড়িতে এসে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় মেয়েকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে ওই দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ এপ্রিল রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজশাহীর রাজপাড়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সানজিদার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত মোসলেম ও সাজিমের ফাঁসি দাবি করা হয়।

সাজিম মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তা বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন বলেন, ‘যে মেয়েটি মারা গেছে তার পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়েছিল। এ ঘটনায় রাজশাহী রাজপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। সেখানেই নিহত কিশোরীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
দাদা ও চাচার বিরুদ্ধে স্কুলছাত্রীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ
গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেসসচিব
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, দেখাবে বিটিভি
সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিলো রাশিয়া
ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব আছে, জানালেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
ব্রাজিলের ভক্তদের ‘বানরের’ সঙ্গে তুলনা, নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টিনা
নারীরা কেন বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেমে জড়াচ্ছেন?
জুলাই-মার্চ মাসে ৩০.২৫ বিলিয়ন ডলার পোশাক রফতানি করেছে বাংলাদেশ
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও ১০ কিলোমিটার চালিয়ে ৬০ যাত্রীকে বাঁচালেন চালক
কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা
চুয়াডাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে দু’জন নিহত
ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮
হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার
গাইবান্ধায় মাদক মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
তোপের মুখে ওয়াক্‌ফ আইন স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট
নিজেকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবিতে মামলা করলেন ফয়জুল করীম