এফবিআই কার্যালয়ে হামলার চেষ্টা, বন্দুকধারী নিহত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কার্যালয়ে অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করেন এক ব্যক্তি। এ সময় পুলিশ তাকে বিবৃত করতে ব্যর্থ হয়ে গুলি চালালে ওই ব্যক্তি নিহত হন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ আগস্ট) ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাতিতে এফবিআইয়ের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে জানানো হয়, হামলাকারী ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই আইন প্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম রিকি শিফার। ৬ জানুয়ারি রাজধানীতে যে হামলার হয়েছিল, সেখানে অংশ নেওয়া চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে ওই ব্যক্তি সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
হাইওয়ে প্যাট্রলের লেফটেন্যান্ট নাথান ডেনিস সংবাদ সম্মেলনে বলেন, আইন প্রয়োগকারীরা তার সঙ্গে প্রতমে আলোচনা করা চেষ্টা করেছেন। ব্যর্থ হয়ে পরে তাকে পুরিশ হেফাজতে নেওয়ারও চেষ্টা করেছেন। এরপর যখন তিনি বন্দুক তুলেছেন তখন কর্মকর্তারা গুলি চালিয়েছেন।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গুলি করে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসএন
