ভারতে চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে পুলিশকে গণপিটুনি
ছবি: সংগৃহীত
ভারতের রাজস্থানের দৌসা জেলায় ৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও করে সাব-ইন্সপেক্টর ভূপেন্দ্র সিংকে গণপিটুনি দিয়েছে জনগণ। শুক্রবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকেলে মেয়েটিকে প্রলুব্ধ করে নির্বাচনী দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর ভূপেন্দ্র সিং তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এই ঘটনার প্রতিবাদে ওই পুলিশ সদস্যের শাস্তি দাবি করে থানা ঘেরাও করেছে ওই শিশুর গ্রামের বাসিন্দারা। এমনকি ওই পুলিশ সদস্যকে ব্যাপক মারধর করা হয়েছে।
দাউসার সহকারী পুলিশ সুপার বজরং সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সহকারী পুলিশ জানিয়েছে, সাব-ইন্সপেক্টর ভূপেন্দ্র সিং নির্বাচনী দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি ওই শিশুটিকে নিজের অফিসে ডেকে এনে ধর্ষণ করেন। তাকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর তদন্তও শুরু হয়েছে। আর শিশুটি একটি সরকারী হাসপাতালে ভর্তি আছে।
এই ঘটনার পর স্থানীয় বিজেপি এমপি কিরোদি লাল মীনা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পুলিশ কর্তৃক দলিত শিশু ধর্ষণের ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। বিজেপি সাংসদ মেয়েটির পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া ও যথাযথ বিচারের আশ্বাস দেন।
রাজস্থান সরকার বলছে, অভিযুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।
রাজস্থানের ডিজিপি উমেশ মিশ্র বলেছেন, এই মামলায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত পুলিশ সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।