মেহেরপুরে ছাত্রদলের দুই নেতাকে কারাগারে প্রেরণ

প্রতীকি ছবি : ঢাকাপ্রকাশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার ওপর হামলার মামলায় মেহেরপুরের মুজিবনগর থেকে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে শাওন শেখ নামে এক ব্যক্তি এই মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম মিঠুন এবং মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রুবেল হাসান। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শাওন শেখ মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের হারু শেখের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের মুখ্য সংগঠক। অভিযোগে বলা হয়, প্রায় ২৫ দিন আগে ভিজিএফ কার্ডের চাল বিতরণকে কেন্দ্র করে মিঠুন মোবাইলে তাকে হত্যার হুমকি দেন। এরপর গত ১৪ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা যাওয়ার জন্য কেদারগঞ্জ চার রাস্তার মোড়ে পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়।
এ বিষয়ে জেলা ছাত্রদল সভাপতি আকিব জাবেদ সেনজি বলেন, “বিএনপির একটি নিউজে শাওন শেখ আপত্তিকর মন্তব্য করেন। এরপর সোমবার রাতে মিঠুন বিষয়টি জানতে চাইলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শাওনের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে চাঁদাবাজি ও অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। আমরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সুষ্ঠু তদন্ত করছে।”
