বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মারা গেলেন লোহার ফুসফুসে ৭০ বছর কাটানো পল আলেক্সান্ডার

পল আলেক্সান্ডার। ছবি: সংগৃহীত

৭০ বছর লোহার ফুসফুস নিয়ে বেঁচে থাকা পল আলেক্সান্ডার নামে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি ৭৮ বছর বয়সে মারা গেছেন। ছয় বছর বয়সে তিনি পোলিও আক্রান্ত হন। পোলিওর কারণে পলের ঘাড় থেকে শরীরের নিচের অংশ অবশ হয়ে গিয়েছিল।

পোলিওতে অবশ হয়ে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিলেন না। এতে চিকিৎসকরা তাকে ধাতব একটি সিলিন্ডারে রাখেন। সাত দশক তিনি এভাবেই বেঁচে থাকেন। ফান্ডরাইজিং ওয়েবসাইট এক পোস্টে জানিয়েছে, লোহার ফুসফুসের ব্যক্তি গতকাল মারা গিয়েছেন। তিনি কলেজে গিয়ে একজন আইনজীবী হয়েছিলেন। পল একজন অবিশ্বাস্য রোল মডেল ছিলেন।

১৯৫২ সালে পল অসুস্থ হয়ে পড়লে নিজ শহর ডালাসের চিকিৎসকরা তার জীবন বাঁচান। তবে পোলিওর কারণে তিনি আর স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিলেন না। এতে তার শরীরের গলা পর্যন্ত অংশ লোহার সিলিন্ডারে স্থাপন করা হয়। তবে খুব বেশিদিন তিনি টিকে থাকবেন, এমনটি আশা করা হয়নি। তবে তিনি দশকের পর দশক বেঁচে ছিলেন।

স্কুল পাস করে পল আলেক্সান্ডার সাউদার্ন মিথোডিস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হন। ১৯৮৪ সালে তিনি অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে আইনে ডিগ্রি লাভ করেন। দুই বছর পর আইনজীবী হয়ে তিনি কয়েক দশক অনুশীলন চালিয়ে যান।

২০২০ সালে তিনি আত্মজীবনী প্রকাশ করেন। এটি লিখতে তার আট বছর সময় লাগে। কিবোর্ডে টাইপ করতে এবং বন্ধুকে নির্দেশ দিতে প্লাস্টিকের একটি লাঠি ব্যবহার করেন। পল আলেক্সান্ডার সবচেয়ে বেশি সময় ধরে লোহার ফুসফুসে জীবিত থেকে গিনেস রেকর্ডে নাম লেখান। বিবিসি ও স্কাই নিউজ

Header Ad
Header Ad

নওগাঁ সীমান্তে উত্তেজনা, বিজিবি-বিএসএফের বৈঠক শুক্রবার

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তের ওপারে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ‘কাঁটাতারের বেড়া’ নির্মাণের চেষ্টা ও বিজিবির বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটার পর থেকে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছে। এ ঘটনায় সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বস্তাবর সীমান্ত চৌকি সংলগ্ন সীমান্তের শূন্য রেখায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই সীমান্তের শূন্য রেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফ সদস্য ও কিছু নির্মাণশ্রমিকের কার্যক্রম চোখে পড়ে। ওই এলাকায় তারা গাছপালা কাটছিল এবং স্ক্যাভেটার (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার কাজ করছিল। এই কার্যক্রম দেখে আমাদের কাছে কাঁটাতারের বেড়া নির্মাণেন চেষ্টা বা ভারী কোনো স্থাপনা নির্মাণ কাজের আলামত বলে মনে হয়।

তিনি বলেন, আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে দেড়শ গজের মধ্যে ফজল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাঁদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে শূন্য রেখা থেকে দেড়শ গজের মধ্যে তাদের সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা। আজকে সকাল ১০টা পর্যন্ত ওই এলাকায় তাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। তবে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। আগামীকাল শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Header Ad
Header Ad

ফের এক বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব

সাকিব আল হাসান। ছবিঃ সংগৃহীত

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রথম সন্দেহ প্রকাশ করেছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট কর্তৃপক্ষ। প্রায় ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে যা কিনা প্রথম। তবে এবার গুঞ্জন ছড়িয়েছে চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায় আবারও ফেইল করেছেন।

বিসিবি এখনও লিখিত ফলাফল না পেলেও, সাকিব আবারও ফেইল করলে একবছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। ২০১৯ সালের শেষদিকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া সাকিব এবার এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন বোলিং করা থেকে।

মূলত পরপর দুইবার লিখিত পরীক্ষায় বোলারের অ্যাকশনে ত্রুটি ধরা পড়লে পরের এক বছর কোনো ধরনের ক্রিকেটেই বোলিং করতে পারবেন না, এটিই আইসিসির নিয়ম। তাই চেন্নাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে ফের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন বাংলাদেশের এই কিংবদন্তি অলরাউন্ডার।

বেশ কয়েকদিন ধরেই সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে চলছে আলোচনা। সাকিবকে খেলানো নিয়ে বিসিবির মধ্যে আগ্রহ থাকলেও, সাকিব খেলতে পারবেন কিনা তা সময়ই বলে দিবে। তবে ব্যাট হাতে দুঃসময় পার করা সাকিবকে বোলিং ছাড়া খেলানোর সিদ্ধান্ত নিতে বেগ পেতে হবে টিম ম্যানেজমেন্টকে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বিপাকে পড়েন সাকিব। এরপর আইসিসি অনুমোদিত বোলিং পরীক্ষাগারে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি সাকিব।

Header Ad
Header Ad

ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে 'রাজবন্দীর জবানবন্দি' বইয়ের মোড়ক উম্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় বিভক্তির রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই আমরা কেন জানিনা নিজেদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে পারছিনা। ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটা এতটুকু সুস্থ ব্যাপার না। অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতায় তো টিকে থাকতে পারবে তখনই যখন তুমি একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে।

সংস্কারের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার তো আমরাই প্রথম শুরু করেছি। আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। শহীদ জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের দিকে। এই যে সংবাদপত্রের স্বাধীনতা, বাংলাদেশে মাত্র ৪ টা পত্রিকা চালু ছিল, সবগুলো পত্রিকা খুলে দিয়েছিলেন তিনি। বন্ধ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনে মুক্ত করেছিলেন। ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি বাদ দিয়ে মুক্ত অর্থনীতি নিয়ে এসেছিলেন।

জাতীয়তাবাদের মূল মুখবন্ধ হচ্ছে সংস্কার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ১৯ দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কার। আমরা এই জিনিসগুলো কেউ প্রচার করি না। আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন, বড় বড় কথা বলছেন তারা কখনোই এই কথাগুলো আনেন না। কারণ তারা অনেকেই মা ও মানুষের সাথে এখনো সম্পৃক্ত হতে পারেন নাই। আমি অনুরোধ করবো সকলকে এই বিষয়গুলো দেখার জন্য।

বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার জন্য কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোয় কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা একেবারেই কোনোরকম পারিশ্রমিক ছাড়া অ্যাম্বুলেন্সে দিয়েছেন। ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে তারা সেখানে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবসহ যারা ওখানে রয়েছেন তারা ইতোমধ্যে চিকিৎসা ব্যবস্থা শুরু করেছেন। গতকাল ম্যাডাম মুক্ত অবস্থায় তার চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে পৌঁছেছেন, এর থেকে আর এর থেকে বড় প্রাপ্তি আর কী আছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শফিক রেহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জমিউল্লাহ, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, কৃষকদল নেত্রী মাহমুদা হাবিবা, কামরুজ্জামান প্রমুখ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁ সীমান্তে উত্তেজনা, বিজিবি-বিএসএফের বৈঠক শুক্রবার
ফের এক বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব
ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
সবাইকে বিশ্বাস করতে হবে, বিয়ে করলেই সংসার হয় না: জয়া
বিডিআর বিদ্রোহে সব কারাবন্দির মুক্তি দাবি স্বজনদের  
ড. ইউনূস বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী, তাকে বিতর্কিত করবেন না: আযম খান
নতুন পাঠ্যবই থেকে বাদ সাকিব-সালাউদ্দিনের নাম  
এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: আইইডিসিআর
২ হাজার ২৭৬ নেতাকর্মী গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করল বিএনপি
মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী
বিডিআর বিদ্রোহ মামলার শুনানি: পুড়িয়ে দেয়া হয়েছে আদালতের এজলাস কক্ষ
টুইটারের পর এবার লিভারপুল কিনছেন ইলন মাস্ক!
এবার শপিং কমপ্লেক্সের স্ক্রিনে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’
স্বামীর ফোন তল্লাশি শাস্তিযোগ্য অপরাধ, হতে পারে কারাদণ্ড
শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা: হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেখ পরিবারকে প্লট বরাদ্দ: ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন নিহত
লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া, শুরু হয়েছে চিকিৎসা