গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী
ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে ব্যর্থতার অভিযোগ এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
হ্যাগারি জানিয়েছেন, রবিবার সকাল পর্যন্ত হামাস চুক্তি অনুযায়ী ইসরায়েলকে জিম্মিদের তালিকা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, যতক্ষণ পর্যন্ত হামাস তার দায়বদ্ধতা পূরণ না করছে, ততক্ষণ গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকবে।
যুদ্ধবিরতি কার্যকরের পূর্বনির্ধারিত সময় ছিল রবিবার সকাল সাড়ে ৮টা। তবে এর আগেই ইসরায়েলি হামলায় গাজায় অন্তত আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা আগে জিম্মিদের তালিকা দেওয়া বাধ্যতামূলক ছিল।
অন্যদিকে, হামাস দাবি করেছে যে ‘প্রযুক্তিগত কারণে’ তালিকা সরবরাহে বিলম্ব হয়েছে। ইসরায়েলের টাইমস অব ইসরায়েলের বরাতে এ তথ্য জানা গেছে। বর্তমান পরিস্থিতি নতুন করে সংঘর্ষ বাড়িয়ে তোলার আশঙ্কা সৃষ্টি করেছে।