চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে: আইনমন্ত্রী
চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চের জন্য দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে একটি হাইকোর্ট বেঞ্চ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এ বিষয়য়ে প্রধান বিচারপতির সঙ্গে তার আলাপ হয়েছে এবং তিনি প্রধান বিচারপতির কাছ থেকে আশ্বাস পেয়েছেন বলেও জানিয়েছেন।
শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত ‘আইনজীবী মিলন মেলা-২০২১’ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আশা ব্যাক্ত করেন আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আশা করি এ বছর শেষ হওয়ার আগেই চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, আদালত পাড়ায় অনেক মানুষের সমাগম হয়। তাই এই সময়টায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করছি।
অনুষ্ঠানে আরও ভার্চুয়ালি যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম আইনজীবী সমিতি অনেক বর্ষীয়ান আইনজীবীর জন্ম দিয়েছেন, যারা আইন অঙ্গনের দিকপাল।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আইন পেশাটা চ্যালেঞ্জিং একটা পেশা। নবীন আইনজীবীদের এই পেশায় টিকে থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইনসচিব মো. গোলাম সারওয়ার, চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো। রবিউল আলম।
এমএ/এমএমএ/