বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ফুটবল খেলায় ব্যায়াম, যত উপকার

বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। এ খেলার রয়েছে অনেক উপকারিতা। দেখুন এ খেলায় কী ধরনের উপকার হয়:

১. ফুটবল একটি বৈশ্বিক খেলা। একটি বল নিয়ে আসার খেলা হলেও এ এমন এক ধরনের কার্যক্রম যা আপনাকে সহ্য ক্ষমতার অনুশীলন করায় এবং আপনার হৃদপিন্ডকে নিয়মিতভাবে শক্তিশালী করে একের পর এক দৌড়ের মাধ্যমে।

২. ফুটবলের গতি এবং দক্ষতাগুলো শারিরীকভাবে কার্যক্রমের অন্তর্ভুক্ত। ফলে আপনাকে আরও হালকা এবং সমন্বিত করে।

৩. একটি দলগত খেলা বলে ফুটবলের একেত্র খেলার অনুশীলন অত্যন্ত চমৎকার ও উন্নত।

৪. ফুটবলের দলে খেলোয়াড়রা আবর্তিত হয়ে দৌড়ান। একজন পূর্ণবয়স্ক মানুষকে ১০ কিলোমিটার বা ৩২ হাজার ৮০৮.৪ ফিট গড়ে পূর্ণ করতে হয় খেলতে, খেলতে কোনো ম্যাচে। অবশ্য স্কিল ও নৈপুণ্য থাকলে ভিন্নতর ফলাফল আসে।

৫. ফ্রি-কিক ও নির্মল ট্যাকলিংয়ের মাধ্যমে আপনার সহনশীলতা বাড়ে।

৬. নিয়মিত ফুটবল খেললে এবং প্রশিক্ষণ গ্রহণে মানুষের শারিরীক অসাধারণ উন্নতি ঘটে।

৭. হৃদন্ডি এবং এই সংক্রান্ত নার্ভ ও পেশিগুলো তো বটেই, যেকোনো মানুষের শ্বাস-প্রশ্বাসের ক্ষমতা অনেক গুণ বাড়ে।

৮. ফুটবলের মাধ্যমে মানুষের দৌড়ানোর দক্ষতা বাড়ে। পায়ের পেশিগুলো শক্তিশালী হয়। পায়ের ক্ষমতা অনেক বেশি বাড়ে।

৯. ফুটবলের মাধ্যমে যেকোনো মানুষের সকল ধরনের শারিরীক কার্যক্রম ঘটে।

১০. দ্রুত গতি সম্পন্ন করে এবং তাকে সঠিকভাবে দাঁড়াতে স্বক্ষম করে তোলে।

১১. কোনো খেলোয়াড় যখন গোল করেন বা হেড করার জন্য লাফ দেন, তিনি নিজেকে আরও প্রসারিত করেন এবং নিজের সঠিকভাবে দাঁড়িয়ে বা যেকোনোভাবে থাকতে অনুশীলন করেন।

১২.দৌড়ানো ও দ্রুততর হওয়ার মাধ্যমে নিজের গতি বাড়ানোর অনুশীলন করেন তিনি। এই খেলার অন্যতম মৌলিক বিষয়।

১৩. খেলাটি এমন এক ধরনের খেলা যেখানে গোলরক্ষক এবং রেফারিরা বাদে আর কোনো মাঠের মানুষের কোনো ধরনের হাতের ব্যবহার নেই। ফলে ভদ্রভাবে নিজের খেলার দক্ষতাগুলো উন্নয়নের অনুশীলনও ঘটে।

ওএফএস/

 

Header Ad
Header Ad

অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিরামপুর উপজেলা সদরের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত পান্তা-ইলিশের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কিছু কর্মচারীর সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীর সামান্য ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন দলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু বলেন, "ছোট একটি ঘটনা নিয়ে কিছু সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করেছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।"

তিনি আরও বলেন, "সংবাদপত্র হলো সমাজের দর্পণ। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা থাকা অত্যন্ত জরুরি। আমরা সকল সাংবাদিককে সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছি।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক টুটুল বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Header Ad
Header Ad

চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প

ফাইল ছবি

চীনের বিরুদ্ধে আবারও কড়া বাণিজ্যিক অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধমূলকভাবে যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের শুল্ক বাড়ানোর জবাবে এবার ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে ২৪৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, "চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য দেশ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজলেও চীন প্রতিরোধের পথ বেছে নিয়েছে। তাই চীনা পণ্যের ওপর এই বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে।"

এর আগে, চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন বিশ্বের অনেক দেশের ওপর ১০ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে ৭৫টির বেশি দেশ আলোচনায় আগ্রহ দেখায় এবং যুক্তরাষ্ট্র তাদের ওপর শুল্ক সাময়িকভাবে স্থগিত রাখে।

তবে চীন ছিল একমাত্র দেশ যারা পাল্টা শুল্ক আরোপ করে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন চীনের পণ্যে ২৪৫ শতাংশ শুল্ক আরোপ করে স্পষ্ট বার্তা দিল যে বাণিজ্য যুদ্ধে তারা কোনো ছাড় দিতে প্রস্তুত নয়।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বিশ্ববাজারে নতুন করে বাণিজ্য উত্তেজনা ছড়িয়ে দিতে পারে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই "আমেরিকা ফার্স্ট" নীতি অনুসরণ করে আসছেন। দেশীয় শিল্প ও কর্মসংস্থান রক্ষার স্বার্থেই তিনি চীনের বিরুদ্ধে এমন কড়া বাণিজ্যিক অবস্থান নিয়েছেন বলে জানায় হোয়াইট হাউজ।

Header Ad
Header Ad

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ। ছবি: সংগৃহীত

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধা সদর আমলী আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন। এর আগে সারোয়ার কবিরের পক্ষে জামিনের আবেদন করা হলেও বিচারক তা নামঞ্জুর করেন।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকার দীবা গার্ডেন নামক একটি বাসা থেকে সারোয়ার কবিরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, তিনি গত ১ মার্চ থেকে ওই বাসায় আত্মগোপনে ছিলেন। পরে তাকে কড়া নিরাপত্তায় দিনাজপুর থেকে গাইবান্ধা আদালতে হাজির করা হয়।

গত বছরের ৪ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়।

তার আইনজীবী ও জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিরাঞ্জন কুমার ঘোষ বলেন, “এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে আমরা জামিন চাই। কিন্তু আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা উচ্চ আদালতে জামিন আবেদন করব।”

সারোয়ার কবির ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের স্পিকার শাহ আবদুল হামিদের নাতি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন
চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ
প্রখ্যাত ইসলামী বক্তা বজলুর রশীদের বিরুদ্ধে প্রতারণার মামলা
দারিদ্র্যপীড়িত রাজিবপুরে শিক্ষার্থীদের পকেট কাটছে রাজিবপুর সরকারি কলেজ
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা
গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দোষীদের শাস্তির দাবি
৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ
৮৬ জনকে চাকরি দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
নওগাঁ শহরে বাসায় ঢুকে এক তরুণকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
মেহেরপুরে ছাত্রদলের দুই নেতাকে কারাগারে প্রেরণ
ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ
মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশগ্রহণ বিবেচনাধীন থাকবে: নাহিদ ইসলাম
বিড়ালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি ভাইরাল, প্রশংসায় ভাসছেন তারেক রহমান
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ, পরিবারের সদস্য নিয়ে যাওয়া নিষিদ্ধ
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারণ
চুয়াডাঙ্গায় নিজের কিশোরী কন্যাকে ধর্ষনের অপরাধে বাবার মৃত্যুদন্ড
শাকিব খানের বিশ্বজয়, আইএমডিবির সেরা ১০০-তে ‘বরবাদ’
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক