শুক্রবার, ১০ মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

আগামী নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত বাহাউদ্দিন নাছিমের

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। সেজন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সৎ, যোগ্য ও দক্ষদের অগ্রাধিকার দেবে। এক কথায় নির্বাচনে জয়ী হবেন এমন প্রার্থী দেবে। এ কারণেই আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রার্থী মনোনয়নে বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ঢাকাপ্রকাশ-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগে যোগ্য প্রার্থীর অভাব কখনই ছিল না, আগামীতেও সৎ, যোগ্য প্রার্থী বাছাই করতে কোনো বেগ পেতে হবে না। যেসব নেতা নিজেদের সর্বেসর্বা মনে করেন, নিজেকে মহাজন মনে করেন তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, পরিবর্তন আসবেই।’

ঢাকাপ্রকাশ: আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি রাজপথ উত্তপ্ত করছে সেটা মোকাবিলায় আওয়ামী লীগের প্রস্তুতি কী?

আ ফ ম বাহাউদ্দিন নাছিম: আমরাও তো মিছিল-সমাবেশ করছি। আমরা কি মারামারি করছি? মারামারি করতে পারি না। আমরা চাইলে প্রতিদিন মারামারি করতে পারি না? আমরা কী করি?

ঢাকাপ্রকাশ: বিএনপি বলে পুলিশ ছাড়া আপনারা দাঁড়াতে পারবেন না।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম: আওয়ামী লীগের ইতিহাস দুই, চার, পাঁচ বছরের নয়। আমরা যখন পার্লামেন্টে বিরোধী দল ছিলাম, তখনই আমাদের সঙ্গে কয়টা দল আন্দোলন করে জিততে পেরেছে। আমরা যখন নিয়মিত বিরোধী দলে ছিলাম ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর, প্রথম দিকে আমাদের অনেক ধকল গেছে। আমাদের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী ১৯৮১ সালে দেশে আসার পর আমাদের সঙ্গে রাস্তায় আন্দোলন-সংগ্রামে নেমেছেন। সেখানে আমাদের মেরেছে, অত্যাচার করেছে, শেষ পর্যন্ত চূড়ান্ত জয় আমাদেরই হয়েছে। আমাদের পুলিশ, সেনাবাহিনী দিয়েও রুখতে পারেনি। আমরা ঘুরে দাঁড়িয়েছি। মারামারি করে ওই ফাঁদে যেতে চাই না। আমরা সাংগঠনিক নেতা-কর্মীদের শক্তিশালী করার জন্য যা করার সেটা করব। তবে যদি মানুষের উপর হামলা হয়, জ্বালাও-পোড়ায় শুরু হয় ব্যাপকভাবে, তখন তো জনগণের পাশে দাঁড়াতে হয়। জনগণকে তো আমরা বিপদে ফেলতে দেব না এটা যেমন সত্য, আবার জনগণকে নিয়ে কেউ খেলা করবে, জনগণকে ফাঁদে ফেলে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে রাজনীতির ফায়দা লুটবে- সেটা কি আমরা মেনে নেব? সহ্য করব? জনস্বার্থেই তাদের রুখতে হবে। সেই রুখার নামে কেউ ফাঁদ পাততে পারবে না। ফাঁদ পাততে দেব না।

ঢাকাপ্রকাশ: আওয়ামী লীগ কি বিএনপিকে সুযোগ করে দিচ্ছে?

আ ফ ম বাহাউদ্দিন নাছিম: প্রশ্নই আসে না। সেই ভুলটা কখনই করব না। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অনেক পরিপক্ব। এই দলটা এমনি এমনিই ৭৫ বছর পার করেনি। এই দলের অনেক ইতিহাস ঐতিহ্য আছে। কারো ফাঁদে আওয়ামী লীগ কখনো পা দেয়নি, দেবে না। এটা একটা প্রতিষ্ঠান। এটা একটা মহীরুহের মতন। চাইলেও কেউ ফাঁদে ফেলার চেষ্টা করা, সেটা তো সোজা না। কোনো কর্মী বা কোনো নেতা এরকম হয়তো ফাঁদে ফেলার কথা বলে ফেলতে পারে। তার মানে এটা না, ফাইনালি আমরা ওটাতে যাব না। আমাদের দলে ৫০ বছরের রাজনীতি করার অভিজ্ঞতা সম্পন্ন নেতা আছে। আমাদের মতো ৪০-৪২ বছর পার করা রাজনীতিবিদদের সংখ্যাও কম না। প্রগতিশীল চিন্তাসম্পন্ন, খারাপ, ভালো, মন্দ সবই থাকে। এত সহজে ফাঁদে ফেলে দেওয়া সম্ভব নয়। হয়তো কেউ কেউ চিন্তা করছে, ভাবছে। আর একটা ১/১১ সৃষ্টি করা এত সোজা নয়। আইনি কাঠামো সংবিধানের ভেতরে। ওই জায়গাগুলো শক্তভাবে করা। চোরাপথে যাওয়ার সুযোগ নেই। ফাঁসিকাষ্ঠে ঝুলার চিন্তা কেউ করবে না।

 

ঢাকাপ্রকাশ: বিএনপি কি নির্বাচনে আসবে?

আ ফ ম বাহাউদ্দিন নাছিম: অবশ্যই আসবে। তারা আন্দোলনের কথা বলছে তো। আন্দোলন তো করতে অসুবিধা নেই।

ঢাকাপ্রকাশ: আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বেসুরো গাইছে কেন? তারা কি প্রত্যাশিত কিছু না পেয়ে…

আ ফ ম বাহাউদ্দিন নাছিম: কেবল তো শুরু, শেষ বেলায় বলা যাবে কী হবে। অনেক কথা বলবে। তারা বিরোধী রাজনৈতিক দল, তারা সংসদে বিরোধী দলের অবস্থানে আছে। নির্বাচন ঘিরে জনগণকে আকৃষ্ট করার জন্য নেতা-কর্মীদের সংগঠিত করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য কথা বলবে না? আমরা বলি না কথা?

ঢাকাপ্রকাশ: তাহলে কি আওয়ামী লীগই সুযোগ সৃষ্টি করে দিয়েছে জাতীয় পার্টিকে কথা বলার?

আ ফ ম বাহাউদ্দিন নাছিম: এটা তো সময় এলে বলা যাবে। সময় আসেনি এসব কথা বলার। দেশটা গণতন্ত্রের পথে হাঁটবে, না দেশটাতে বিরাজনীতিকরণ যারা চায় তারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে? আমার তো মনে হয় কেউ চায় না দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে।

ঢাকাপ্রকাশ: বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি?

আ ফ ম বাহাউদ্দিন নাছিম: তারা জোট করছে, অনেক করেছে, করবে। অনেক জোট করেছে। জোট কত প্রকার কী কী তার সংখ্যা কত? সংখ্যা তত্ত্বের ভিত্তিতে তো হবে না। জনগণকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, দক্ষতা, জনগণের বিশ্বাস, আস্থার জায়গায় ওই জোটে কতগুলো দল, দলের সংখ্যা কতটা? কত হাজার নেতা আছে? সেটা বিষয় নয়। বিষয়টা হলো জনগণের আস্থা বিশ্বাসের জায়গা ওই নেতাদের উপর আছে কি না। অতীতে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য কোনো অবদান রাখতে পারেনি। দেশ, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের ছিল কি না? তাদের দৃশ্যমান কোনো অগ্রগতি ছিল কি না? এগুলো মেনে দেখেই মানুষ সিদ্ধান্ত নেবে। দেশের মানুষের কাছে কিন্তু গত ৫০ বছরের ইতিহাসের রেকর্ড আছে।

ঢাকাপ্রকাশ: বিএনপি তো সরকার পতনের একদফা আন্দোলনের প্রস্ততি নিচ্ছে? এবিষয়ে আপনাদের ভাবনা কী?

আ ফ ম বাহাউদ্দিন নাছিম: তাদের প্রস্তুতির তো কোনো শেষ নেই। গত ১৩ বছর ধরে প্রস্তুতিই নিচ্ছে। তারা আন্দোলনের প্রস্তুতি নিতে নিতে আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করব। দেশের মানুষ যখন নির্বাচনে অংশ নেবে, ঢেউ উঠবে তখন কে কোথায় যাবে, মানুষ কী চায়, কার কী অবস্থা বোঝা যাবে। জনগণের ঢেউ, মানুষের ঢেউ কোথায় কোন দিকে যায়। মার্চ-এপ্রিলে নির্বাচনের ঢেউ উঠবে।

ঢাকাপ্রকাশ: আগামী নির্বাচনে আওয়ামী লীগে বিতর্কিতদের বাদ বা পরিবর্তন আসবে কেমন?

আ ফ ম বাহাউদ্দিন নাছিম: সব সময় জনপ্রিয়তা, সততা, দক্ষতা, কমিটমেন্ট কর্মের ভেতর দিয়ে বেরিয়ে আসবে। সেই জায়গাতে কিন্তু জনপ্রিয়তার পাশাপাশি সততা, দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠার লড়াই সেটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দেব।

ঢাকাপ্রকাশ: আগামী নির্বাচন বেশি চ্যালেঞ্জ মনে হচ্ছে কি না?

আ ফ ম বাহাউদ্দিন নাছিম: প্রার্থীর কোনো সমস্যা আওয়ামী লীগের কখনই ছিল না। জনপ্রিয় নেতা অসংখ্য আছে। সৎ, সাহসী লোককে যোগ্যতা অনুযায়ী নির্বাচন করা গুরুত্বপূর্ণ। এবার সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এটা সহজভাবেই বলা যায়। অনেকে আছে অনেক জায়গায় অনেক নেতা তিনিই নিজেকে সর্বেসর্বা মনে করেন। তিনিই একমাত্র মহাজন। এটা এবার গুরুত্ব দেওয়া হবে না বলেই পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে আওয়াজ উঠেছে। এটার প্রতিফল আগামী নির্বাচনে হবে।

ঢাকাপ্রকাশ: বিএনপির এক নেতা বলেছেন জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সখ্য চলছে। এবিষয়ে আওয়ামী লীগের অবস্থান কী?

আ ফ ম বাহাউদ্দিন নাছিম: তিনি ব্যক্তিগতভাবে হয়তো জামায়াতিদের পছন্দ করেন না। কিন্তু উনার দলের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক হলো জামায়াতিদের সঙ্গে, যুদ্ধাপরাধীদের সঙ্গে, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে। তারা বিএনপির দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপানোর ব্যর্থ চেষ্টা করেন। বিএনপি জামায়াতিদের বিশ্বস্ত বন্ধু, স্থায়ী বন্ধু। সেটা হয়তো তিনি মানতে পারেন না, সহ্য করতে পারে না। যেকারণে দায় থেকে নিজেও বাঁচতে চায়। বিএনপিকেও রক্ষা করার অপচেষ্টা করা। এটার মানেই আওয়ামী লীগের ঘাড়ে চাপানোর চেষ্টা।

ঢাকাপ্রকাশ: আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি কী?

আ ফ ম বাহাউদ্দিন নাছিম: আওয়ামী লীগের সাংগঠনিক প্রস্তুতি চলমান প্রক্রিয়ার একটা অংশ। আমাদের দলে এক কাউন্সিলের পর পরবর্তী কাউন্সিল বা সম্মেলনের আগে প্রতি বছরই আমরা সদস্য নবায়ন করি। সম্মেলনকে টার্গেট ধরেই আমাদের সদস্য সংগ্রহ এবং তৃণমূলের আওয়ামী লীগকে আমরা সংগঠিত করি। এটা দেশব্যাপী সব সময়। তৃণমূলের আওয়ামী লীগের উপর আমরা সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দেই এবং সর্বাধিক গুরুত্ব দেওয়ার কারণে আওয়ামী লীগের মূল শক্তিটা জাগ্রত হয়। আরও শক্তিশালী হয়। তৃণমূলের সঙ্গে কোনো রাজনৈতিক দল যদি সম্পর্ক গড়ে তুলতে পারে সেক্ষেত্রে নির্বাচন যখন আসে, তখন যেকোনো নির্বাচনে জনগণের সমর্থন পেতে কোনো অসুবিধা হয় না। আওয়ামী লীগের পক্ষ থেকে সব সময় আমরা প্রান্তিক পর্যায়ে সংগঠনকে গড়ে তোলার চেষ্টা করি, এটাই আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ। জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন ধরে রাখার জন্য আমরা ওখানেই মূলত কাজটা করি। নবীন-প্রবীণের সমন্বয়ে আগামী প্রজন্মের জন্য এবং বর্তমান প্রজন্মের জন্য দলের লক্ষ্য উদ্দেশ্য মিলিয়ে কাউন্সিলের ভেতর দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা আসে। আগামী নির্বাচনে জনগণের প্রতি আমাদের কী অঙ্গীকার, আমরা কী করতে চাই, আমাদের লক্ষ্য কী- সেটা পরিষ্কারভাবে দলীয় নেতা-কর্মী এবং জনগণের কাছে মূল বিষয়টা বেরিয়ে আসে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দলের নীতি আদর্শ যুগোপযোগী করা হয়।

ঢাকাপ্রকাশ: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম: আপনাকেও ধন্যবাদ।

এনএইচবি/এসএন

Header Ad

বুবলীর পর একই থানায় অপু বিশ্বাসের জিডি!

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলীর পর এবার অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢালিউডের অপু বিশ্বাস।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর ভাটারা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

জিডিতে অপু বিশ্বাস উল্লেখ করেছেন, ‘বেশ কিছুদিন যাবৎ ৩৪ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি।’

শুক্রবার (১০ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা। তিনি বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ সূত্রে খবর, ‘বুবলী ফ্যান, সীমান্ত, ভাইরাল নিউজ বাই তোমা, ফাইভ টিভি বাংলা ও রাইদ রবিসহ ৩৪টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম জিডিতে উল্লেখ করেছেন অপু। এ বিষয়ে মোবাইলে অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এর আগে একই ধরনের অভিযোগে একই থানায় (ভাটারা) জিডি করেন শবনম বুবলী। গত ২৪ এপ্রিল তিনি জিডি-টি করেন। ১৫ দিন পর গত বুধবার সে খবর প্রকাশ্যে আসে। জিডিতে একটি বেসরকারি টেলিভিশনের ফেসবুক পেজসহ অন্তত ৩০টি ফেসবুক একাউন্ট, পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেন বুবলী।

জিডিতে বুবলী লেখেন, ‘গত কয়েকদিন ধরে কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টেলিভিশন চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমাকে নিয়ে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এ অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি।’

চিত্রনায়িকা শবনম বুবলী। ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানের পারিবারিক একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমে দাবি করেন, কিং খানের প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস এবং বুবলী নাকি শাকিব সম্পর্কে সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর কথাবার্তা বলেন। এতে বিরক্ত শাকিব ও তার পরিবার।

আরও বলা হয়, দুই ছেলে আব্রাম খান জয় এবং শেহজাদ খান বীরকে দেখানোর অজুহাতে প্রায়ই শাকিব খানের অফিস ও বাসায় গিয়ে হাজির হন অপু বিশ্বাস ও বুবলী। এটাও শাকিব ও তার পরিবারের পছন্দ নয়। সে কারণে এই দুই নায়িকার নাকি শাকিবের অফিস ও বাসায় ঢোকা নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি, শাকিবের পরিবার তার তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছে- তাও জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। যা নিয়ে গত কয়েকদিন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ব্যাপক চর্চা হচ্ছে। কটাক্ষ করা হচ্ছে অপু-বুবলীকে। সে কারণেই ‍দুই নায়িকার এই আইনি পদক্ষেপ।

বিমান ঘাঁটিতে পাইলট আসিমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

বিমান ঘাঁটিতে পাইলট আসিমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে নিয়ে আসা হয়েছে।

শুক্রবার (১০ মে) সকাল ৮টায় বিমান বাহিনীর একটি বিমানে করে আসিম জাওয়াদের মরদেহটি ঢাকায় নিয়ে আসা হয়। এরপর দ্বিতীয় জানাজা ও ফিউনারেল প্যারেডের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়।

সকাল ১০টা ২০ মিনিটে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও তিন বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সেখান থেকে মরদেহ তার নিজ গ্রামের বাড়ি মানিকগঞ্জে নিয়ে তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে।

এর আগে বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা জহুরুল হক বিমান ঘাঁটি থেকে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হন উইং কমান্ডার সোহান ও স্কোয়াড্রন লিডার আসিম। পতেঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ।

আসিম জাওয়াদ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের ড. আমান উল্লাহ ও নীলুফা আক্তারের ছেলে।

ইউরোপা লিগ: অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফাইনালে লেভারকুসেন

অজেয় থাকার রেকর্ড গড়ে ফাইনালে লেভারকুসেন। ছবি: সংগৃহীত

হার এড়াতে পারলেই ইউরোপের ফুটবলে লেখা হবে নতুন ইতিহাস। এটি আগেই জানা ছিল বেয়ার লেভারকুসেনের। তবে মাঠে নেমে সেই ইতিহাস গড়তে একটু দেরি হলেও শেষমেশ তা করেই ছাড়লো জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে টানা বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড করলো লেভারকুসেন।

বৃহস্পতিবার (৯ মে) রাতে ইউরোপা লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমার বিপক্ষে নাটকীয়ভাবে ড্র করে ফাইনালের টিকিট কাটে জাবি আলোনসোর দল।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। প্রথম লেগে ২-০ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে রোমাকে হারিয়ে ইতিহাসের দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগের ফাইনালে উঠল লেভারকুসেন।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সকল প্রতিযোগিতায় অপরাজিত রয়েছে লেভারকুসেন। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ১১ বছরের আধিপত্য কেড়ে নিয়েছে তারা।

তার পাশাপাশি লিগ কাপেও ফাইনালে উঠেছে আলোনসোর দল। আর এবার ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগে কোন ম্যাচ না হেরে ফাইনালে উঠেছে লেভারকুসেন।

এতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে লেভারকুসেন। তারা ভেঙেছে ইউরোপের ফুটবল ইতিহাসের ৫৯ বছর আগের রেকর্ড।

১৯৬৩ থেকে ১৯৬৫ সালে টানা ৪৮ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ডটি এতদিন দখলে রেখেছিল বেনফিকার।

আগামী ২৫ মে জার্মানির দ্বিতীয় সারির দল এফসি কাইজারস্লটার্নের বিপক্ষে লিগ কাপ ফাইনালে মুখোমুখি হবে লেভারকুসেন। আর তার আগে ২২ মে ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার মুখোমুখি হবে আলোনসোর দল।

এই দুই ম্যাচে জয় পেলে আর লিগে শেষ দুই ম্যাচে জিততে পারলেই অপরাজিত এক মৌসুম পার করবে লেভারকুসেন। যা আগে অন্য কোন জার্মান ক্লাব করতে পারেনি।

সর্বশেষ সংবাদ

বুবলীর পর একই থানায় অপু বিশ্বাসের জিডি!
বিমান ঘাঁটিতে পাইলট আসিমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
ইউরোপা লিগ: অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফাইনালে লেভারকুসেন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ
প্রেমিক যুগলকে মারধরের পর গলায় জুতার মালা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বিদায় নিচ্ছেন পিটার হাস, নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিল
চুক্তি ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা, রাফায় চলছে ইসরায়েল-হামাস লড়াই
কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিধ্বস্ত যুদ্ধবিমান উদ্ধার
রাফায় বড় অভিযান হলে অস্ত্র সরবরাহ বন্ধ: বাইডেন
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল
ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি তার ভূগর্ভে স্থাপন করা হবে: পলক
নয়া সরকারের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম বাজেট ঘোষণা ৬ জুন
প্রকল্প-স্থাপনায় ‘শেখ হাসিনা’ নাম না রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬.১ শতাংশ
৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৩৮
ইউরোপে ছড়িয়ে পড়েছে ইসরাইলবিরোধী বিক্ষোভ
নওগাঁয় বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু
ভারত-কানাডা দ্বন্দ্ব চরমে, পাল্টাপাল্টি হুঁশিয়ারি